গীতা র বর্তমান দিনের একটি ছবি
The Indian Express
৫ বছর আগে গীতা কে পাকিস্তান থেকে ভারত বর্ষে ফেরত পাঠিয়ে দেওয়া হয়। তারপর থেকেই নিজের পুরনো ঘর আর হারানো পিতা – মাতা কে খুঁজে পাওয়ার তীব্র ইচ্ছা ই তার জীবনের একমাত্র লক্ষ্য হিসাবে স্থান পেয়ে ওঠে ।
তখন গিতার বয়স ছিল ৭-৮ বছর যখন তাকে পাকিস্তান এর লাহোর স্টেশন এ র কাছে বসে থাকতে খুঁজে পাওয়া যায় । সম্ভবত সমঝাউতা এক্সপ্রেস এর মাধ্যমে গীতা সেখানে চলে গেছিলো ।আজ দিয়ে ২০ বছর আগে পাকিস্তানি পুলিশ তাকে সেখানে খুঁজে পায় ।
103107504 GettyImages 494274424
CNBC.com

এরপর এরী ফাউন্ডেশন এর একজন সদস্য তাকে এডপ্ট করেন । এবং তার অধীনেই গীতার বাল্যকাল ও যৌবন সমাপ্ত হয়। এরপর সালমান খানের বাজরাঙ্গী ভাইজান মুভি রিলিজ হয় যেখানে একটি ভারতে হারিয়ে যাওয়া পাকিস্তানি বালিকা কে মুভি এর হিরো তার হারিয়ে যাওয়া পাকিস্তানি মা বাবার সাথে পুনর্মিলন করায় ।
এই মুভি রিলিজ হলে গীতার ব্যাপার টিও সমাজের সামনে জনসমক্ষে আসে ।এবং ব্যাপারটি তে যথেষ্ট আলোকপাত করা হয়। পরে ভারতের বিদেশ – বিষয়ক মন্ত্রী সুষমা স্বরাজ এর নানান চেষ্টার পর পাকিস্তান থেকে তাকে ২০১৫ সালে পুনরায় ভারত এ ফিরিয়ে এনার ব্যবস্থা করা হয়।
648892 sushmaswaraj geeta
Zee News

সরকার থেকে এবং NGO এর লাগাতার চেষ্টা র মাধ্যমে তার পিতা – মাতার অনুসন্ধান শুরু করা হয় । কিন্তু এরপরেও কোনো ফল পাওয়া যায় না এবং কেউ তারপিতা মাতার কোনো সন্ধান পায় না । পরবর্তী কালে যখন তার পিতা মাতা দের জন্য পুরস্কার এর ঘোষনা জারি করা হয় বেশ কিছু মানুষ তার পিতা মাতা হওয়ার দাবি জানায় । কিন্তু গীতা তাদের মধ্যে কাউকেই নিজের পিতা মাতা বলে চিনতে পারে না ।
কিন্তু তা বলে গীতার হারিয়ে যাওয়া পরিবার কে খোঁজার প্রক্রিয়া থেমে থাকেনি এখনও অবধি। গীতা নিজেই NGO টিম এর সাথে তার উদ্যেশ্য নিয়ে বেরিয়ে পড়েন সাফল্যের আশায়।

এর মধ্যে গীতা র জন্য উপযুক্ত জীবনসাথী নির্বাচন করবার উদ্দেশ্যে বেশ কয়েকটি স্বয়ম্বর এর ও আয়োজন করা হয় যার মাধ্যমে তাকে একজন উপযুক্ত জীবনসঙ্গীর সাথে বন্ধিত করার চেষ্টা জারি করা হয়। কিন্তু এই সবকিছু এর উপরে গীতা নিজের হারিয়ে যাওয়া পরিবার কে খুঁজে নিজের লক্ষ্য কে সম্পূর্ণ করবার সিদ্ধান্ত নেন ।
562dc8b71a671
DAWN

বর্তমানে গীতা ” আনন্দ সার্ভিস সোসাইটি ” নামক একটি NGO টিম এর সাথেই বসবাস করছেন যারা শারীরিক সমস্যায় জড়িত মানুষদের জন্য অনবরত কাজ করে চলেছে ।
গীতার বর্ণনা থেকে জন্য গিয়েছে গীতা যতদূর অবধি ছোটবেলার স্মৃতি মনে করতে পেরেছে তাতে তার বাড়ির কাছে একটা একটা মন্দির ছিল পুরনো । এছাড়াও কাছে রেললাইন এবং এবং একটি হসপিটাল ছিল বলে গীতা এই বিষয় ও জানিয়েছে । এসবের মধ্যে গীতা একটি নদীর ও উল্লেখ করেন তার বক্তব্যে ।
NGO এর প্রতিক ভাষাবিদ জ্ঞানেন্দ্র পুরোহিত এর কাছ দিয়ে এই সমস্ত বিষয় জানা গিয়েছে । তিনি বলেন ” নন্দেদ থেকে অমৃতসর এ সচখান্ড এক্সপ্রেস নামের একটি ট্রেন যাতায়াত করে এবং সমঝাউতা এক্সপ্রেস এ যেখানে গীতা কে উদ্ধার করা হয় সেটি অমৃতসর থেকে পাকিস্তান এ যাতায়াত করে ”
নান্দেদ পুলিশ ইন্সপেক্টর দ্বারাকাদাস চিখলিকর বলেছেন তাদের টিম গীতা কে তার পরিবার খুঁজে পাওয়ার জন্য যা যা প্রয়োজন সেই দিক দিয়ে সম্পূর্ণ রূপ এ সাহায্য করেছে ।এবং আগামী দিনেও এই সাহায্য পুনরায় করবার আশ্বাস দিয়েন তিনি বলেন ।

জ্ঞানেন্দ্র পুরোহিত এর থেকে জানা গিয়েছে বসার নামের একটা ছোটো শহর তেলেঙ্গানার কাছে অবস্থিত । আনুমানিক তেলেঙ্গানা থেকে ১০০ কিলোমিটার দূরে শহরটি ।এই শহরটি গীতার বর্ণন সাথে বেশ খাপ খায় বলে পুরোহিত বলেন। রেল লাইন ,নদী ,মন্দির ,হসপিটাল প্রভৃতি চিহ্ন যা গীতা এখনও অবধি জানিয়েছে তার সাথে এই শহর টির বেশ অনেকটা মিল থাকায় তারা সেখানে এসেছে পুনরায় তাদের প্রচেষ্টা শুরু করার উদ্দেশ্যে । তবে তারা কতটা সার্থক তার কোনো খবর এখনও পাওয়া যায়নি ।

Which treats of the character and pursuits of the famous gentleman Don Quixote of La Mancha

In a village of La Mancha, the name of which I have no desire to call to mind, there lived not long since one of those gentlemen that keep a lance in the lance-rack, an old buckler, a lean hack, and a greyhound for coursing. An olla of rather more beef than mutton, a salad on most nights, scraps on Saturdays, lentils on Fridays, and a pigeon or so extra on Sundays, made away with three-quarters of his income.

The rest of it went in a doublet of fine cloth and velvet breeches and shoes to match for holidays, while on week-days he made a brave figure in his best homespun. He had in his house a housekeeper past forty, a niece under twenty, and a lad for the field and market-place, who used to saddle the hack as well as handle the bill-hook. The age of this gentleman of ours was bordering on fifty; he was of a hardy habit, spare, gaunt-featured, a very early riser and a great sportsman.