একুশের নির্বাচনী লড়াইয়ে বনগাঁ উত্তর কেন্দ্রের রাজনৈতিক সমীকরণ যথেষ্ট ব্যতিক্রম পশ্চিমবঙ্গ বাসীর কাছে। এই প্রথম প্রার্থী তালিকা ঘোষণা করার পর পশ্চিমবঙ্গবাসী প্রত্যক্ষ করল একাধিক ক্ষোভ-বিক্ষোভের ঘটনা। ৫ মার্চ প্রথম প্রার্থী তালিকা ঘোষণা করে তৃণমূল। তারপরেই দিকে দিকে ক্ষোভ-বিক্ষোভে ফেটে পড়েছিল সাধারণ তৃণমূল সমর্থকরা। কলকাতা লাগোয়া উত্তর চব্বিশ পরগনা জেলায় এই ক্ষোভের মাত্রা যেন সপ্তমে পৌঁছেছিল। এরপর বিজেপি প্রার্থী তালিকা ঘোষণা করলে দেখা যায় গেরুয়া শিবিরের ক্ষোভ তৃণমূলকেও ছাড়িয়ে গিয়েছে। এরই মধ্যে দুই দলের প্রার্থী নিয়ে ক্ষোভের পরিপ্রেক্ষিতে বিশেষ নজরে উঠে এসেছে উত্তর চব্বিশ পরগনার বনগাঁ মহকুমা।

চারটি বিধানসভা কেন্দ্র নিয়ে গঠিত বনগাঁ মহকুমা। বনগাঁ উত্তর, বনগাঁ দক্ষিণ, বাগদা এবং গাইঘাটা হল সেই চার বিধানসভা কেন্দ্র। এই চারটি বিধানসভা কেন্দ্র‌ই তফসিলিদের জন্য সংরক্ষিত এবং বনগাঁ লোকসভা কেন্দ্রের অন্তর্গত। বনগাঁ লোকসভা কেন্দ্রটিও তপশিলি জাতির জন্য সংরক্ষিত। এবারের বিধানসভা নির্বাচনে তৃণমূল বনগাঁ মহকুমার অন্তর্গত চারটি কেন্দ্রতেই নতুন মুখদের প্রার্থী করেছে। স্বাভাবিকভাবেই দলের পুরানো টিকিট প্রত্যাশীদের ব্যাপক ক্ষোভ আছে। সেই ক্ষোভের বহিঃপ্রকাশ দেখা গিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী তালিকা ঘোষণা করার পর। এই মহকুমার সর্বত্র ক্ষোভ-বিক্ষোভে ফেটে পড়ে তৃণমূল সমর্থকরা। যদিও পরে পরিস্থিতি কিছুটা সামলাতে পেরেছে তৃণমূল।

তৃণমূলের বিক্ষোভ দেখে মনে হয়েছিল বিজেপি এখানকার চারটি বিধানসভা কেন্দ্র‌ই হাসতে হাসতে পকেটে ভরে ফেলবে। কারন ২০১৯ এর লোকসভা ভোটে ফলের নিরিখে এই অঞ্চলে ব্যাপক ব্যবধানে এগিয়ে আছে গেরুয়া শিবির। কিন্তু বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুরের সঙ্গে বিজেপি নেতৃত্বের টানাপোড়েনের ফলে এই অঞ্চলের রাজনৈতিক সমীকরণ দ্রুত বদলাতে শুরু করে। শেষ পর্যন্ত মতুয়া ঠাকুরবাড়ির সদস্য শান্তনু ঠাকুরের কথাতে এই চার কেন্দ্রের প্রার্থী নির্ধারণ করে বিজেপি। এরপরেই এলাকার আদি বিজেপি নেতা কর্মীরা ব্যাপক ক্ষোভে ফেটে পড়েন। তৃণমূলের মতোই বিজেপিকেও অনেকটাই ব্যস্ত থাকতে হয়েছে নিজেদের ঘর গোছানোর জন্য।

আমরা এই পর্বে বনগাঁ উত্তর বিধানসভা কেন্দ্র নিয়ে পৃথকভাবে আলোচনা করব।

• বনগাঁ উত্তর (৯৫ নং বিধানসভা, এসসি)-

বনগাঁ উত্তর বিধানসভায় তৃণমূল প্রার্থী করেছে উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের অধ্যক্ষ শ্যামল রায়কে। তাকে প্রার্থী করার পরেই ক্ষোভে ফেটে পড়ে বনগাঁ পুরসভার প্রশাসক শঙ্কর আঢ্যের অনুগামীরা। তাদের দাবি ছিল এলাকায় জনপ্রিয় তৃণমূল নেতা শঙ্কর আঢ্যকেই এই কেন্দ্রে প্রার্থী করতে হবে। পরের দিকে জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে বৈঠকের পর কিছুটা হলেও শঙ্কর আঢ্যের ক্ষোভ প্রশমিত হয়েছে। যদিও তৃণমূলের একাংশ ভেতরে ভেতরে অন্তর্ঘাতের আশঙ্কায় ভুগছে। এমনিতেই লোকসভা ভোটে এই কেন্দ্রে প্রায় কুড়ি হাজার ভোটে পিছিয়ে ছিল তৃণমূল।

