ওষুধ হলো এমন একটা জিনিস যেটা ছাড়া চলা মুশকিল, অসম্ভব বললেই ভালো হয় বরং। তাই আমরা বাড়িতে মোটামুটি ওষুধের একটা ছোটখাটো সংগ্রহ রেখেই দি। কারণ বলা তো যায়না কখন কি লাগে ! হঠাৎ করে জ্বর এলো একটা প্যারাসিটামল খেতে নিলেন কি মাথা যন্ত্রণা হচ্ছে একটা স্যারিডন খেয়ে নিলেন। এবার বাড়ির আসে পাসে যে কটা ওষুধের দোকান আছে সেখান থেকেই বেশিরভাগ আমরা ওষুধ কিনে থাকি সেটাই স্বাভাবিক। কিন্তু এখন তো ডিজিটাল যুগ । বাড়ি বসে বসে নিত্যপ্রয়োজনীয় সমস্ত জিনিসপত্র আমরা হাতের কাছে পেয়ে যাচ্ছি অনলাইনের মাধ্যমে, তাহলে ওষুধ তাই বা বাদ যায় কেনো ! সম্প্রতি বেশি কিছু অনলাইন সাইট অথবা অ্যাপ চালু হয়েছে যার মাধ্যমে আপনি বাড়িতে বসে বেশ সস্তায় আপনার প্রয়োজনীয় ওষুধপত্র পেয়ে যাবেন নিজের হাতের কাছে। তাহলে চলুন জেনে নেই অনলাইনে সস্তায় ওষুধ কেনার 5 টি সেরা উপায় ।

ওষুধ

১) ওষুধওয়ালা ডটকম :

004
Photo source : osudhwala

প্রতিদিনের ব্যস্ত জীবনে ঘরে বসেই কেনাকাটার উপায় করে দিয়েছে অনলাইন শপিংসাইটগুলো। যানজট ঠেলে বাজারে না গেলেও চলবে। শুধু থাকতে হবে ইন্টারনেট সংযোগ। তাই তো ঘরে বসে ওষুধ কেনার এক সুবর্ণ সুযোগ দিচ্ছে ওষুধওয়ালা ডটকম।ওষুধওয়ালা ডটকমে ওষুধ অর্ডার করলে ঘরে বসেই সহজেই মিলবে প্রয়োজনীয় সকল ওষুধ। অনেক সময় ওষুধ ফার্মেসি খুঁজতে খুঁজতে ওষুধের প্রয়োজনই শেষ হয়ে যায় বা খুব বেশি দেরি হয়ে যায়। এ রকম শত সমস্যার সমাধান হয়ে এসেছে ওষুধওয়ালা ডটকম ।

ওষুধওয়ালা ডটকমের ওয়েবসাইটের পাশাপাশি অ্যাপসের মাধ্যমেও ওষুধ অর্ডার করা যাবে। রয়েছে হটলাইন নম্বরও, ২৪ ঘণ্টা ফোন করে ওষুধ অর্ডার করা যাবে। সম্প্রতি, ওষুধওয়ালা ডটকমে চলছে বিশেষ অফার ১ হাজার টাকার ওপরে ওষুধ অর্ডার করলে থাকছে ১০ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক ।

২) অ্যাপোলো ফার্মেসি :

5e8eb5d62dbcdf25b97dba6f 1586410966415
Photo source : play store

সম্প্রতি, অ্যাপোলো গ্রুপ থেকে এই অ্যাপেলো ফার্মেসীটি লঞ্চ হয়েছে । এই অ্যাপটির মাধ্যমে আপনি নিকটস্থ অ্যাপোলো হাসপাতালে অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারেন, পাশাপাশি অ্যাপোলো ফার্মাসির (10% ছাড়) থেকে ওষুধ অর্ডার করতে পারেন বা অ্যাপোলোতে কাজ করা ডাক্তারদের সাথে অনলাইনে পরামর্শ নিতে পারেন। এই অ্যাপের মাধ্যমে , আপনি ভীষণই পরিষেবা এবং ওষুধের গুণগত মানের নিশ্চয়তা পাবেন।

৩) ফার্মেসি অ্যাপ :

image
photo source :playstore

এই জনপ্রিয় অ্যাপটি প্রথম অর্ডারের জন্য সমস্ত ওষুধের ওপর 20% ফ্ল্যাট ছাড় দেয়। অ্যাপটি বেশ ব্যবহারের সুযোগ্য এবং ঝামেলা-মুক্ত । কোনও ক্রেতা অথবা ব্যবহারকারী অনলাইনে তার ওষুধের প্রেসক্রিপশনটি ও করতে পারেন, বা ওষুধগুলি অর্ডার করার জন্য কল করতে পারেন। বিভিন্ন ব্র্যান্ডের ঔষধ এখানে পাওয়া যায়। এমনকি এটি আপনাকে আপনার ওষুধের মাসিক রিফিলগুলিকে সাবস্ক্রাইব করার সুযোগ দেয়।

৪)মেডলাইফ :

screen1
photo source : playstore

এই ভারতের অন্যতম বৃহত্তম অনলাইন ফার্মেসী অ্যাপ। এটি একটি খুব বেসিক অ্যাপ্লিকেশন যা অনলাইন ওষুধের অর্ডারের ওপর ফোকাস করে। নির্ঝঞ্ঝাট ডেলিভারি এবং সমস্ত রকম ব্র্যান্ডের ওষুধের অর্ডার নেওয়ার জন্য এই অ্যাপ্লিকেশনটি বেশ জনপ্রিয় হয়েছে । হোম পেজের ওষুধগুলি অর্ডার করার জন্য দুটি বিকল্প পদ্ধতি আছে। আপনি আপনার প্রথম অর্ডারে 30% ছাড় এবং ওষুধ এবং স্বাস্থ্য পণ্যগুলিতে 50% পর্যন্ত ভারী ছাড় পেতে পারেন।

৫)নেটমেডস :

phone
photo source : playstore

এই অ্যাপ্লিকেশনটি ও অনলাইনে ওষুধ ডেলিভারি করার জন্য ভীষণ জনপ্রিয়। বিশ্বের সমস্ত বিশ্বস্ত ব্র্যান্ডগুলি ওষুধের ডেলিভারি এরা দিয়ে থাকে।এমনকি নানান ডাক্তারের সাথে অ্যাপার্মেন্ট অবধি এই অ্যাপের মাধ্যমে করা যেতে পারে। প্রথমবার অর্ডার করলে গ্রাহকদের অফার দেওয়া হয় এবং পরে প্রতিটি ওষুধের ডেলিভারিতে 40% অবধি ছাড় পাওয়া যায়। এমনকি, এদের ওষুধের ডেলিভারি ও বেশ তাড়াতাড়ি হয়।

তাহলে জেনে নিলেন তো সবচেয়ে সস্তায় কিভাবে বাড়িতে বসে ওষুধ অর্ডার দেবেন। তাহলে আর দেরি না করে চটপট অর্ডার দিয়ে ফেলুন নিজের প্রয়োজনীয় ওষুধ গুলোর এবং খুব অল্প সময়ে এবং অল্প খরচে পেয়ে যান এক্কেবারে ঘরে বসে।

আরও জানতে :https://www.google.com/amp/s/www.prothomalo.com/amp/story/bangladesh/%25E0%25A6%2598%25E0%25A6%25B0%25E0%25A7%2587-%25E0%25A6%25AC%25E0%25A6%25B8%25E0%25A7%2587-%25E0%25A6%2593%25E0%25A6%25B7%25E0%25A7%2581%25E0%25A6%25A7