নজিরবিহীন ঘটনা ঘটল আমেরিকায়। এক রাষ্ট্রপতি আরেক রাষ্ট্রপতির দিকে সরাসরি আঙুল তুললেন! আমেরিকার প্রাক্তন রাষ্ট্রপতি বারাক ওবামা সেই দেশের সংসদ ভবন অর্থাৎ মার্কিন কংগ্রেসে হামলার ঘটনায় সরাসরি ডোনাল্ড ট্রাম্পকে অভিযুক্ত করেন। ওবামার পরিষ্কার বক্তব্য ডোনাল্ড ট্রাম্প নিজে তার সমর্থকদের মার্কিন কংগ্রেসে হামলা করার জন্য উস্কে ছিলেন বলেই ওই ঘটনা ঘটেছে!

এদিকে ট্রাম্পের বিদায় ঘন্টা বেজে গেল‌ও তিনি তা মানতে রাজি নন। তার দাবি তাকেই রাষ্ট্রপতি রেখে দিতে হবে, কারণ নবনির্বাচিত রাষ্ট্রপতি ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের নির্বাচন অবৈধ। তিনি নাকি নির্বাচনী প্রক্রিয়ায় জালিয়াতি করে জয়লাভ করেছেন! নিজের দাবি প্রতিষ্ঠা করতে গিয়ে ডোনাল্ড ট্রাম্প সরাসরি জানিয়েছেন বাইডেনের ক্ষমতাগ্রহণ যেকোন উপায়ে তিনি আটকাবেন!

অতীতে বারংবার ভারতের গণতান্ত্রিক ব্যবস্থা নিয়ে নিজেদের সংশয়ের কথা গোপন করেনি আমেরিকার রাষ্ট্রপতিরা। অথচ সেই আমেরিকাতেই গতকাল শ্রেফ ভিন্নমতের কারণে দেশের একদল নাগরিক সংসদ ভবনে হামলা চালিয়ে সংসদের অধিবেশন ভণ্ডুল করে দেওয়ার চেষ্টা করে। হামলাকারীদের উদ্দেশ্য ছিল খুব পরিষ্কার, মার্কিন কংগ্রেসে তখন নবনির্বাচিত রাষ্ট্রপতি জো বাইডেনের নির্বাচন প্রক্রিয়ায় চূড়ান্ত পর্যায়ের শংসাপত্র প্রদান সংক্রান্ত বিতর্ক চলছিল। হামলাকারীরা চেয়েছিল মার্কিন কংগ্রেসে হামলা চালিয়ে বিতর্ক বানচাল করে দিতে। তাদের ধারণা সে ক্ষেত্রে জো বাইডেনের রাষ্ট্রপতি হ‌ওয়া আর সম্ভব হবে না!

এই ঘটনার পর তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয় আমেরিকা সহ সারা বিশ্বে। ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন এই ঘটনাকে আমেরিকার গণতান্ত্রিক ব্যবস্থার ওপর আঘাত বলে চিহ্নিত করেন। আমেরিকার প্রাক্তন রাষ্ট্রপতিরাও ঘটনার নিন্দায় সরব হন। এমনকি ট্রাম্পের নিজের দল রিপাবলিকান পার্টির প্রাক্তন রাষ্ট্রপতি জর্জ ডব্লিউ বুশ গোটা ঘটনার নিন্দা করে বলেন, “এই ঘটনা আমাদের গণতান্ত্রিক মূল্যবোধের ওপর আঘাত।” যদিও ট্রাম্প নিজে সমর্থকদের মামুলি শান্ত হতে বলা ছাড়া আর কোনো মন্তব্য করেননি।

নজিরবিহীন,
আমেরিকার সংসদ ভবনে হামলা

ডেমোক্র্যাট নেতা এবং আমেরিকার প্রাক্তন রাষ্ট্রপতি বারাক ওবামা এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে মুখ খুলে সরাসরি ট্রাম্পকে অভিযুক্ত করেন। তিনি গোটা ঘটনার পিছনে রাষ্ট্রপতি নির্বাচন সংক্রান্ত ট্রাম্পের ভিত্তিহীন দাবিকেই কাঠ গড়ায় তুলেছেন। তার পরিষ্কার বক্তব্য- “ট্রাম্প যেমন গণতান্ত্রিক মূল্যবোধের ওপর আস্থা রাখেন না, তেমনি তার সমর্থকরাও গণতন্ত্রকে সম্মান করে না।” তারপরই হুঁশিয়ারির সুরে ওবামা বলেন, “কোনো শক্তি বাইডেনকে রাষ্ট্রপতি হওয়া থেকে দূরে রাখতে পারবে না!”শেষ পর্যন্ত জো বাইডেনকে জয়ের শংসাপত্র দিল আমেরিকার সংসদ। আগামী কুড়ি জানুয়ারি রাষ্ট্রপতি পদে শপথ নেবেন বাইডেন।

1 COMMENT

  1. […] মিত্রদেশ যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন,’লজ্জাজনক ঘটনা’ বলে অভিহিত […]