এবার লকডাউন আসছে বক্স অফিসে। পরিচালক অভিমন্যু মুখোপাধ্যায় পরিচালনা করলেন একটি ছবি যার নামকরন করলেন ‘লকডাউন’ । বড়পর্দায় অনেক আগেই তিনি ফিতে কেটেছেন কিন্তু এবার স্বামীর হাত ধরে বড়ো পর্দায় নামলেন মানালি। বিয়ের পর একসাথে তাদের প্রথম কাজ।

লকডাউনেই গাঁটছড়া বেঁধেছেন দুজনে। তাঁদের রসায়ন আমরা তাঁদের সোশ্যাল মিডিয়ায় দেখতে পেয়েছি। আংটি বদল থেকে সিঁদুরদান সব কিছুর সাক্ষী এই লকডাউন । এবার একসাথে সিনেমায় কাজ করতে দুজনেই খুব উৎসাহী।

সম্প্রতি জি বাংলা ওরিজিনালসের তরফে লকডাউন চলাকালীন তৎকালীন পরিবারের অবস্থা, সমস্যা, হাসি, পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটানো এসবের ওপর একটা সিরিজ প্রকাশ করেছিল। সেটি খুবই জনপ্রিয় হয়। তাই লকডাউন নিয়ে অনেক নতুনত্ব কাজ আসতে পারে বলে মনে করছেন অনেকেই।

image 1

‌ সিনেমাটি নিয়ে উৎসাহ প্রকাশ করেছেন ছবিতে অভিনীত শিল্পীরা। তবে এতে আমরা লকডাউনের পরিস্থিতির অভিজ্ঞতা নিজেদের চোখে দেখতে পারব।

ছবির গল্প সম্বন্ধে এখনই কিছু জানাবেন না তারা।‌ তবে ছবিতে তিনটে গল্প সমানভাবে চলবে‌ বলে জানিয়েছেন। মানালির পাশাপাশি সোহম, শ্রাবন্তী, ওম, আদৃত এরা অভিনয় করেছে।