ফের আগুনে পুড়ল শুশুনিয়ার একাংশ। শুক্রবার ১ লা জানুয়ারি হঠাৎই পাহাড়ে বিধ্বংসী আগুন দেখা যায়। নতুন বছরের শুরুতে বহু পর্যটকের সমাগম সেখান। পর্যটক থাকাকালীনই জঙ্গলে আগুন লাগায় চাঞ্চল্য ছড়িয়েছে। গত বছর এপ্রিল মাসেও শুশুনিয়ায় আগুন লেগেছিল জানা গেছে।
বেশ কয়েকদিন পরে সেই আগুন নিয়ন্ত্রণে আনা গেছিল। ফের পর্যটন মরসুমে কীভাবে আগুন লাগল তা নিয়ে ধোঁয়াশা থাকছেই। জঙ্গলে থাকা পশু-পাখি ও গাছপালার ক্ষতির আশঙ্কা। শুক্রবার রাতের অন্ধকারে আগুন জ্বলতে দেখা গেলেও শনিবার সকালে আগুন বা ধোঁয়া দেখা যায়নি। তবে আগুন যে নিভে গেছে তা মানতে নারাজ স্থানীয় বাসিন্দারা।
সেবিষয়ে সংশয় রয়েই গেছে।
এই অগ্নিকাণ্ডের ফলে ব্যাপক ক্ষতির আশঙ্কা করছে বন দপ্তর। জঙ্গলের ঔষধি গাছ ও পশু-পাখিদের ক্ষতি নিয়ে চিন্তা বনকর্তাদের। বন দফতর, দমকলকর্মীদের সাথে স্থানীয় বাসিন্দারা বন রক্ষা করতে কাঁধে কাঁধ মেলায়।
জঙ্গলের আগুন নেভানোর কোনো পরিকাঠামো নেই। তবু পর্যটন স্থান সামলে রাখতে চলে লড়াই। আশঙ্কা করা হচ্ছে পর্যটকদের দ্বারাই আগুন লেগেছে জঙ্গলে।
[…] […]