বহুল প্রচলিত ছোটদের সবথেকে প্রিয় কার্টুন ডোরেমনের পকেট থেকে প্রয়োজন মতোন বেরিয়ে আসে দারুন দারুন সব গ্যাজেটস।যদি বাস্তবেও এমনটা হয়? যদিও ডোরেমন শুধু নবীতার কাছেই আছে,তবে মন খারাপের কিছু নেই কারণ আমাদের কাছে অ্যামাজন আছে। অ্যামাজনের সাইটে 500 টাকার নিচে মানে একদম হাতের নাগালে পেয়ে যাওয়া যায় দারুণ দারুণ সব যুগোপযোগী গ্যাজেট। দেখে নেওয়া যাক সেগুলো কি কি-

Portable Neck Fan:

IMG 20201109 150455
ছবি সৌজন্যেঃ Amazon

প্রথম প্রোডাক্টটি গৃহিণীদের জন্য বিশেষ উপযোগী।রান্নাঘরে কাজ করতে গরমে খুব কষ্ট? এসে গেছে পোর্টেবল ফ্যান। যাকে হেডফোনের মতন গলার কাছে ঝুলিয়ে নিলে গরম থেকে একেবারেই মুক্তি। চার্জ করার জন্যেও অতিরিক্ত বিদ্যুতের বিলের লাগবেনা কারণ প্রোডাক্টটি সম্পূর্ণভাবে ব্যাটারি চালিত। তাহলে আর দেরি না করে এক্ষুনি কিনে ফেলা যাক এই অসাধারণ জিনিসটি যার দাম একেবারেই নাগালের মধ্যে।

LCD Writing Screen Tablet Drawing Board:

IMG 20201109 150504
ছবি সৌজন্যেঃ Amazon

বাড়ির সবচেয়ে ছোট সদস্যটি সদ্য লেখা শিখছে ?দেয়াল, বিছানার চাদর যেখানেই পারছে চলছে আঁকি-বুকি? খাতার জোগান দিতে দিতে হয়রান? তাহলে এক্ষুনি কিনে ফেলুন এই প্রোডাক্টটি যার দাম নিশ্চিত ভাবে ৫০০ টাকার কমে। এবং সবচেয়ে আকর্ষণীয় বিষয় হল গেজেট এর গঠন যা এক্কেবারে অত্যাধুনিক ট্যাবলেট এর মত। আজকালকার বাচ্চাদের ট্যাবের প্রতি আসক্তি কোন নতুন জিনিস না, তাই এত অল্প দামে যদি পেয়ে যাওয়া যায় মন ভোলানোর জন্য সেরকমই কিছু তাহলে ক্ষতিটা কি?

Wireless USB remote control Laser Pointer for PowerPoint PPT Slide Presentation:

IMG 20201109 150513
ছবি সৌজন্যেঃ Amazon

এই করোনার আবহে বেশিরভাগ অফিসেই এখন ওয়ার্ক ফ্রম হোম।বর্তমান কার্যপ্রণালী একটা বিশাল অংশ জুড়ে থাকে পাওয়ারপয়েন্ট প্রেসেন্টেশন। এখনকার e-classroom এক্ষেত্রেও ছাত্র-ছাত্রীদের পড়ানোর অন্যতম প্রধান উপকরণ হচ্ছে পাওয়ারপয়েন্ট প্রেসেন্টেশন। সেই জায়গায় দাঁড়িয়ে যদি ৫০০ টাকার কম দামে পেয়ে যাওয়া যায় এমন একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন কন্ট্রোল রিমোট তাহলে কার না ভালো লাগে? লকডাউন কালে উদ্ভূত টেকনোলজি নির্ভর সময়ে এই গ্যাজট টি কতটা প্রয়োজনীয় সে বিষয়ে কোনো সংশয় নেই।

360° Rotating Vertical Mobile Tripod:

IMG 20201109 150523
ছবি সৌজন্যেঃ Amazon

কলেজ -অফিস সবই এখন ভিডিও কল নির্ভর। এই দিনগুলিতে ট্রাইপডের গুরুত্ব অপরিসীম। নার্সারি ছোট বাচ্চা থেকে অফিসের বড়বাবু,প্রত্যেকের জন্য এখন দৈনন্দিন জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ উপকরণ হলো ট্রাইপড আর তা যদি পেয়ে যাওয়া যায় পাঁচশ’র কম দামে তাহলে কেই বা না খুশি হবে? মোবাইল ফোন রাখার ঝামেলা থেকে মুক্তি,যখন খুশি যেখানে খুশি বসে এবার যোগদান করা যাবে স্কুলের কোন ক্লাসে কিংবা অফিসের কোনো গুরুত্বপূর্ণ মিটিং।হাত দিয়ে ফোন ধরে রাখার ঝক্কি পোহানোর দিন শেষ।

তাহলে আর আফসোস রইল ডোরেমনের না থাকার জন্য ? নাতো? তাহলে আর দেরি না করে ঝটপট চলে যান অ্যামাজনের সাইটে আর ভাগ্যদেবতা সহায় হলে পেয়ে যেতে পারেন আরও দারুন দারুন ডিসকাউন্ট অফার।