নিজস্ব সংবাদদাতা: অবশেষে পেশ হল ২০২১-এর বহু প্রতীক্ষিত বাজেট। করোনা আবহে সময়ে এই বাজেটের দিকেই তাকিয়ে ছিল গোটা দেশ। নিম্নবিত্ত থেকে শুরু করে ধনী শিল্পপতি, মধ্যবিত্ত থেকে শুরু করে সাধারণ মানুষ, বাজেট ঘিরে সকলেরই প্রত্যাশা ছিল আকাশচুম্বী।

আজ ১ লা ফেব্রুয়ারি সকাল ১১টায় চলতি অর্থবছরের সংসদীয় বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এটাই চলতি দশকের প্রথম বাজেট।প্রধানমন্ত্রীর পরিকল্পনার সঙ্গে সুর মিলিয়ে এই বাজেটকে ‘আত্মনির্ভর ভারত’ গড়ার অন্যতম পদক্ষেপ বলেছেন নির্মলা সিতারামন। একুশের বাজেট দেশবাসীর প্রত্যাশা পূরণে কতটা সফল? আসুন একবার চোখ বুলিয়ে নেওয়া যাক তারই কিছু ঝলকে।

IMG 20210128 190312

অতিমারী আবহে ঘোষিত বাজেটে অনিবার্য ভাবেই স্বাস্থ্যের ক্ষেত্রে বরাদ্দে জোর দেওয়া হয়েছে। কোভিড টিকা নিয়েও বড়সড় ঘোষণা করেছে কেন্দ্র। ইতিমধ্যে দেশের মানুষের মধ্যে ভারতে নির্মিত দুটি টিকা কোভিশিল্ড এবং কোভ্যাকসিন বন্টন করা হচ্ছে। ভবিষ্যতে আরো করোনা টিকা আনার কথা জানিয়েছেন অর্থমন্ত্রী। বলা হয়েছে মোট ১০০টি দেশে সেই টিকা পাঠাবে ভারত।

এদিন বাজেট ঘোষণার সময়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন জানান, স্বাস্থ্য খাতে বরাদ্দ করা হবে মোট ৫৪০০০ কোটি টাকা। আগামী ৬ বছরে এই টাকা স্বাস্থ্য খাতে খরচ হবে বলে দাবি করেছেন তিনি।এছাড়া করোনা টিকার জন্য ৩৫ হাজার কোটি টাকা বরাদ্দ করার কথাও এদিন জানিয়েছেন অর্থমন্ত্রী।

বাজেট

করোনা অতিমারীতে অর্থনৈতিক বিপর্যয় ছাড়াও কেন্দ্রের বিজেপি সরকারের মাথায় ঘুরছে পশ্চিমবঙ্গ ও আসামের আসন্ন বিধানসভা নির্বাচন। তাকেই পাখির চোখ করে এদিন একাধিক বড় ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। তিনি জানিয়েছেন, কলকাতা-শিলিগুড়ি রাস্তা সংস্করণের জন্য ৬৩ হাজার কোটি টাকা এবং বাংলার জাতীয় সড়কের জন্য ২৫ হাজার কোটি টাকার বাজেট বরাদ্দ করা হয়েছে। সূত্রের খবর, বাংলায় মোট ৬৭৫ কিলোমিটার রাস্তা তৈরি করা হবে।

আসাম ও দার্জিলিংয়ের চা শ্রমিক বিশেষত মহিলাদের জন্য বড় ব্যয় বরাদ্দ ঘোষিত হয়েছে একুশের সংসদীয় বাজেটে। কলকাতা শিলিগুড়ি জাতীয় সড়ক সংস্কার করবে কেন্দ্র, জানা গেছে তেমনটাও।