কুম্ভমেলা
সৌজন্যে jagranimages

কুম্ভমেলা -র প্রস্তুতি প্রায় শেষের দিকে । দীর্ঘ এগারো বছর পর হরিদ্বারে 2021 সালের 14 ই জানুয়ারী থেকে শুরু হতে চলেছে হিন্দুদের অন্যতম উৎসব মহাকুম্ভ । ভারতবর্ষে অনুষ্ঠিত বিভিন্ন উৎসব গুলির মধ্যে এই মেলা অনেকটাই আলাদা, ঐতিহাসিক এবং পৌরাণিক দিক দিয়ে এই মেলা বিশেষভাবে গুরত্বপূর্ণ । এই উৎসবে নানান জায়গা থেকে বহু ধর্মপ্রাণ হিন্দুরা তীর্থস্নানে আসেন কিন্তু চলতি বছরে চলতে থাকা অতিমারী পরিস্থিতির ছাপ এই আসন্ন মেলায় কতটা প্রভাব বিস্তার করবে তা নিয়ে চিন্তিত আয়োজকেরা । তবে করোনা পরিস্থিতিকে মাথায় রেখেই উত্তরাখন্ডের বিজেপি সরকার কিছু চমক আনতে চলেছেন এই মেলায় । সেগুলি কি এবং অনান্যবারের থেকে আসন্ন কুম্ভমেলা হিন্দুদের কাছে বিশেষভাবে তাৎপর্যপূর্ণ কেন জানতে হলে অবশ্যই পড়ুন আজকের প্রচ্ছদটি ।

Naga1
সৌজন্যে News18hindi

সংস্কৃত ভাষায় কুম্ভ কথাটির অর্থ কলস বা পাত্র । ঋকবেদ থেকে শুরু করে যর্জুবেদ, সামবেদ, অর্থবেদ এমনকি জ্যোতিষ শাস্ত্রীয় গ্রন্থ গুলিতে কুম্ভ শব্দটির উল্লেখ পাওয়া যায় । কথিত আছে সমুদ্র মন্থন এর সময় অমৃত ভত্তি কলস উঠে আসে এবং সেই কলস কার হবে সেই নিয়ে বিদ্রোহবাধে অসুর এবং দেবতাদের মধ্যে । এরমধ্যে ইন্দ্র পুত্র জয়ন্ত (মতান্তরে বিষ্ণু, মোহিনী রূপে) অমৃত ভরা কুম্ভ নিয়ে অসুরদের ফাঁকি দিয়ে পালিয়েযেতে সক্ষম হন । পথে চারটি জায়গায় তিনি বিশ্রাম নেন, এই চারটি জায়গাতেই অনুষ্ঠিত হয় কুম্ভমেলা । বর্তমানে এই চারটি জায়গার নাম হল হরিদ্বার, প্রয়াগ (এলাহাবাদ), ত্রিমবাক্ (নাসিক) এবং উজ্জ্বয়িনী। মতান্তরে এর মধ্যে হরিদ্বার এবং প্রয়াগে অমৃতের কিছু বিন্দু কুম্ভ থেকে পরে যায়। তাই শুধুমাত্র এই দুই জায়গায় পূর্ণকুম্ভ মেলা আয়োজিত হয় ।

Sagar Manthan
সৌজন্যে Ravi Varma Press : সমুদ্র মন্থনের দৃশ্য

কুম্ভমেলা কে পৌরাণিক আখ্যানুসারে হিন্দু ঋষিগন কয়েকটি ভাগে ভাগ করে থাকেন। কথিত আছে বিষ্ণু বা জয়ন্ত র অমৃত কুম্ভ নিয়ে দেবলোকে পৌছতে সময় লেগেছিল 12 দিন যা পৃথিবীর সময়কালনুযায়ী 12 বছর । তাই সাধারন কুম্ভমেলা প্রতি চার বছর অন্তর, প্রতি ছয় বছর অন্তর হরিদ্বার ও প্রয়াগে অর্ধকুম্ভ আয়োজিত হয়। প্রতি বারো বছর অন্তর প্রয়াগ, হরিদ্বার, উজ্জ্বয়িনী ও নাসিকে পূর্ণকুম্ভ আয়োজিত হয়। বারোটি পূর্ণকুম্ভ অর্থাৎ প্রতি 144 বছর অন্তর প্রয়াগে আয়োজিত হয় মহাকুম্ভ। 2021 এ হরিদ্বার এর কুম্ভমেলা টি হবে পূর্ণকুম্ভ । 2010 এ হরিদ্বারে শেষবার এই মেলা হয়েছিল তারপর দীর্ঘ এগারো বছর পর এই মেলার আয়োজন হরিদ্বারে করা হয়েছে । এবার পাঠকদের মনে হতে পারে বারো বছরের জায়গায় এগারো বছরের মাথায় কেন মেলা আগে হয়ে যাচ্ছে ? কারণ এই মেলার তিথি এবং স্থান নির্বাচন করা হয় একটি বিশেষ ঋতি মেনে ।

