নিজস্ব সংবাদদাতা: পরপর দু’দিন দুটো কঠোর সিদ্ধান্ত! নিজেদের নিরপেক্ষতা প্রমাণ করতে উঠে পড়ে লাগলো নির্বাচন কমিশন। শীতলকুচির ঘটনায় মন্তব্যের প্রেক্ষিতে এবার বিজেপি নেতা রাহুল সিনহার ভোট প্রচারে ৪৮ ঘণ্টার নিষেধাজ্ঞা জারি করল কমিশন।আজ ১২ টা থেকে ১৫ এপ্রিল বেলা ১২ টা পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। ‘কেন্দ্রীয় বাহিনীকে উস্কানি’ ও প্ররোচণা মূলক মন্তব্যের কারণেই রাহুল সিনহার প্রচারে এই নিষেধাজ্ঞা জারি কমিশনের।

উল্লেখ্য, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট প্রচারের ওপর গতকাল রাত ৮টা থেকেই ২৪ ঘণ্টার জন্য নিষেধাজ্ঞা জারি করেছে নির্বাচন কমিশন। সম্প্রতি তারকেশ্বরের সভা থেকে সংখ্যালঘু ভোট ভাগ না হওয়ার আবেদন জানান মমতা। এরপরই তৃণমূল নেত্রীর বিরুদ্ধে নির্বাচন কমিশনে নালিশ করে বিজেপি। এরইমধ্যে কেন্দ্রীয় বাহিনী নিয়ে একটি বিতর্কিত মন্তব্য করেন মমতা বন্দ্যোপাধ্যায়।সঙ্গে সঙ্গে ফের তাঁকে বিধি ভঙ্গের অভিযোগে আরেকটি নোটিস পাঠায় নির্বাচন কমিশন। তবে মমতার জবাবে সন্তুষ্ট হতে পারেনি কমিশন। এরপরই গতকাল তাঁর প্রচারে ২৪ ঘণ্টার নিষেধাজ্ঞা জারি করে।

আর আজ কোপ পড়ল বিজেপির রাহুল সিনহার ওপর। তাঁকে ৪৮ ঘণ্টার জন্য ‘ব্যান’ করল কমিশন। উল্লেখ্য, রাহুল সিনহা এবার হাবড়া আসনে বিজেপি প্রার্থী হিসেবে নির্বাচনে লড়াই করছেন। গতকাল কমিশনের সিদ্ধান্তের পর সমালোচনা করে তৃণমূল। দলের পক্ষ থেকে রাহুল সিনহা ও দিলীপ ঘোষের মতো বিজেপি নেতাদের বিভিন্ন মন্তব্যের কারণে কমিশন কেন ব্যবস্থা নিচ্ছে না, সেই প্রশ্ন তোলা হয়। এই প্রসঙ্গে সিপিএম প্রার্থী সুজন চক্রবর্তী বলেন, “আমরা বারবার জানিয়ে আসছি, শীতলকুচি কাণ্ডে রাহুল সিনহা, দিলীপ ঘোষ, সায়ন্তন বসুরা যে ধরণের মন্তব্য করছেন, তাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি তাঁদের বিরুদ্ধেও কমিশনের কঠোর পদক্ষেপ প্রয়োজনীয়।

হলও তাই। মমতা বন্দ্যোপাধ্যায় যখন কমিশনের পদক্ষেপের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে মুখে কালো কাপড় লাগিয়ে মেয়ো রোডে আজ প্রতিবাদ জানাতে বসেছেন, তখনই কমিশন থেকে একের পর এক এল তিন নোটিস। তিনটিই বিজেপি নেতাদের উদ্দেশ্যে। রাহুল সিনহার প্রচারের উপর ৪৮ ঘণ্টার জন্য নিষেধাজ্ঞা জারি হল। শুভেন্দু অধিকারীকে সতর্ক করা হল। আর শীতলকুচি নিয়ে দিলীপ ঘোষের মন্তব্যের জন্য তাঁর কাছে কৈফিয়ত চাইল কমিশন। শীতলকুচির ঘটনা নিয়ে দিলীপ ঘোষকে নোটিস দিয়েছে কমিশন। তিনি বরানগরের সভায় যা বলেছিলেন তার ব্যাখ্যা চাওয়া হয়েছে আগামীকাল সকাল ১০টার মধ্যে। নইলে মমতা-রাহুলের মত হয়তো দিলীপের ওপরেও কোনো নিষেধাজ্ঞা জারি করতে পারে কমিশন।