২০১১ এবং ২০১৬ এর বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে বিশ্বজিৎ দাস তৃণমূল প্রার্থী হিসেবে নির্বাচিত হন। পরে তিনি বিজেপিতে যোগদান করেন। তবে বিজেপি বিশ্বজিৎকে বনগাঁ উত্তরে প্রার্থী না করে বাগদা কেন্দ্রে প্রার্থী করেছে। তার বদলে বনগাঁ উত্তরে প্রার্থী করেছে শান্তনু ঠাকুরের পছন্দের তালিকায় থাকা অশোক কীর্তনীয়াকে। এই ঘটনায় বনগাঁ শহরের বিশ্বজিৎ অনুগামীরা বিজেপির উপর ব্যাপক ক্ষুব্ধ। তাদেরকে কিছুতেই বাগে আনা সম্ভব হয়নি। এমনিতেই সাংসদ শান্তনু ঠাকুরের সঙ্গে বিশ্বজিৎ দাসের ব্যক্তিগত বিবাদ যথেষ্ট পরিচিত ঘটনা। এই পরিস্থিতিতে সেই বিবাদ আরও তীব্র হয়েছে।

শান্তনু অনুগামীরা আশঙ্কা করছেন বনগাঁ উত্তরের প্রাক্তন বিধায়ক বিশ্বজিৎ দাসের অনুগামীরা নির্বাচনে বিশ্বাসঘাতকতা করবেন। এর পাশাপাশি মতুয়া অধ্যুষিত এই কেন্দ্রটিতে পারিবারিক সূত্রে শান্তনু ঠাকুরের প্রভাব যেমন আছে তেমনি মতুয়া দলপতিদের একাংশ বিজেপির উপর ব্যাপক ক্ষুব্ধ। গত লোকসভা নির্বাচনে নাগরিকত্বের প্রতিশ্রুতি দিয়ে বিজেপি মতুয়াদের একচেটিয়া ভোট পেয়েছিল। তার পর সংসদে নাগরিকত্ব সংক্রান্ত আইন পাস করলেও তা কার্যকর করেনি। এই কারণে মোহভঙ্গ হয়েছে মতুয়াদের। যদিও সেই ক্ষোভ মেটানোর আপ্রাণ চেষ্টা করছেন শান্তনু ঠাকুর এবং বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব।

বিজেপি এবং তৃণমূলের অন্তর্দ্বন্দ্বের মাঝে তৃতীয় পক্ষ হিসেবে লড়াইয়ের ময়দানে আছেন সংযুক্ত মোর্চা সমর্থিত সিপিআই(এম) প্রার্থী পীযূষ কান্তি সাহা। ভোটের স্বাভাবিক হিসেবে প্রথম দিকে এই বামপন্থী প্রার্থীকে কেউই বিশেষ পাত্তা দিচ্ছিল না। কিন্তু তৃণমূল এবং বিজেপির অভ্যন্তরের দ্বন্দ্ব এত প্রকটভাবে বাইরে বেরিয়ে এসেছে যে বনগাঁ শহর সহ এই অঞ্চলের শিক্ষিত মধ্যবিত্ত মানুষেরা এই দুই দলের ওপর যথেষ্ট ক্ষুব্ধ। তাদের একাংশের ভোট বামেদের দিকে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। তবে বনগাঁ উত্তর বিধানসভা কেন্দ্রে ভোট কাটাকুটির হিসেবে এখানেই শেষ নয়। এই কেন্দ্রে প্রধান তিনটি রাজনৈতিক দলের কাঁটা হয়ে উঠেছেন এক নির্দল প্রার্থী।

ডিস অ্যান্টেনা প্রতীক চিহ্ন নিয়ে বনগাঁ উত্তরে প্রতিদ্বন্দ্বিতা করছেন দিনেশ দাস নামে তরুণ প্রজন্মের এক সমাজসেবী প্রার্থী। তিনি তার প্রচারে তরুণ প্রজন্মের কর্মসংস্থানের দাবিকে সামনে তুলে ধরেছেন। এর পাশাপাশি টেকনলজি প্রিয় এই নির্দল প্রার্থী কিভাবে তরুণ প্রজন্ম নিজেদের পায়ে দাঁড়াতে পারে সেই বিষয়টিকেও বারবার উল্লেখ করছেন। তিনি প্রথাগত ধাঁচের কর্মসংস্থানের পাশাপাশি স্বনির্ভর হওয়ার বিষয়টিতেও ভালোমতো জোর দিচ্ছেন। এই নির্দল প্রার্থীর প্রচারে যে পরিমাণ সাড়া পড়েছে তাতেই প্রমাদ গুনছে রাজনৈতিক দলগুলি। দলীয় এবং ধর্মীয় রাজনীতির আবর্তে পড়ে অনেকটা সময় নষ্ট হয়ে যাওয়ার পর বনগাঁ উত্তরের বিশেষ করে তরুন প্রজন্মের একাংশ এবার নির্দল প্রার্থীকে সমর্থন করতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

সব মিলিয়ে বলা যায় বনগাঁ উত্তর কেন্দ্রে এবার ভোট কাটাকাটির বিচিত্র খেলায় যে কেউ জিততে পারে। এমনকি নির্দল প্রার্থীও শেষ বেলায় বাজি মেরে বেরিয়ে যেতে পারেন বলে অনেকের ধারণা।