চলছে দ্বিতীয় দফার নির্বাচন। রাজ্যের চার জেলার ৩০টি আসনে ভোটগ্রহণ চলছে। যার মধ্যে সবার নজর সেই নন্দীগ্রামকে ঘিরেই। সকাল ৯টা পর্যন্ত ভোট পড়ল ১৫.৭২%।

রাজ্যের ৪ জেলার ৩০টি বিধানসভা কেন্দ্রে চলছে ভোটগ্রহণ। বেলা বাড়তেই নন্দীগ্রামে উত্তপ্ত পরিস্থিতি, সোনাচূড়ায় বোমাবাজির ঘটনা ঘটে। সোনাচূড়ার কালীচরণপুরে বোমাবাজির ঘটনাকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। বিজেপি-র বিরুদ্ধে বোমাবাজির অভিযোগ তুলেছে তৃণমূল। অভিযোগ উড়িয়ে দেয় বিজেপি। এই উত্তেজনার পাশাপাশি এক বিজেপি কর্মীর আত্মহত্যাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল নন্দীগ্রামের ভেটুকিয়ায়।মৃতের নাম উদয় দোবে, বয়স ৪৮। পরিবারের দাবি, আত্মীয়ের বাড়িতে রাতে ঘুমোতে গিয়েছিলেন উদয়। সকালে ঘর থেকে বেরিয়ে এসে পরিবারের লোকেরা দেখেন, বারান্দায় দেহ ঝুলছে। সকাল ভোট দিয়ে আসেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীও। ভোট দিয়ে বেরিয়ে তিনি তৃণমূলের বিরুদ্ধে ভয় দেখানোর অভিযোগ আনেন তিনি। ভোট দিয়ে বেরিয়ে মমতাকে বার্তা দিয়ে শুভেন্দু বলেন, “৬৬ বছর, আন্টি। সংযত থাকতে হবে তাঁকে। গুন্ডাগিরি করা চলবে না। উন্নয়ন জিতবে, তোষণের রাজনীতির পরাজয় হবে।”সকাল ৯ টা পর্যন্ত ভোট পড়েছে ১৫ শতাংশ।

আরও পড়ুন: দ্বিতীয় দফার নির্বাচনে নন্দীগ্রাম ছাড়াও আরও ৯ টি আলোচিত কেন্দ্রের কথা

দ্বিতীয় দফার নির্বাচন শুরুর আগে টুইট বার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সবাইকে ভোটদানের আবেদন জানান। মমতা ব্যানার্জি টুইটারে লেখেন, বাংলার সকল মানুষকে আমি অনুরোধ করব নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করুন, সবাই আসুন, ভোট দিন।