কে আসছে ভোটের পরে আমেরিকার গদিতে এবার? ভারতবাসী কি ভাবছে তা নিয়ে?
আমেরিকার “হেভি ওয়েট” গদিতে ডোনাল্ড ট্রাম্পের আধিপত্যে আমেরিকাবাসী যত না বিচলিত ছিল তাঁর বক্তব্য ও ক্রিয়াকলাপে ভারতবাসীর ভ্রু কুঞ্চিত হয়েছে বারবার। ডেমোক্র্যাট ও রিপাবলিকানের এই যুদ্ধের আঁচ এসে পড়েছে ভারতীয়, বিশেষত বাঙালীর অন্দরেও।
বলাই বাহুল্য আমেরিকায় দলভেদের পারদ যত চড়চড় করে ওঠা নামা করে এদেশের মানুষের ধূকপুকুনিও সমানুপাতিক হারে নামে ওঠে। সমলিঙ্গ নাগরিক অধিকার, নাগরিক সুরক্ষার যে সব বিল, আইন, সিদ্ধান্ত ওদেশে বলবৎ হয় তার প্রভাব পরোক্ষভাবে উপমহাদেশের তিন দেশকে, পাকিস্তান – ভারতবর্ষ – বাংলাদেশের উপরেও আছড়ে পড়ে।
https://encrypted-tbn0.gstatic.com/images?q=tbn:ANd9GcSassH2ZMuu9Ov-XR-OQt1cttkwvej_kFCYiQ&usqp=CAU
ওবামা যখন গদিচ্যুত হন তখন ভারতের মানুষের অনুভূতিতে আঘাত আসে। কারণটা একটু স্পষ্ট করা যাক। ওবামা ক্ষমতায় থাকাকালীন পাকিস্তানে আশ্রয় প্রাপ্ত আলকায়দা প্রধান ওসামা বিন লাদেন অবশেষে শেষ হয়। সন্ত্রাসবাদ শেষ না হলেও এই ঘটনার ফলে বেশ কিছু বছর সারা বিশ্বেই জঙ্গিহানা একটু স্তিমিত হয়।
ট্রাম্প-মোদী আঁতাত ভারতবর্ষকে সেরকম লাভান্বিত করতে পারেনি। পাকিস্তানের আক্রোশ বেড়েছে আর পরোক্ষ মদতও পেয়েছে কিছু। ভারতবাসীর ক্রিয়া – প্রতিক্রিয়া সদাই দেশের উন্নয়ন ও সুরক্ষাকে কেন্দ্র করে উঠে এসেছে।
২০২০ এর যুক্তরাষ্ট্রের নির্বাচন আর ভোটও সেই আঙ্গিকেই ভারতবাসীর কাছে প্রাসঙ্গিক। কে আসবে ওদেশের রাষ্ট্রনায়ক হয়ে? কি হবে তাঁর দলগত দৃষ্টিভঙ্গি? ভারতের সাথে সুসম্পর্ক কি হবে তাঁর নেতৃত্বের আগমনে?
২০২০ যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিজয়ী আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে এবার এসেছেন জো বাইডেন (Joe Biden)। ডেমোক্র্যাট ২৭৯ টি আসনে বিপুল ভোটে বিজয়ী হয়েছে।
অবশ্য সেখানেই ট্রাম্প পরাজিত হতে নারাজ। তাঁর ছেলেমানুষি প্রেসিডেন্ট সুলভ একেবারেই নয়। ভোটে জিতেও তাই জো বাইডেনকে আরও বিশেষ রকম নিরাপত্তা সুরক্ষা নিয়ে চলতে হচ্ছে।
ভারতীয় হিসেবে উচ্ছ্বাস আরও কয়েক ধাপ উঠেছে কারণ এবারে বাইডেনের টিমে রয়েছে ২০ জনেরও বেশি ভারতীয়। ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিস হলেন উপরাষ্ট্রপতি।
তার মধ্যে বাজেট টিমেই রয়েছেন দুজন ভারতীয় মহিলা, নীরা টন্ডন (Neera Tanden) ও জেন সাকি (Jen Psaki)। যার মধ্যে নীরা টন্ডন বাঙালিও বটে। সব মিলিয়ে উৎসাহ তাই স্বাভাবিকভাবেই বেশি।
যে প্রান্তেই থাকুক বাঙালির সাফল্যে আপামর বাঙালি উচ্ছ্বসিত হয়। ভারতের হিতে এই নির্বাচন ও হোয়াইট হাউসের পরিবর্তন ছাপ ফেলবে সেই আশাই করা যায়।
আমেরিকাতে এই মুহূর্তে বেকারত্ব, করোনার প্রকোপ বাড়ছে। সেখানে হোয়াইট হাউসের পরিবর্তনগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই বিশেষজ্ঞ মহলের ধারণা। অর্থনীতি ও বিকাশের পথে বাইডেন টিমের সাথে ভারতীয় সম্পর্ক হোক সুদূরপ্রসারী।
মানবাধিকার বজায় থাকে এমন আশাই করছে এখন ভারতবাসী তবে তা আসলে কতটা বাস্তবায়িত হল তার জন্য চোখ রাখতে হবে ভারতের আসন্ন নির্বাচনের দিকেও।
ভারতীয়, ভারতীয় বংশোদ্ভূত সদস্য আছে বলেই তা ভারতের জন্য লাভবান হবে এমন অন্ধবিশ্বাস রাখাও উচিত নয়। সবটাই এখন সময় বলবে, তবে উচ্ছ্বাসে ভাঁটা পড়ে নি ভারতবাসীর এটুকু সুনিশ্চিতভাবেই বলা যায়।
এরকম আরও খবরের জন্য পড়তে থাকুন বাংলা খবর—- https://banglakhabor.in/2020/12/03/%e0%a6%ac%e0%a6%be%e0%a6%ae%e0%a6%ab%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%95%e0%a7%87-%e0%a6%8f%e0%a6%87-%e0%a6%b0%e0%a6%be%e0%a6%9c%e0%a7%8d%e0%a6%af%e0%a7%87-%e0%a6%95%e0%a7%8d/