kumbh mela haridwar 8644119
সৌজন্যে euttaranchal : মহাস্নানে মত্ত পূণ্যার্থী

কুম্ভমেলা র স্থান নির্বাচিত হয় বৃহস্পতি ও সূর্যের অবস্থান অনুসারে। বৃহস্পতি ও সূর্য সিংহ রাশিতে অবস্থান করলে নাসিকের ত্রিমবাক্ বা ত্র্যম্বকেশ্বরে, সূর্য মেষ রাশিতে অবস্থান করলে হরিদ্বারে, বৃহস্পতি বৃষ রাশিতে এবং সূর্য কুম্ভ রাশিতে অবস্থান করলে প্রয়াগে এবং সূর্য বৃশ্চিক রাশিতে অবস্থান করলে উজ্জয়িনীতে মেলা আয়োজিত হয় । সুতরাং বোঝাযায় সূর্য, চন্দ্র ও বৃহস্পতির রাশিগত অবস্থান অনুযায়ী মেলার স্থান ও তিথি পূর্ণাঙ্গে নির্ভরশীল । তাই স্বাভাবিক গণনানুযায়ী 2022 মেলা হওয়ার কথা হলেও রাশিগত গণনানুসারে 2021 এ 14 ই জানুয়ারী থেকে 27 শে এপ্রিল পর্যন্ত এই মেলা হরিদ্বারে অনুষ্ঠিত হবে । দীর্ঘ আশি বছর পর 12 বছর পুরোপুরি পূর্ণ হওয়ার আগে এগারো তম বছরে পূর্ণকুম্ভ আয়োজিত হতে চলেছে । পৌষ সংক্রান্তিতে এই মেলা শুরু হয় এবং চৈত্র সংক্রান্তিতে শেষ হয়।

কুম্ভমেলা আর পাচটা মেলার থেকে অনেকটাই আলাদা । বহু জায়গা থেকে লক্ষাধিক পূণ্যার্থী ভীড় জমায় এই মেলায় এবং বিশিষ্ট দিনে গঙ্গা স্নান সারেন । 2013 সালে হওয়া কুম্ভমেলা য় দশ কোটি মানুষের সমাগম হয় এবং সেই বছরের মেলাকে ইউনেসকো (United Nations Educational, Scientific and Cultural Organization)  ‘বিশ্বের বৃহত্তম শান্তিপূর্ণ সমাবেশ’ নামে চিহ্নিত করেছে। অতীতে মুঘল সম্রাট আকবর তীর্থযাত্রা কর ভারতবর্ষ থেকে উঠিয়ে দেন কিন্তু ইংরেজ রা আসার পর ইংরেজ সরকার আবার এই মেলাটির বিপূল সংখ্যার পূণ্যার্থী সমাগম দেখে এই মেলাটির ওপরে কর বসান । 1938 সালে লর্ড অকল্যান্ড আবার তীর্থযাত্রা কর তুলেনেন । 1858 সালে ব্রিটিশ কর্মচারি রর্বাট মার্টিন নিজে এই মেলা দেখতে আসেন এবং তার লেখা একটি পত্রে এই মেলাটির সবিস্তারে বিবরণ দেন ।

