cyber tecz news

10 হাজারের মধ্যে ভালো কিছু স্মার্টফোন

বর্তমান যুগে দাঁড়িয়ে স্মার্ট ফোন আমাদের প্রত্যেকের জীবনের সাথে ওতপ্রোত ভাবে জড়িয়ে গিয়েছে। যত দিন যাচ্ছে ততই পাল্লা দিয়ে বাড়ছে নিত্যনতুন ফিচারের ধুম। কি ভাবছেন ভালো ফিচার অথচ কম দামে কিভাবে সম্ভব? এই অসম্ভবকেই সম্ভব করেছে বেশ কিছু নামী ব্র্যান্ড। যারা নিয়ে এসেছে ১০ হাজারের মধ্যেই তাক লাগানো ফিচারের দারুন কিছু স্মার্ট ফোন চলুন এক ঝলকে দেখে নেওয়া যাক সেগুলি কি কি..

Best smartphones 2020: The top phones available to buy today
pocket-lint

১) Xiaomi Redmi note 7- দাম 9,999

এই তালিকার প্রথম সারিতেই রয়েছে এই ফোনটি। রেডমি নোট 7 ফোনে 6.3 ইঞ্চি ফুল এইচডি প্লাস LTPS ডিসপ্লে দেওয়া হয়েছে,যার আসপেক্ট রেশিও  19.5:9 এবং স্ক্রিন রেজোলিউশন 1080 × 2340 পিক্সেল। স্ক্রিনের সুরক্ষার কর্নিং গরিলা গ্লাস ও 2.5ডি কার্ভাড গ্লাস সুবিধা রয়েছে । এই ফোন 2.2 গিগাহার্টজ স্ন্যাপড্রাগন 660 অক্টা কোর প্রসেসরের সাথে লঞ্চ হয়েছে।ফোনটি 3 জিবি ও 4 জিবি র‍্যামের সুবিধা রয়েছে । এছাড়াও রয়েছে 32 জিবি ও 64 জিবি ইন্টারনাল স্টোরেজ।

Redmi Note 7S to go on sale for the first time at 12 pm today on Mi.com,  Flipkart- Technology News, Firstpost
Firstpost

ফটোগ্রাফির জন্য ফোনে থাকছে ডুয়াল রিয়ার ক্যামেরা ফ্যাসিলিটি । যার প্রাথমিক ক্যামেরাটি 12 মেগাপিক্সেলের (এফ/2.2 অ্যাপারচার) এবং দ্বিতীয়টি LED ফ্লাশের সাথে 2 মেগাপিক্সেলের।  সেলফির জন্য 13 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা আছে। ফোনটিতে কুইক চার্জ প্রযুক্তি যুক্ত 4,000 এমএএইচ ব্যাটারি রয়েছে ।

২) Samsung Galaxy M10 : দাম শুরু 7,990 টাকা থেকে

রেডমি ও রিয়েলমির সাথে পাল্লা দিতে স্যামসাং মার্কেটে লঞ্চ করেছিল গালাক্সি M সিরিজ  । এই সিরিজের সবচেয়ে কমদামি ফোন হলো Samsung Galaxy  M10 । অ্যান্ড্রয়েড 8.1 ওরিওর সাথে আসা এই ফোনে ওয়াটারড্রপ নচ সহ 6.2 ইঞ্চি এইচডি প্লাস ইনফিনিটি ভি ডিসপ্লে দেওয়া হয়েছে।যার আসপেক্ট রেশিও হলো 19.5 : 9। ফোনটি 1.6 গিগাহার্টজ এক্সিনাস 7890 প্রসেসর ও 2/3 জিবি র‍্যাম এবং 16/32 জিবি ইন্টারনাল স্টোরেজের সাথে লঞ্চ হয়েছে। মাইক্রো এস ডি কার্ডের মাধ্যমে এর স্টোরেজ 512 জিবি পর্যন্ত বাড়ানো যাবে।

Galaxy M10 review: Samsung Galaxy M10 review: Good camera, great  performance & value for money - The Economic Times
The Economic Times

ফটোগ্রাফির জন্য এই ফোনে ডুয়াল রিয়ার ক্যামেরা আছে। যার প্রাথমিক সেন্সরটি 13 মেগাপিক্সেলের এবং দ্বিতীয়টি আলট্রা ওয়াইড এঙ্গেল সহ মেগাপিক্সেলের। এছাড়াও সেলফির জন্য থাকছে 5 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। স্যামসাং গ্যালাক্সি এম 10 3,400 এমএএইচ ব্যাটারির সাথে ভারতে লঞ্চ হয়েছে।

