নিজস্ব সংবাদদাতাঃ সম্প্রতি হাওয়াই দ্বীপপুঞ্জের ওয়াহু এলাকার বাসিন্দারা রাতের আকাশে উজ্জ্বল নীল রঙের এক আলোকিত বস্তুকে চলে ফিরে বেড়াতে দেখলেন । সকলেই চমৎকৃত হয়ে দেখলেন আর ভাবতে লাগলেন কী হতে পারে এটি! বুঝতে না পেরে ভিন্ন মানুষ ভিন্নভাবে অনুমান করতে শুরু করলেন । শেষে একজন প্রত্যক্ষদর্শী ৯১১ অর্থাৎ আমেরিকার আপৎকালীন ফোন নম্বর ডায়াল করে ঘটনাটি রিপোর্ট করলেন পুলিশকে।
আকাশে ভাসমান উজ্জ্বল নীল রঙের সেই বস্তুর ছবি এবং ভিডিও প্রত্যক্ষদর্শীরা ইতিমধ্যেই সকলকে পাঠাতে শুরু করেছিলেন। নিউজ চ্যানেলগুলোর কাছেও পৌঁছে যায় সেই ফুটেজ । সকলেই তৎপর হয়ে ওঠেন এর রহস্যভেদে। জড়িয়ে পড়ে যুক্তরাষ্ট্রীয় পুলিশও।
ছবি দেখামাত্র অনেকেই ভেবে ফেলেছিলেন নীল রঙের আলোর বিচ্ছুরিত বস্তুটি নিশ্চয়ই কোনো ভিনগ্রহের যান অর্থাৎ ইউএফও । অনেকেই সেই ইউএফওর মধ্যে ভিনগ্রহের জীবের অস্তিত্বের কথা অনুভব করে রোমাঞ্চিত হয়ে পড়লেন । আবার কেউ কেউ যুক্তি দিয়ে এর ব্যাখ্যা খোঁজায় মনোযোগী। জনৈক টুইটার ব্যবহারকারী সমস্ত জল্পনা উড়িয়ে দিয়ে ছবির নীচে মন্তব্য করলেন -ধুর। সেসব কিছুই না, নিশ্চয়ই কেউ এলইডি ঘুড়ি আকাশে উড়িয়েছিল। এই কথায় কারো কারো উৎসাহে ভাঁটা পড়লেও নিমেষে নতুন খবরে মানুষ আবার হইহই করে ওঠে ।
হাওয়াই নিউজের সেই খবর অনুযায়ী, মোরাইয়া নামের এক ভদ্রমহিলা আকাশপথে একটি নীল রঙের আলো জ্বলা ইউএফও দেখেছেন। সেটি তখন প্রিন্সেস কাহানু এস্টেটের ওপর দিয়ে ভাসতে ভাসতে চলেছিল। মোরাইয়া নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলেন না। উত্তেজনায় বিহ্বল হয়ে তিনি তাঁর স্বামীকে ডেকে উপরে আঙ্গুল দেখিয়ে জিজ্ঞেস করেন “আমি যা দেখছি তুমি কি ঠিক তাই দেখছো ?” বারান্দায় এসে যোগ দেয় তার পরিবারও। সকলেই একবাক্যে স্বীকার করেন যে হ্যাঁ তারাও দেখছেন আকাশের মাঝে সেই উজ্জ্বল নীল বস্তু ।
৩৮ বছরের মোরাইয়া কৌতুহল চেপে রাখতে না পেরে পরিবারকে সঙ্গে নিয়ে তৎক্ষণাৎ গাড়িতে ওঠেন । গাড়ি চালিয়ে তাঁরা সেই নীল বস্তুটিকে অনুসরণ করতে করতে এগোন এবং একসময় দেখতে পান সেটি মহাসাগরে পড়ে ডুবে গেল ।
এত মানুষের দৃষ্টি আকর্ষণ করায় ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনও বিষয়টি খতিয়ে দেখতে অগ্রসর হয়। অনেক হাওয়াইয়ান ইতিমধ্যেই তাদের ফোন করে ইউএফওর কথা রিপোর্ট করেছেন । যদিও খোঁজখবর নিয়ে যুক্তরাষ্ট্রের এভিয়েশন কর্মকর্তারা জানান যে সেই সময়ে আকাশে এমন কোন এয়ারক্রাফট বা নীল রঙের কোন বস্তুর হদিশ তাঁরা পাননি। অতএব আর যাই হোক নিশ্চিতভাবে আকাশে সেদিন কোন ইউএফও ছিল না ।
[…] […]