Hardwar Ardh Kumbh Snan
সৌজন্যে kumbhmela.com হরিদ্বারে কুম্ভমেলা

কুম্ভমেলা র ইতিহাস ঐতিহ্যময়ী গল্পের সাথে সাথে মর্মান্তিক গল্পেরও সাক্ষর রাখে । 1399, 1820, 1885, 1954, 1986 সাল গুলি অনুষ্ঠিত হওয়া মেলায় বহু পূণ্যার্থী পদপৃষ্ঠ হয়ে মারা যান । এছারা 2019 এ ISIS থেকে এই মেলায় সন্ত্রাসবাদী হামলা হুমকি দেওয়া হয় ভারত সরকার কে । তবে হাজারও বাধা বিপত্তি পেরিয়ে কুম্ভমেলা আজও হিন্দুদের মহোৎসব । 2021 এ এই মেলা করোনা পরিস্থিতিতে কতটা সার্থক হবে সেটাই দেখার ।

z0R5Cr7e
সৌজন্যে activeindiatv 1954 সালে মেলায় পদপৃষ্ঠে মৃত বহু মানুষ

ইতিমধ্যেই কোভিড19 র জন্য 2020 সালের চিরাচরিত ভাবে চলে আসা পূজাপার্বনে ব্যাঘাত ঘটেছে এখন 2021 এও করোনা পরিস্থিতি কতটা ভংঙ্কর হয়ে উঠবে তা আমাদের সকলরই অজানা । তাই আগে ভাগেই উত্তরাখন্ডের বিজেপি সরকার কুম্ভমেলা উপলক্ষে বিশেষ সতর্কতা নিয়েছে । হরিদ্বারের প্রায় 800 হোটেল এবং 350 আশ্রমে প্রত্যেকদিন গড়ে 1.25 লক্ষ্য পূণ্যার্থীদের স্বাস্থ্যবিধি মেনে থাকার আয়োজন করা হচ্ছে । অনুমান করা হচ্ছে 10 কোটির কাছাকাছি মানুষের ভীড় হওয়ার সম্ভাবনা আছে এই মেলায় । স্নানের বিশেষদিন গুলি (11 মার্চ, 12 এপ্রিল, 14 এপ্রিল, 27 এপ্রিল) তে প্রত্যেকটি ঘাটে থাকবে বিশেষ স্নানের আয়োজন, পূণ্যার্থীরা অনলাইনে আগে থেকেই বেচে রাখতে পারবেন নির্দিষ্ট ঘাট এবং স্নানের সময় । এছারাও মোট 107 টা ঘাটকে লাল সবুজ হলুদ রঙে চিহ্নিত করা হবে বলে যানা গেছে । ড্রোন এবং কন্ট্রোল রুমের মাধ্যমে পুরো মেলাটিকে নজরে রাখা হবে ।

উত্তরাখন্ডের মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াত এই মেলাতে কোনোরকম বাধা যাতে সৃষ্টি যাতে না হয় সেদিকে লক্ষ্য রাখছেন। তিনি পরিস্কারভাবে জানিয়ে দিয়েছেন মেলার পুরোনো ঐতিহ্য বজায় রেখেই আয়োজিত হবে পূর্ণকুম্ভ তবে স্বাস্থ্যবিধি এবং সামাজিক দূরত্ব যথাসম্ভব বজায় রেখে পূণ্যার্থীদের অংশগ্রহন করতে হবে এই মেলায় । প্রত্যেক 15 দিন অন্তর সিএম কে এই মেলা সংক্রান্ত তথ্য পেশ করতে হবে মেলা কমিটিকে । 2021 র নির্বাচনের ঠিক আগে আগে বিজেপি সরকার কোনো রকম ঝুকি নিতেই নারাজ । তাই বিরোধিদল যাতে কোনভাবেই এই মেলা নিয়ে কোনো ইস্যু সৃষ্টি না করে সেই দিকে বিশেষভাবে খেয়াল রাখছে বিজেপি উত্তরাখন্ডের মন্ত্রীদল।

করোনার মত প্রানঘাতি ভাইরাস কে উপেক্ষা করে কতজন পূণ্যার্থী এই ‘অমৃত কুম্ভের সন্ধানে’ আসবেন ? এই মেলায় বিচিত্র সব মানুষের ভীড় কতটা সার্থক করে তুলবে পূর্ণকুম্ভের এই মহাতিথীকে ? উত্তর মিলবে আর কিছুদিন পরেই ।

আজকের লেখাটি কেমন লাগলো অবশ্যই জানান আমাদের কমেন্ট বক্সে ।

আরও পড়ুন:

https://banglakhabor.in/2020/11/23/%e0%a6%b0%e0%a6%be%e0%a6%ae%e0%a6%be%e0%a7%9f%e0%a6%a3-%e0%a6%b0%e0%a6%be%e0%a6%ae%e0%a6%b2%e0%a7%80%e0%a6%b2%e0%a6%be-%e0%a6%95%e0%a7%87%e0%a6%9a%e0%a6%be%e0%a6%95/