vote

অবাধে ছাপ্পা ভোট, বুথ জ্যাম করে পুরসভা ভোটকে প্রহসনে পরিণত করার অভিযোগ তুলে সোমবার দুপুরে বনগাঁ বাটার মোড়ে পথ অবরোধ ভারতীয় জনতা পার্টির।

গোটা রাজ্য জুড়ে আজ তারা এই কর্মসূচি পালন করে কিন্তু সাধারণ মানুষের চরম দূর্ভোগে পড়তে হয় বলে তারা কিছুক্ষণ বন্ধের কাজ অব্যাহত রাখার পর বাটার মোড় থেকে তাদের বন প্রত্যাহার করে। এখন বনগাঁ শহরের প্রায় সব প্রান্তেই যান চলাচল স্বাভাবিক।

এই পরিবেশ পরিস্থিতির সম্মুখীন হয়ে সাধারণ মানুষের মনে কি ভীতির সঞ্চার হচ্ছে? এখন হচ্ছেনা বললেও ভীষণ মিথ্যে বলা হবে। তবে কোনো না কোনো ক্ষেত্রে ভোট দেওয়ার প্রবণতা, সাধারণ মানুষের অধিকার অর্জনের প্রবণতা হ্রাস পেয়ে যাচ্ছে। যুব সমাজের কাছেও এর গুরুত্ব কমে যাচ্ছে ধীরে ধীরে। এগুলোর কি ভীষণ দরকার?

কোথাও মানুষজনকে মুখে হাত ঢেকে দৌড়তে দেখা যাচ্ছে, কোথাও দেখা যাচ্ছে ভোটার কার্ডের ওপর লেখা নামটাও সে জানে না। বড়োই অদ্ভুত লাগে সমাজের এরম পরিস্থিতি দেখে। এই কি উন্নয়নের চিত্র?