গরুপাচারকান্ডের পর এবার ভোট পরবর্তী হিংসা মামলায় অনুব্রত মন্ডলকে তলব করেছিল সিবিআই। তবে অসুস্থতার কারণে মঙ্গলবার তিনি সিজিও কমপ্লেক্সে হাজিরা দিচ্ছেন না। আইনজীবী মারফৎ চিঠিতে সেকথা জানালেন অনুব্রত।


বারংবার হাজিরা এড়ানোর পর গত সপ্তাহেই সিবিআই-এর জেরার সম্মুখীন হন কেষ্ট। তারপরেই অসুস্থতা বোধ করায় সেখান থেকে সোজা চলে যান এসএসকেএমের উডবার্ন ওয়ার্ডে। তারপর ফের ভোট পরবর্তী হিংসা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে ডেকে পাঠায় সিবিআই। তবে অসুস্থতার কারণে ১৫ দিন সিবিআই-এর কাছে সময় চেয়েছেন বলে সূত্রের খবর। ডাক্তারের পরামর্শেই তার ১৫ দিনের বিশ্রামের প্রয়োজন বলে তাঁর আইনজীবী চিঠির মাধ্যমে জানিয়েছেন। এছাড়া ই-মেল মারফৎ অনুব্রত নিজেও সেকথা তদন্তকারী সংস্থাকে জানাবেন।

অনুব্রত মন্ডল

২ মে বিধানসভা ভোটের ফলাফল ঘোষণার পর বীরভূমে বিজেপি কর্মীর মৃত্যু হয়। ভোটে হিংসা খুঁজতে সিবিআই তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্টের ৫ বিচারপতির বৃহত্তর বেঞ্চ। সেই মামলাতেই বীরভূমের তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মন্ডলকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠায় সিবিআই। মঙ্গলবার বেলা ১২ টায় তাঁর হাজিরা দেওয়ার কথা ছিল।


অন্যদিকে আগামী শুক্রবার গরু পাচার কান্ডে ফের তাঁর সিবিআই দফতরে ফের জেরার মুখোমুখি হওয়ার কথা। এর মধ্যে ১৫ দিন সময় চাওয়ায় সেই হাজিরাও দিতে পারবেন কিনা তা নিয়ে প্রশ্ন উঠছে।