ভোট পর্ব শুরুর আগে থেকেই মনে হচ্ছিল এবারের পশ্চিমবাংলা বিধানসভা নির্বাচন কঠিনতম হতে চলেছে। প্রচার যত এগিয়েছে, ভোট যত এগিয়েছে নবান্নর লড়াই তত কঠিন দিকেই এগিয়েছে। আট পর্বের দীর্ঘ ভোটপর্ব শেষে এক্সিট পোলেও কঠিন লড়াইয়ের ইঙ্গিত মিলল। বেশিরভাগ এক্সিট পোলেই তৃণমূলকেই এগিয়ে রাখা হল। তবে প্রতিটি সমীক্ষাতেই বিজেপি তিন সংখ্যায় গেল। বাম, কংগ্রেস, আব্বাসের জুটির সংযুক্ত মোর্চা ১১-২৫ এর মধ্যেই ঘোরাফেরা করল।

এবিপি আনন্দ- সি ভোটারের সমীক্ষা অনুযায়ী তৃণমূল ১৫২-১৬৪টি আসন জিততে চলেছে। যেখানে সরকার গড়া ম্যাজিক ফিগার ১৪৮। টাইমস নাওয়ের সমীক্ষাতেও দেখা যাচ্ছে দিদিই ক্ষমতায় ফিরছেন। টাইমস নাওয়ের খবর অনুযায়ী তৃণমূল জিততে পারে ১৫৮টি আসন। বিজেপি পেতে পারে ১১৫টি আসন। তবে একমাত্রক সিএনএক্স-এর সমীক্ষায় বিজেপিকে এগিয়ে রাখা হয়েছে। সেই সমীক্ষা অনুযায়ী বাংলায় সরকার গড়ার ম্য়াজিক ফিগার জোগাড় করতে পারে বিজেপি।

এক নজরে তিন সমীক্ষা-

মোট আসন- ২৯৪

ভোটগ্রহণ ২৯১-
ম্যাজিক ফিগার – ১৪৮

এবিপি আনন্দ সি ভোটার

তৃণমূল- ১৫২-১৬৪
বিজেপি- ১০৯-১২১
সংহযুক্ত মোর্চা- ১৪-২৫
অন্যান্য- ০

টাইমস নাও সি ভোটার

তৃণমূল- ১৫৮
বিজেপি- ১১৫
সংযুক্ত মোর্চা- ১৯
অন্যান্য- ০

সিএনেক্স

তৃণমূল- ১২৮-১৩৮
বিজেপি- ১৩৮-১৪৮
সংযুক্ত মোর্চা- ১১-২১
অন্যান্য- ০