নার্সিং স্কুল চ্যালেঞ্জিং তা নিয়ে কোনও প্রশ্ন নেই । আগাগোড়াই ক্যারিয়ার এর বিষয়ে যদি আপনার সপ্ন থাকে নার্স হওয়ার বা নার্সিং ফিল্ড এ কিছু করে দেখানোর তবে আজ থেকেই নার্সিং পরীক্ষার জন্য প্রস্তুত হন এবং নার্সিংয়ের সফল ক্যারিয়ারের জন্য আপনার অবশ্যই বেশ কিছু বিষয় জেনে রাখা উচিত । এমন সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য ও উপদেশ নিয়েই আজকের উপস্থাপনা আমাদের ।
১. নার্সিং পরীক্ষা স্টাডি গাইড অনুসরণ করুন:
আপনার নার্সিং পড়ার প্রথম ধাপ টি হলো JENPAUH পরীক্ষা দেওয়া । JENPAUH এর রেজিস্ট্রেশন করুন সবার আগে দরকারি ডেট গুলি ক্যালেন্ডার এ মার্ক করে রাখুন । সাধারণত ক্লাস 11 ও 12 বোর্ডের সিলেবাস এর থেকেই JENPAUH এর সিলেবাস বাছাই করা হয় তাই আপনার সর্বপ্রথম কাজ সিলেবাস এর দরকারি বিষয় গুলি কে ভালোভাবে অধ্যয়ন করে আপনার সামনের পরীক্ষার জন্য নিজেকে প্রস্তুত করে তোলা । এই পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনি নার্সিং এ ভর্তি হতে পারবেন।
২. প্রতিদিন অল্প অধ্যয়ন:
আপনি নিজের মনকে আগে থেকেই স্থির করে রাখুন কারণ এরপর আপনার জিবনে আরো চ্যালেঞ্জ আসতে চলেছে । আপনার নার্সিং স্টাডিতে প্রতিদিন কিছুটা সময় ব্যয় করতে হবেই । এমনকি এটির জন্য আপনাকে বেশ অনেক কাজ বাদ দিতে হতে পারে।
আপনি যদি ভেবে থাকেন পুরো সপ্তাহের পড়া উইকেন্ড এ মানেজ করে নেবেন সেটা সম্ভব হবে না কারণ এই ফিল্ড এ বিভিন্ন ধরনের অ্যাসাইনমেন্টের পাশাপাশি প্রেসনটেশন এর ও ব্যাপার আছে সেগুলোকে টাইম দিতে গিয়ে পরে যাতে আপনাকে হিমসিম না খেতে হয় তাই আগে ভাগেই নিজের প্রতিদিনের পড়া প্রতিদিন করে রাখুন।
৩. ক্লাস এর পড়া তে ফোকাস করা:
ক্লাস এর্ পড়া গুলো এর্ উপর ফোকাস করার পাশাপাশি
আপনার প্রশিক্ষকরা প্রতি সপ্তাহে অনেকগুলি অধ্যায় পড়ার জন্য আপনাকে উপদেশ দিতে পারে এই বিষয় গুলি মাথায় রাখবেন , পাশাপাশি বাইরের সংস্থাগুলি পর্যালোচনা করার চেষ্টা করুণ। প্রতিটি শব্দ মনোযোগ সহকারে পড়ার চেষ্টা করতে হবে ,নার্সিং স্টাডি গাইড করার জন্য যথাযথ বই পাওয়া নাও যেতে পারে সেটি মাথায় রাখবেন তাই আপনার ক্লাস চলা কালীন সময় আপনার শিক্ষক মন্ডলীর কাছ থেকে যতটা পারবেন আপনাকে তথ্য সংগ্রহ করে নিতে হবে।
সম্পূর্ণ সিলেবাস তৈরি করতে আপনার পরবর্তী কালে সমস্যা হতে পারে তাই সেইক্ষেত্রে প্রশিক্ষক কোন কোন বিষয়গুলি পর্যালোচনা করার ক্ষেত্রে বেশি সময় ব্যয় করেন? ক্লাসে আবদ্ধ মূল পয়েন্টগুলি কী কী? এই ক্ষেত্রগুলিতে আপনাকে দৃষ্টি পাত করতে হবে।
৪. কর্মের পদক্ষেপে বিবেচনা করুন, তথ্যগুলি :
ভবিষ্যত নার্সদের পক্ষে এটি বোঝা গুরুত্বপূর্ণ যে রোগীর শারীরবৃত্তীয় ক্ষেত্রে কী কি বিষয় ঘটে থাকে। তবে এই বিষয় গুলি, রোগী শুনতে বা আপনার কোনো কেয়ার নিতে অনেকসময় আগ্রহী থাকেন না – তিনি বা সে কেবল আরও ভাল বোধ করতে চান। আপনি যখন নার্সিং পরীক্ষার জন্য অধ্যয়ন করছেন, তখন নিজেকে জিজ্ঞাসা করুন, আপনি কীভাবে এই রোগীদের সাহায্য করতে পারেন ? আপনি একজন উন্নত নার্সের পাশাপাশি আরও ভাল একজন শিক্ষার্থী হয়ে উঠবেন।
আগে থেকেই জেনে রাখুন নার্সিং ট্রেনিং এর সময় রোগীর বিভিন্ন বর্জ্য পরিষ্কার এর পাশাপাশি আপনাকে অনেক কিছুই করতে হতে পারে । তাই নিজের মন কে দৃঢ় করুন ।
৫. একটি অধ্যয়ন গ্রুপ গঠন:
একটি অধ্যয়ন গ্রুপ গঠন: সমবয়সী বন্ধু দের সাথে একসাথে দল গঠন করে পড়াশোনা করা অনেক উপকারী। অন্যের সাথে অধ্যয়ন উৎসাহ এবং নৈতিক সমর্থন সরবরাহ করতে সহায়তা করে। আপনার কয়েকজন সহকর্মী নার্সিং শিক্ষার্থীদের সাথে একত্রিত হতে হবে ( তিনজনের গ্রুপ সবচেয়ে কার্যকর) এবং অধ্যয়নের টিপস ভাগ করে নিতে হবে । সেলফ স্টাডি করার চেয়ে গ্রুপ হিসাবে পড়লে আপনার পড়ার সময় ও কমবে ।
প্রাইভেট টিচার নেওয়ার সেরকম সুযোগ পরবর্তীকালে আপনি পাবেন না । কলেজ ক্লাস তার পর হসপিটালের ওয়ার্ড এ পেশেন্ট দের কাজ কর্ম করবার পর দিনের শেষে খুব ই অল্প সময় আপনাদের কাছে থাকতে পারে । তাই কম সময়ে তাড়াতাড়ি নিজের সিলেবাস কমপ্লিট করতে গ্রুপ স্টাডি র প্রয়োজন সেটা নিহসন্দেহ জনক ।
নার্সিং সাধারণ জিনিস নয় । মানুষের সেবা করাই নার্স দের উদ্দেশ্য হওয়া উচিত । যথেষ্ট চ্যালেঞ্জিং এই কোর্সে এ আসবার আগে এর খুঁটিনাটি নিয়ে ভালোভাবে নেরে দেখুন । নিজের মনকে স্থির করুন এবং শক্ত করুন পরবর্তী চ্যালেঞ্জ গুলির জন্য ।