নিজস্ব সংবাদদাতা: রবিবারের ব্রিগেডে প্রধানমন্ত্রীর জনসভা নিয়ে উন্মাদনা তুঙ্গে। এরই মাঝে কেন্দ্র সরকারের নীতির বিরুদ্ধে উত্তরবঙ্গে প্রতিবাদ মিছিলে হাঁটলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তর থেকে দক্ষিণ, গোটা দিন জুড়ে চূড়ান্ত রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার সাক্ষী থাকল ভোট পূর্ববর্তী বাংলা। কেন্দ্র বিরোধী মহামিছিল শেষে প্রধানমন্ত্রীকে এদিন চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বাংলায় কেবল কুৎসা আর অপপ্রচার করতেই আসেন প্রধানমন্ত্রী,কোনো কাজের কাজ করেন না, শিলিগুড়ির ভেনাস মোড় থেকে এদিন এমনটাই মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে দেশ জুড়ে গত কয়েকদিন ধরে লাগাতার পেট্রোল ডিজেল আর রান্নার গ্যাসের দাম বৃদ্ধির বিরুদ্ধে গলা ফাটিয়ে তিনি বলেন, “কেন এলপিজি গ্যাসের দাম ৯০০ টাকা হয়ে গেছে প্রধানমন্ত্রী জবাব দিন। কেন পেট্রোল ডিজেলের দাম রোজ রোজ বাড়ছে তার জবাব আপনাকে দিতেই হবে।”

এখানেই শেষ নয়, তিনি আরো বলেন, “বাংলায় সরকার বিনা পয়সায় চাল দেয়, আর সেই চাল ৯০০ টাকায় গ্যাস কিনে ফোটাতে হয়।” গত কয়েকমাসে প্রধানমন্ত্রীর ঘন ঘন বাংলা সফর এবং বাংলায় পরিবর্তনের ডাককে কটাক্ষ করে রবিবার তৃণমূল সুপ্রিমো বলেন, “বাংলায় পরিবর্তন হবে না। পরিবর্তন হবে দিল্লিতে।” শুধু বাংলাতেই নয়, আগামী দিনে যে ৫টি রাজ্যে ভোট অনুষ্ঠিত হতে চলেছে, তার সবকটিতেই পরাজয়ের স্বাদ পাবেন প্রধানমন্ত্রী, বলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

উল্লেখ্য, কলকাতায় এদিন বিজেপির ব্রিগেড সমাবেশে প্রধানমন্ত্রীর সভায় গেরুয়া পতাকা হাতে তুলে নিয়েছেন মিঠুন চক্রবর্তী। এরপর একে একে বিজেপি নেতারা স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই আক্রমণ করেছেন শাসকদল তৃণমূলকে। কিন্তু বিরোধীদের এই বাড়বাড়ন্তকে পাত্তা দিতে নারাজ মুখ্যমন্ত্রী। পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধিকে হাতিয়ার করে তাই একই দিনে পথে নেমেছেন তিনি। একুশে নীল বাড়ি দখল করছে কে? সেটাই এখন দেখার।