নিজস্ব সংবাদদাতাঃ ‘এক দেশ এক গ্যাস গ্রিড’ তৈরির লক্ষ্যে নতুন মাইলফলক ৪৫০ কিলোমিটার দীর্ঘ একটি গ্যাসের পাইপলাইন। কেরালার কোচি থেকে কর্নাটকের ম্যাঙ্গালোর পর্যন্ত বিরাট এই  প্রাকৃতিক গ্যাসের পাইপলাইন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। করোনার আবহে সামাজিক দূরত্ব বজায় রেখে, কেবলমাত্র ভিডিও কনফারেন্সের মাধ্যমেই এদিন বক্তব্য রাখলেন তিনি।

137072 modi live

প্রাকৃতিক গ্যাসের সুদীর্ঘ পাইপ লাইনটি তৈরি করেছে গেইল ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড। মোদির কার্যালয় বলেছে যে পাইপলাইনটি নির্মাণের সময় ১.২ লক্ষ্য মানুষের অনেকদিনের কর্মসংস্থান হয়েছিল। এই পাইপলাইন পরিবারগুলিতে পরিবহন খাতে প্রাকৃতিক গ্যাস (পিএনজি) আকারে পরিবেশ বান্ধব এবং সাশ্রয়ী মূল্যের জ্বালানী সরবরাহ করবে। অন্যদিকে পরিবহন খাতেও কম্প্রেসড প্রাকৃতিক গ্যাস (সিএনজি) হিসেবে ব্যবহৃত হবে। এটি পাইপলাইন বরাবর জেলাগুলিতে বাণিজ্যিক ও শিল্প ইউনিটগুলিতে প্রাকৃতিক গ্যাস সরবরাহ করবে বলেও প্রধানমন্ত্রী জানিয়েছেন।

jjk

প্রাকৃতিক গ্যাসের জ্বালানী বায়ু দূষণ রোধের মাধ্যমে সার্বিকভাবে দেশের বাতাসের গুণমান উন্নয়নে সহায়তা করবে। বিশেষত দক্ষিণ ভারতের অর্থনীতিকে মজবুত করতে এই প্রকল্পটি নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে মনে করছেন মোদি। তাঁর মতে এই গ্যাস পরিসেবা পেয়ে উপকৃত হবেন কেরালা ও কর্ণাটকের লক্ষ্যাধিক সাধারণ মানুষ। এছাড়াও পর্যটক আকর্ষণ করতেও এই বিপুল পাইপলাইনটি সহায়ক হবে।

এত দশক ধরে আগের কেন্দ্রীয় সরকার কি কাজ করেছে বা দেশের কতটা উন্নতি হয়েছে তা নিয়ে সরাসরি প্রশ্ন না তুললেও বিজেপি সরকার আসার পর যে ভারতবর্ষের স্থিতিশীল বিকাশ ঘটেছে তার দিকে আলোকপাত করতে চান নরেন্দ্র মোদি। তিনি আরও বলেন যে গত কবছরে দেশ ধীরে ধীরে যে বহুমাত্রিক অগ্রগতির দিকে এগিয়েছে সেটাই কাঙ্ক্ষিত ছিল।

পরিশেষে প্রধানমন্ত্রী জানিয়েছেন,  ভারতবর্ষকে  450 কিলোমিটার দীর্ঘ এই পাইপলাইন উপহার  দিতে পেরে  তিনি ধন্য। এই দিনটি  ভারতবর্ষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে থাকলো।