আমরা সবাই মন্ত্রমুগ্ধের মতন গল্প শুনি সেই সব মানুষের গল্প যারা বিশ্বের ধনীতম ব্যক্তিদের একেকজন। কিন্তু অনেকেরই জানা নেই যে সারা দুনিয়ায় এমন অনেক জন্তুও রয়েছে যারা কয়েক কোটি টাকার মালিক। শুনতে ভীষণ অবিশ্বাস্য লাগলেও এটা সত্যিই যে বড়লোক শুধু মানুষই নয়, অনেক প্রাণীও ও হয় আজকালকার পৃথিবীতে। আগেকার দিনে বাঙালি বাবুদের পোষা বেড়ালের বিয়েতে খরচ হত লক্ষ টাকারও বেশি। টিয়াপাখির জন্য তৈরি হত জড়োয়ার খাঁচা। সেই প্রথা ক্রমশ বদলে গিয়ে এখন দেখা যাচ্ছে বহু ধনকুবের পোষা জন্তুজানোয়ারদের নামে কিনে ফেলছেন বিপুল অর্থের সম্পত্তি। তবে ধনী জন্তুদের অনেকেই কিন্তু আজ সোশ্যাল মিডিয়ার বড়সড় স্টার। এঁদের লাখ লাখ ফলোয়ার এবং জনপ্রিয়তার নিরিখে অন্যান্য স্টারদের মতনই এঁদেরও সম্পত্তির পরিমাণের হ্রাসবৃদ্ধি হয় এখন। একটু জেনে নিই সাত বিখ্যাত এবং বিত্তবান প্রাণীর কথা—–

বিত্তবান জন্তু সব—

https://www.countryliving.com/uk/wildlife/pets/a22695481/pet-rich-list-2018-wealthiest-pets-in-world/

ট্রাবল– এই ট্রাবল কিন্তু ইংরেজি শব্দ নয়। রীতিমতো জ্যান্ত এক প্রানী। লিওনা হেল্মস্লে নামের এক ধনী মহিলার আদরের পোষা কুকুর এই ট্রাবল আজ বারো মিলিয়ন ডলারের মালিক। এই সমস্ত অর্থই সে পেয়েছে তার মালকিনের উইল মোতাবেক। জানা যায় নিজের দুই নাতিনাতনিদের এবং মৃত ছেলের স্ত্রীকে ও বঞ্চিত করে নিজের কুকুরের নামে এই বিপুল পরিমাণ অর্থ রেখে গিয়েছেন লিওনা। তবে পরবর্তী সময়ে এই কুকুরের ভাগের সম্পত্তির পরিমাণ কমিয়ে আদালত মাত্র দুই মিলিয়ন ডলার হিসেবে রাখা হয়েছে। কিন্তু সেই পরিমাণ অর্থও কিন্তু বহু মানুষের কাছে স্বপ্ন!

জন্তু
new york post

বাব্বল—- সূত্র থেকে পাওয়া খবর অনুসারে জনপ্রিয় পপ তারকা মাইকেল জ্যাকসন বাব্বল নামের এই সিম্পাঞ্জির জন্য নিজের উইলে রেখে গিয়েছেন প্রায় দুই মিলিয়ন ডলার। আশির দশকে প্রায় পয়ষট্টি হাজার ডলার দিয়ে এই সিম্পাঞ্জি কিনেছিলেন মাইকেল জ্যাক্সন, এ তাঁর সঙ্গে নানান দেশ ঘুরেও বেড়িয়েছে। তাঁর মৃত্যুর পর এঁই প্রাণীর দেখভালের জন্য যে অর্থ বরাদ্দ করা হয়, তা ছাড়াও এই সিম্পাঞ্জি আজ দুই মিলিয়ন ডলারের মালিক।

Michael Jacksons Monkey during 1994 MTV Movie Awards at Sony Studios in Culver City
daily mirror

গিগো—- পৃথিবীর সবচাইতে বিখ্যাত এবং সবচাইতে ধনী মুরগির নাম গিগো। ব্রিটেনের এক ধনকুবের ও তাঁর স্ত্রী শেষ জীবনে এই বিরল প্রজাতির মুরগি কেনেন ও সঙ্গে আরও কিছু জন্তু জানোয়ার কিনে তাঁদের দেখভাল করেন। কিন্তু এই ধনকুবের মাইলস ব্ল্যাকওয়েলের মৃত্যুর পর তাঁর উইল অনুসারে গিগো পায় প্রায় তেরো মিলিয়ন ডলার। এবং সে আজ একটি বড়সড় পোলট্রির মালিকও বটে।

জন্তু,
country living magazine

জিফপম—- জিফ নামের এই পমেরিয়ান কুকুরটি আজ পৃথিবীর ধনীতম জন্তুদের মধ্যে প্রথম সারিতে রয়েছে। দুটি গিনেস রেকর্ডের মালিক জিফের সোশ্যাল মিডিয়ায় ফলোয়ারের সংখ্যা তিরিশ লাখেরও বেশি। আর নানান মিউজিক ভিডিও আর কিছু সুপারহিট সিনেমাতেও দেখা গিয়েছে এই জিফকে। মনে করা হয় সব মিলিয়ে এই কুকুরটির সম্পত্তির পরিমাণ পঞ্চান্ন মিলিয়ন ডলারেরও কিছু বেশি।

হ্যামিলটন—- অভিজাত নামধারী এই বিড়াল আজ সারা পৃথিবীতে বিখ্যাত এঁর গোঁফের জন্য। বেশ অনেকদিন আগে ক্যালিফোর্নিয়ার এক শেলটার থেকে এঁর মালিক এই হিপ্সটার প্রজাতির অদ্ভুত দর্শন বেড়ালকে উদ্ধার করেন। আজ সোশ্যাল মিডিয়ায় প্রায় দশ লাখ ফলোয়ার রয়েছে এঁর। প্রতি ইন্সটাগ্রাম পোস্টে এঁর প্রাপ্য হয় তেরো হাজার ডলার। সবমিলিয়ে এই জন্তুর সম্পত্তির পরিমাণ কয়েক লাখ ডলার তো হবেই।

Hamilton
metroactive

চতুর্থ গান্থার—- পুরুষানুক্রমে ধনী কোনো জন্তুর নাম শুনেছেন কেউ? হ্যাঁ, এই জার্মান শেপার্ড তার সম্পত্তি পেয়েছে নিজের পিতা তৃতীয় গান্থারের কাছ থেকে, যার পরিমাণ আজকের সময়ে প্রায় চারশ মিলিয়ন ডলারের কাছাকাছি। এই তৃতীয় গান্থারের মালিক ক্যারলটা লেঈবেণস্টাইন নিজের কুকুরের নামে রেখে যান একশো মিলিয়ন ডলারের কিছু বেশি। আর সম্পত্তির ট্রাস্টি আরও নানানভাবে ইনভেস্ট করে এই অর্থ চারগুণ বাড়িয়েছে আজ। শোনা যায় চতুর্থ গান্থার ম্যাডোনার বাংলো কিনেছে কয়েক মিলিয়ন ডলার খরচ করে। নিঃসন্দেহে এই কুকুর আজ পৃথিবীর সবচাইতে ধনী জন্তু।

richest dog world possessing assets 8 7 trillion numerous caregivers 12 private nurses 1
eat play easy

আরও পড়ুন

https://banglakhabor.in/2020/11/20/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%96%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%a4-%e0%a6%a6%e0%a6%b6-%e0%a6%aa%e0%a7%87%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%82/