ড্রোন বা রিমোট কন্ট্রোল ক্যামেরার ব্যবহার আজকাল আকছার দেখা যায়। সিনেমার শ্যুটিংয়ে কিংবা প্রশাসনিক নজরদারিতে ড্রোনের বিকল্প নেই। এহেন ড্রোনকে কাজে লাগিয়েই এবার এক অত্যাশ্চর্য কাণ্ড ঘটিয়ে ফেলল ১৯ বছরের এক যুবক।

12 09 44 images

প্রযুক্তিকে কাজে লাগিয়ে মানুষের পাশে দাঁড়ানোর নজির বিরল নয়, আর এদিন আরো একবার সেই কাজই করে দেখিয়েছে ১৯ বছরের দেবাঙ্গ সুবিল। নিজস্ব ড্রোনের সাহায্যে মাঝ সমুদ্রে আটকে পড়া ৪ জন জেলেকে উদ্ধার করে এনেছে সে। তাঁর কীর্তিকে সাধুবাদ জানিয়েছে এলাকার প্রশাসনিক কর্মকর্তা থেকে শুরু করে সাধারণ মানুষ, সকলেই।

সূত্রের খবরে জানা গেছে, দেবাঙ্গ সুবিল নামের ওই যুবক কেরালার থ্রিস্সুর অঞ্চলের বাসিন্দা। সে বেঙ্গালুরুর ক্রাইস্ট ইউনিভার্সিটির ইঞ্জিনিয়ারিং ছাত্র। সম্প্রতি নাট্টিকা সমুদ্র সৈকত থেকে একটি জেলেবাহী নৌকা নিখোঁজ হয়ে যায়। নৌকাটির সন্ধান না মেলায় বেশ চিন্তিত হয়ে পড়ে স্থানীয় প্রশাসন। আর তখনই বিষয়টির কথা দেবাঙ্গ সুবিলের কানে যায়।

12 10 39 images 1

উদ্ধারকার্যে নিজের ড্রোন কাজে লাগানোর ভাবনার কথা সকলকে জানালে প্রাথমিক ভাবে কেউ পাত্তা দেয় না তার কথায়। “বাচ্চা ছেলের” কথায় আমল দেওয়ার মানুষ আমাদের দেশে কমই আছেন। কিন্তু দেবাঙ্গ সুবিল হার মানার পাত্র নয়। তাই নিজের ড্রোন ও পরামর্শ নিয়ে সে হাজির হয় এলাকার বিধায়ক গীতা গোপীর কাছে। বিধায়কের হস্তক্ষেপে অবশেষে উদ্ধারকারীদের সঙ্গে সমুদ্রে যাওয়ার অনুমতি পায় দেবাঙ্গ।

12 10 28 images

সংবাদমাধ্যমের কাছে দেবাঙ্গ সুবিলের বক্তব্য অনুযায়ী জানা গেছে, সমুদ্রতট থেকে প্রায় ১১ মাইল দূরে যাওয়ার পর ড্রোন ব্যবহার করে প্রথম এক ব্যক্তিকে ভেসে থাকতে দেখা যায়। তাঁকে উদ্ধার করার পর ২০০ মিটার দূরেই মেলে আরো দুজনের সন্ধান। অবশ্য চতুর্থ জনকে খুঁজে পেতে আরো খানিক বেগ পেতে হয় দেবাঙ্গদের। কিন্তু শেষ পর্যন্ত সকলকেই অক্ষত অবস্থায় উদ্ধার করে তীরে নিয়ে আসা হয়।

12 10 47 images

1 COMMENT