আজ বিজেপির Nabanna অভিযান। পুলিশের তরফ থেকে এই অভিযানের অনুমতি না মিললেও অভিযান সফল করতে নেমে পড়েছেন বিজেপি কর্মী সমর্থকরা। কোনা এক্সপ্রেসের সাতরাগাছি এবং হাওড়া ময়দানে জমায়েত করে নবান্ন-র দিকে এগোবেন বিজেপি কর্মী সমর্থকেরা। সাতরাগাছিতে থাকবেন শুভেন্দু অধিকারী হাওড়া ময়দানে থাকবেন সুকান্ত মজুমদার। দুটি জায়গাতেই রাস্তা খুঁড়ে মজবুত ব্যারিকেড করা হয়েছে।যানচলাচল বন্ধ। বিশাল পুলিশ ও জলকামান মজুত রয়েছে। যানচলাচল বন্ধ থাকায় দুর্ভোগ যাত্রীদের ও রোগীদের।

Nabanna Abhijaan

হাওড়ার বাগনানে লাইব্রেরী মোড়ে পথ অবরোধ করে বিক্ষোভ বিজেপির কর্মী সমর্থকদের। তাদের অভিযোগ আন্টিলা থেকে বাসে করে নবান্ন অভিযানে সামিল হতে যাচ্ছিলেন তারা। বাগনানের ১৬ নম্বর জাতীয় সড়কে ওঠার মুখে লাইব্রেরী মোড়ের কাছে তাদের বাস আটকে দেয় পুলিশ। তারপরেই রাস্তা অবরোধ করে বিক্ষোভ বিজেপি কর্মী সমর্থকদের।

সাঁতরাগাছি তে বিজেপি সমর্থকদের উপরে জল কামান চালানো হয় পাশাপাশি অভিযোগ যে পুলিশ লাঠি চালিয়েছে যার ফলে বেশ কয়েকজন বিজেপি কর্মী সমর্থকদের মাথা ফাটালো।