শীতের আমেজে রসালো সুস্বাদু কমলালেবু খেতে কে না ভালোবাসে? নানান খাদ্যগুণে সম্পন্ন এই ফলটি যে কেবল আমাদের রসনা তৃপ্তি করে তাই নয় রূপচর্চার ক্ষেত্রেও এর অবদান কিছু কম নয়। ত্বক ও চুল স্বাস্থ্যজ্জ্বল ও সতেজ রাখতে ম্যাজিকের মত কাজ করে কমলা লেবু । চলুন জেনে নেওয়া যাক কমলা লেবু ব্যাবহার করে সৌন্দর্য্য বৃদ্ধির কিছু উপায়।

কমলা লেবুর ফেস প্যাক
কমলা লেবুর খোসায় প্রচুর পরিমানে ভিটামিন সি আছে তাই সেটা ফেলে না দিয়ে সেটি বেটে দুধ ও মধুর সাথে মিশিয়ে ফেস প্যাক বানিয়ে মুখে লাগান। এতে মুখের কালো দাগ থাকলে তা চলে যাবে পাশাপাশি মুখের ত্বক অনেক বেশি উজ্জ্বল ও কোমল অনুভূত হবে।

কমলা লেবুর স্ক্রাব
কমলা লেবুর খোসা রোদে শুকিয়ে তা পাউডারের মত গুড়ো করে বডি বা ফেস স্ক্রাব হিসাবে ব্যাবহার করতে পারেন। অনেক সময় সাবান ব্যাবহার করার পর ও লোপকুপে ময়লা আটকে থেকে যায়। স্কাবিং এর ফলে সেই ময়লা দূর করা সম্ভব হয়। তাই ঘরোয়া পদ্ধতিতে এই স্ক্রাবটি ব্যাবহার করলে আপনার শরীরের ময়লা ও যেমন দূর হবে পাশাপাশি বাড়তি খরচাও কমবে।

কমলা লেবুর ফেস টোনার
কমলা লেবুর খোসার মত কমলা লেবুর রস ও আমদের ত্বকের জেল্লা ফেরাতে দারুণ কার্যকরী। কমলা লেবুর রস বার করে তা স্প্রে কন্টেনারে স্টোর করে টোনারের মত ব্যাবহার করতে পারেন তবে কন্টেনারটি অবশ্যই ফ্রিজে রাখবেন। অথবা আইস কিউবে ওই রস ভরে তা ডিপ ফ্রিজে স্টোর করে রাখতে পারেন পরবর্তীকালে ওই কিউব গুলি সরাসরি মুখে ব্যাবহার করুন।

কমলা লেবুর হেয়ার টোনার
কমলা লেবু চুলের কন্ডিশনার হিসাবে খুব ভালো কাজ করে। শ্যাম্পু করার পর ভিজে চুলে কমলা লেবুর রস ও মধু মিশিয়ে চুলের গোরা থেকে পুরো চুলে ভালো করে লাগিয়া ম্যাসাজ করুন ১০ মিনিট রেখে নর্মাল জলে ধুয়ে ফেলুন। ব্যাস ঝলমলে চুল পান ঘরে বসেই।

কমলা লেবুর বডি অয়েল
শীত কালের শুষ্ক আবহাওয়ায় আমদের ত্বক রুক্ষ হয়ে যায় তাই ত্বকের আদ্রতা ফেরাতে আমরা অনেকেই তেল বা ক্রিম ব্যাবহার করি। সেক্ষেত্রে আপনি আপনার ব্যাবহৃত অলিভ অয়েল বা নারকোল তেলে কমলা লেবুর খোসা বেটে গুড়ো মিশিয়ে ব্যাবহার করতে পারেন। এতে আপনার ত্বকের আদ্রতা ও সৌন্দর্য্য দুই বাড়বে।

কমলা লেবু এই পাঁচটি উপায়ে ব্যাবহার করলে আপনার সৌন্দর্য্য বাড়বে দিগুণ। তাহলে আর দেরী কিসের আপনি ও ট্রাই করুন আর নিজেকে সুন্দর করে তুলুন।