fbpx
Home রাজনীতি “বিজেপির অশ্বমেধের ঘোড়া থামবে বাংলায়”, গেরুয়া ব্রিগেডকে তীব্র কটাক্ষ চিরঞ্জিতের

“বিজেপির অশ্বমেধের ঘোড়া থামবে বাংলায়”, গেরুয়া ব্রিগেডকে তীব্র কটাক্ষ চিরঞ্জিতের

নিজস্ব সংবাদদাতা: ধুতি পাঞ্জাবি পড়ে অখন্ড বাঙালিয়ানার ছাঁচে মহাসমারোহে বিজেপিতে যোগ দিয়েছেন টলিউড তথা বলিউডের এক সময়ের সুপারস্টার মিঠুন চক্রবর্তী। তবে একুশের ভোটের আগে যতই চমক দিক গেরুয়া শিবির, পিছিয়ে নেই তৃণমূলও। মিঠুনের সমকালীন আরেক সুপারস্টার চিরঞ্জিত চক্রবর্তীকে এবারও ভোট প্রার্থী করেছে শাসকদল। আর রবিবাসরীয় গেরুয়া ব্রিগেডকে তীব্র কটাক্ষ করে এদিন মুখ খুললেন সেই চিরঞ্জিতই। সবমিলিয়ে সমানে সমানে টলিউডি টেক্কায় এবার কার্যত শোরগোল পড়ে গেছে বঙ্গ রাজনীতিতে।

‘বহিরাগত’ বিজেপির অশ্বমেধের ঘোড়া যতই সাফল্য পাক, শেষ পর্যন্ত বাংলাতে এসেই তা একেবারে আটকে যাবে, এদিন বিজেপির ব্রিগেড সমাবেশকে কটাক্ষ করে এমনটাই মন্তব্য করেছেন চিরঞ্জিত চক্রবর্তী। একুশের ভোটে বারাসাতের আসন থেকে বর্ষীয়ান এই টলিউড অভিনেতাকে প্রার্থী ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন ব্রিগেড নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, “বিজেপি আসলে বহিরাগত। এরা যে মঞ্চ থেকে ভাষণ দেয়, সেই মঞ্চের পিছনে ব্যানারে বাংলায় কি লেখা আছে, সেটা পড়তে পারে না। যারা বাংলায় এসে বাংলা পড়তে পারে না, তাদের বহিরাগত বলব।”

এখানেই শেষ নয়, তিনি আরো বলেন, “দেশের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রম ন্ত্রী বার বার আসছে বাংলায়। আমার মনে হচ্ছে, বিজেপি একটা অশ্বমেধের ঘোড়া ছেড়ে দিয়েছে। সেই ঘোড়াটা বাংলায় এসে আটকে যাচ্ছে।” যে দল গোটা দেশ চালাচ্ছে সে শুধুমাত্র বাংলাকেই কেন সোনার বানাতে চায়, এদিন ব্যঙ্গের সুরে সেই প্রশ্নও তুলে দিয়েছেন তিনি।

উল্লেখ্য, বারাসাত কেন্দ্র থেকে এই নিয়ে তৃতীয় বারের জন্য তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন চিরঞ্জিত চক্রবর্তী। তবে দিন কয়েক আগে রাজনীতির আঙিনায় বেসুরো শুনিয়েছিল তাঁর গলাও। দুদিনের জল্পনার পরে অবশ্য টিকিট পাওয়ার আশা ফের প্রকাশ করেছিলেন তিনি। আর ফলস্বরূপ পেয়েও গিয়েছেন ভোটের টিকিট। এদিন উত্তর ২৪ পরগনার বারাসাত পুরসভার সভাগৃহে দলীয় কর্মীদের সঙ্গে ঘরোয়া বৈঠক থেকে সাংবাদিকদের সামনে ব্রিগেডকে কটাক্ষ করে মন্তব্য ছুঁড়েছেন চিরঞ্জিত চক্রবর্তী।

NO COMMENTS