তামিল পরিচালক Atlee আর বলিউডের বাদশাহ শাহরুখ খানের একসঙ্গে কাজ করার কথা হচ্ছিলো কিন্তু অনেকদিন ধরেই সিনেমার নাম ছিল গোপনে। আজ সেই নাম এবং তার একটা অসাধারন ঝলক আমরা দেখতে পেলাম। সিনেমার নাম ” Jawan “। কিং খানকে এবারে দেখা গেলো একেবারেই অন্যরূপে। সম্পূর্ণ অন্যরকম তার সাজ। এরকম সাজে আগে কখনো দেখা যায়নি তাকে।
তাঁর ভক্তসহ অন্যান্য দর্শকদের চোখে তাক লাগিয়ে দিলেন তিনি। ভক্তরা তো দিশেহারা হয়ে গেছে আজকের এই স্পেশাল ভিডিও দেখে। তাদের বক্তব্য, শাহরুখ খানের তিনটে সিনেমা আসতে চলেছে – পাঠান, ডাম্পি এবং শেষমেশ Jawan । তিনটে সিনেমাই সুপারহিট হতে চলেছে, এ নিয়ে সন্দেহ নেই। তবে আর যাই হোক। নিজের বাঁধাগতের বাইরে বেরিয়ে এসেছেন আমাদের সবার প্রিয় কিং খান। তাঁর অভিনয় নিয়ে কোনও সন্দেহের অবকাশ আমাদের মনে নেই। তাই তাঁর তরফ থেকে শুধু কিছু সুন্দর উপহারের জন্য প্রস্তুত হচ্ছি।