3) Infinix Smart 4 Plus: দাম 7,499

ইনফিক্স-এরও ১০ হাজারের নীচে কয়েকটি মডেল বেশ জনপ্রিয় মার্কেটে ৷ এর মধ্যে সাম্প্রতিকতম মডেলটি হল Infinix Smart 4 Plus৷ eএতে থাকছে 6000 mAh ব্যাটারি ব্যাক-আপ. ৷ 3 জিবি র‍্যাম , 32 জিবি ইন্টারনাল স্টোরেজ, অ্যান্ড্রয়েড 10, 6.82 ইঞ্চির ডিসপ্লে৷। ডুয়াল ক্যামেরার এই ফোনে পাচ্ছেন 13 মেগাপিক্সেল মেন সেন্সর ও একটি সেকেন্ড ডেপ্থ সেন্সর৷ সেলফি-র জন্য 8 মেগাপিক্সেল ক্যামেরা৷

Infinix Smart 4 Plus with 6.82-inch display, 6,000mAh battery, Helio A25  and Rs. 7,999 (~$107) pricing launched in India - Gizmochina
Gizmochina

4) . Realme C3:

সম্প্রতি Realme তাদের নয়া স্মার্টফোন C3 ভারতের বাজারে এনেছে। এতে রয়েছে রিভার্স চার্জিং ফিচার সহ 5,000 এমএএইচ ব্যাটারি।এই ফোনে রয়েছে 6.5 ইঞ্চি এইচডি প্লাস ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে। পারফরম্যান্সের জন্য ফোনে রয়েছে অক্টা-কোর মিডিয়াটেক হেলিও G70 চিপসেট। এই ফোনটি অ্যান্ড্রয়েড10 অপারেটিং সিস্টেমে চলে।

Amazon.com: Realme C3 (64GB, 3GB) 6.5" HD+ Display, Dual SIM GSM Unlocked  International Model
Amazon.com

ডুয়েল ক্যামেরায় রয়েছে 12 MP প্রাইমারি লেন্স (এআই) ও 2 MP-র লেন্স। এর 4 GB RAM + 64 GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৭,৯৯৯ টাকা।

5) Infinix hot 9 দাম- 9,999 

ইনফিনিক্স হট 9 প্রো স্মার্টফোনটি ইতিমধ্যেই মন কেড়েছে ক্রেতাদের। এতে রয়েছে 16.76 সেন্টিমিটার (6.6) এইচডি + পাঞ্চ-হোল ডিসপ্লে।  কোয়াড-ক্যামেরা সিস্টেম (48 এমপি প্রাথমিক + 2 এমপি গভীরতার সেন্সর, 2 এমপি ম্যাক্রো লেন্স এবং কোয়াড-এলইডি ফ্ল্যাশ সহ ডেডিকেটেড লো লাইট সেন্সর) এবং 8 এমপি-ইন-ডিসপ্লে সেলফি ক্যামেরা আপনাকে দুর্দান্ত ছবি তুলতে সাহায্য করবে।

Infinix Hot 9 Mobile Price List in India November 2020 - iSpyPrice.com
ispyprice.com

6) Realme narzo 20A দাম- 9,499

রিয়েলমে নারজো 20 এ রয়েছে শক্তিশালী স্ন্যাপড্রাগন 665 প্রসেসর এবং 5000 এমএএইচ ব্যাটারি যা একটি বিরামবিহীন স্মার্টফোন অভিজ্ঞতা দিয়ে আপনাকে আনন্দিত করবে।  এবং আপনি আপনার ফটোগ্রাফি দক্ষতা দেখিয়ে আপনার বন্ধুদের তাক লাগিয়ে দিতে পারেন কারণ এই ফোনটিতে একটি বিশেষ রেট্রো লেন্স সহ 12 এমপি ট্রিপল ক্যামেরা রয়েছে  পাশাপাশি ফন্টে 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরাও রয়েছে।

Realme Narzo 20, Narzo 20A, Narzo 20 Pro launched in India at a starting  price of Rs 10,499, Rs 8,499, Rs 14,999 respectively- Technology News,  Firstpost
Firstpost

কি তাহলে দেখে নিলেন তো সাধ্যের মধ্যে দুর্দান্ত ফিচারের এই স্মার্টফোনগুলি। তাহলে আর দেরী কিসের চটপট কিনে ফেলুন।