পিরিয়ডস নিয়ে বিরক্ত, ওই দিনগুলির ভিডিও সোশ্যাল মিডিয়ায় দিলেন বিখ্যাত বলি অভিনেত্রী। তিনি চান ছেলেদেরও পিরিয়ডস হোক

পিরিয়ডের দিনগুলি ঠিক কেমন যায় তা একটি ভিডিও-র মাধ্যমে দেখিয়েছিন বিখ্যাত বলিউড অভিনেত্রী তথা সুপারস্টার অক্ষয় কুমারের স্ত্রী টুইঙ্কল খান্না। টুইঙ্কেল খান্নার ইনস্টাগ্রামের এই পোস্ট নিয়ে আলোচনার ঝড় সোশ্যাল মিডিয়ায়। তাঁর মতে কোনও পুরুষ কোনওমতেই ওই পরিস্থিতির মোকাবিলা করে কোনও কাজ উদ্ধার করতে পারবেন না। ক্যাপশানে লিখেছেন প্রত্যেক মাসে রক্তারক্তি, সেই এক গল্প ভালো লাগে নাকি?

তিনি এই ঋতুস্রাব নিয়ে বিরক্তি প্রকাশ করেছেন এবং বলেন এটি একটি অভিশাপের মতো। তাঁর এইসব ভালো লাগেনা আর। তিনি আগেকার অন্ধবিশ্বাসকেও এক্ষেত্রে তুলে ধরেছেন, যে আগেকার দিনে এই সময়ে মেয়েদের একঘরে করে রাখা হতো।

 তিনি ওই ভিডিও-র মাধ্যমে দেখিয়েছেন যে পিরিয়ডসের প্রথমদিন যাও একটু কর্মক্ষমতা থাকে দ্বিতীয়দিন একেবারে নিঃশেষ হয়ে যায়। এইসময় লোকজনের সঙ্গে সুষ্ঠু ব্যবহার বজায় রাখাও খুব কঠিন একটা বিষয়। শারীরিক আর মানসিক কষ্টের ওপর আবার হাজার বাধানিষেধ। ধর্মস্থানে,  রান্নাঘরে প্রবেশ নিষিদ্ধ।

ওনার মতে যদি পুরুষদেরও পিরিয়ডস হতো তবে তারা বুঝত এই যন্ত্রণা। তাঁর মতে বেশি নয়, এক দু’মাস অন্তত পুরুষরা এই যন্ত্রণা ভোগ করুক। তাহলেই বাস্তবটা সামনে চলে আসবে।

টুইঙ্কলের এই পোস্ট নিমেষে ভাইরাল। তাতে ভক্তদের কমেন্টের ঝড়। তাঁর এই মজার পোস্টে ফলোয়ারসরাও মজার মজার কমেন্ট করেছেন। একজন লিখেছেন, ‘পুরুষদের পিরিয়ডস হলে তো সেসময় দু’দিন ছুটি বাধ্যতামূলক করে দেওয়া হতো’। আরেক ভক্ততো লিখেছেন, ‘নারী পুরুষ উভয়ই রজস্বলা হলে বিশ্বটা ভালোই হতো’।