নিজস্ব সংবাদদাতা: ভারতীয় রেল নিয়ে দেশবাসীর মধ্যে অভিযোগের খামতি নেই। প্রায়শই রেল পরিষেবা নিয়ে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগড়ে দেন যাত্রীরা। তাঁদের সফরকালীন অভিজ্ঞতা হোক আরও উন্নত- এমনটাই দাবি থাকে যাত্রীদের। সেই লক্ষ্য মাথায় নিয়েই প্রতিনিয়ত ভাল পরিষেবা দেওয়ায় কোনও ত্রুটি রাখছে না ভারতীয় রেলওয়েজ৷ প্রযুক্তি থেকে স্বাচ্ছন্দ্য প্রতিটি দিকেই খেয়াল রাখছে রেল কর্তৃপক্ষ৷ এবার যাত্রীদের চোখের আরামের কথা ভেবে নয়াদিল্লী-রাজধানী ট্রেনের এসি ওয়ান কোচে বসল স্মার্ট জানলা৷

12 56 18 images
Dna india

এই বিশেষ স্মার্ট জানলা বানানোই হয়েছে বাইরের দৃশ্যকে আরও ভালভাবে দেখানোর জন্য৷ এর পাশাপাশি গোপনীয়তার দিকটাও একশ শতাংশ বজায় থাকবে৷ যখনই যাত্রীরা কামরার ভিতরে আলো জ্বালাবেন, তখনই জানলা অস্বচ্ছ হয়ে যাবে এমনভাবে যাতে, বাইরের কোনও আলো জানলা ভেদ করে ভিতরে প্রবেশ করতে পারবে না৷ শুধু তাই নয়, ট্রেন যখন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকবে,তখন বাইরে থেকে কারোর পক্ষে কামরার ভিতর দেখা অসম্ভব হয়ে যাবে৷

এছাড়াও, সূর্যের সরাসরি অতি বেগুণি রশ্মি থেকেও চোখকে রক্ষা করবে এই জানলা৷ তাই শুধুই মনোরম দৃশ্য উপভোগ নয়, একইসঙ্গে নিজের স্বাস্থ্যের খেয়ালও রাখতে পারবেন যাত্রীরা। তাই বোঝাই যাচ্ছে, পরবর্তীকালে রেলের জানলার ধারের সিট নেওয়ার জন্য একটা বাড়তি আকর্ষণ যোগ হতে চলেছে যাত্রীদের মধ্যে৷

উল্লেখ্য, কিছুদিন আগেই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৮টি নতুন ট্রেনের উদ্বোধন করেছিলেন৷ সেই প্রতিটি ট্রেনেই রয়েছে আধুনিক ভিস্টাডোম কোচ৷ এই কোচের বিশেষত্ব রয়েছে অনেকগুলি৷ ভিস্টাডোম কোচ থেকে বাইরের দৃশ্য আরও ভাল ভাবে দেখার সুযোগ তো রয়েছেই।

পাশাপাশি এই কোচগুলির জানলা অনেকটা বড় এবং ছাদেও রয়েছে স্বচ্ছ আবরণ। তাই কোচের ভেতরে বসেই যাত্রীরা আকাশ দেখতে পারবেন। এছাড়াও, ট্রেনের আসনগুলিও চমকে দেওয়ার মতো৷ একেকটি কোচের ৪৪টি আসনের প্রতিটি ১৮০ ডিগ্রি পর্যন্ত ঘুরতে সক্ষম। এছাড়াও ওয়াইফাইয়ের সুবিধা আছে ভিস্টাডোম কোচে৷ এভাবেই ট্রেনগুলিতে নিত্যনতুন পরিষেবা চালু করে যাত্রীদের মন জয় করতে বদ্ধপরিকর ভারতীয় রেল কর্তৃপক্ষ।