২০০১ সালে বলিউডে মুক্তি পেয়েছিল অনিল কাপুর অভিনীত ‘নায়ক’ ছবি। এস শঙ্কর পরিচালিত সেই ছবির অতিনাটকীয় কাহিনীপট , ভরপুর অ্যাকশন মন জয় করেছিল দর্শকদের। ছবিতে এক দিনের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে বসেছিলেন সাংবাদিক শিবাজি রাও ওরফে অনিল কাপুর। স্বল্প দিনের জন্যে প্রশাসনিক ক্ষমতা লাভের এই কাহিনীপট এর আগে পরেও বারবার উঠে এসেছে সিনেমার পর্দায়। কিন্তু রূপোলী পর্দার সেই আপাত অবাস্তব কাহিনী বাস্তবেও যে কখনো সত্যি হতে পারে, তা কি কেউ কল্পনা করতে পেরেছিল?

মুখ্যমন্ত্রী
punekar news

না, ভুল শোনেন নি। সত্যিই বাস্তবে ভারতেরই এক রাজ্যে ঘটেছে এই ঘটনা। ২৪ ঘন্টার জন্য উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীর দায়িত্ব সামলাচ্ছেন সৃষ্টি গোস্বামী। বয়স? মাত্র ১৯ বছর! আজ, অর্থাৎ ২৪ জানুয়ারি একদিনের মুখ্যমন্ত্রী হিসেবে উত্তরাখণ্ড রাজ্যের সমস্ত প্রশাসনিক দায়িত্ব তথা সরকারি প্রকল্পের দেখাশোনা করবেন সৃষ্টি গোস্বামী, এমনটাই জানিয়েছে রাজ্য প্রশাসন। তবে কোনো বলিউডি অ্যাকশন কিংবা নাটকীয় দৃশ্যপট এক্ষেত্রে তৈরি হয় নি। জাতীয় বালিকা দিবস’ পালনের উদ্দেশ্যেই রাজ্য সরকারের তরফ থেকে এই অভিনব সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।

11 23 22 images
Times now

উত্তরাখণ্ড রাজ্য সূত্রের খবর, সৃষ্টি গোস্বামী উত্তরাখণ্ডের হরিদ্বারের বাসিন্দা। তিনি বিএসসি ডিগ্রির তৃতীয় বর্ষের ছাত্রী। ২৪ ঘন্টার জন্য উওরাখণ্ডের রাজধানী গেইরসন থেকে তিনি মুখ্যমন্ত্রী পদের গুরুদায়িত্ব সামলাবেন। শুধু তাই নয়, রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের পর্যালোচনা করতেও বলা হয়েছে তাঁকে। দেশের রাজনৈতিক ইতিহাসে এই ধরণের ঘটনা নিঃসন্দেহে নজিরবিহীন। গোটা দেশ তাকিয়ে আছে এই তরুণীর কর্মদক্ষতার দিকে। অভিনব কোনো পদক্ষেপ কি নিতে চলেছেন এক দিনের মুখ্যমন্ত্রী? চলছে জল্পনা।

আচমকা এই গুরুদায়িত্ব পেয়ে স্বভাবতই উচ্ছ্বসিত সৃষ্টি গোস্বামী। সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তাঁর আবেগ চাপা থাকে না। তিনি জানিয়েছেন, “আমি অভিভূত। এখনও বিশ্বাস করতে পারছি না যে এটা সত্যি। তবে একইসঙ্গে আমি কথা দিচ্ছি, প্রশাসনিক কাজে যুব সমাজও দক্ষ হতে পারেন, তা প্রমাণ করার যথাসাধ্য চেষ্টা করব।”

জানা গেছে, সম্প্রতি উত্তরাখণ্ড রাজ্য সরকারের তরফ থেকে ঘোষিত হয়েছে বেশ কিছু কর্মসূচী। সেই সমস্ত প্রকল্পের পর্যালোচনা করবেন সৃষ্টি। প্রকল্পের তালিকায় রয়েছে ‘অটল আয়ুষ্মান প্রকল্প’, ‘স্মার্ট সিটি প্রকল্প’, ‘পর্যটন বিভাগের হোমস্টে প্রকল্প সহ আরো নানান উন্নয়নমূলক প্রকল্পের নাম। এক দিনের জন্য সমস্ত প্রকল্পের কাজই সামলাবেন সৃষ্টি গোস্বামী।

বস্তুত, সৃষ্টি গোস্বামীর এই মুখ্যমন্ত্রী পদে নিয়োগ খুব একটা আকস্মিক নয়। কারণ ২০১৮ সাল থেকেই রাজ্যের শিশু বিধানসভার মুখ্য পদে দায়িত্ব সামলাচ্ছেন তিনি। তবে তাঁকে প্রশাসনিক কাজে কিছু প্রশিক্ষণ দেওয়া হবে বলে জানা গেছে সূত্রের খবরে।