fbpx
Home অন্যান্য আস্ত গাড়ি মুখ দিয়ে টেনে তছনছ করে দিলো বাঘ – সোশ্যাল মিডিয়ায়...

আস্ত গাড়ি মুখ দিয়ে টেনে তছনছ করে দিলো বাঘ – সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভয়ানক ভিডিও

কখনও কোনও বাঘের সম্মুখীন হলে আপনার ঠিক কী অবস্থা হতে পারে ভেবেছেন? না চিড়িয়াখানায় খাঁচার ভেতর ঘুরে বেড়ানো বাঘ নয়, একদম জঙ্গলে খোলামেলা ঘুরে বেড়ানো বাঘের কথা হচ্ছে। তার সামনে কোন মানুষ আসলে বেঁচে থাকার কোনো সম্ভাবনা থাকে না বললেই চলে। এবার যদি কোনদিন এরকম হয়ে থাকে একটি হিংস্র বাঘ এসে হামলা করে আপনার বসে থাকা গাড়ির উপর। সেই মুহূর্তে আপনার প্রতিক্রিয়া কী হবে?

সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে এমনই একটি দৃশ্য দেখা গিয়েছে। এমনিতে ফেসবুক-টুইটারের মত নেটদুনিয়ায় একাধিক ভিডিও দেখি। সেখানে কোনো ভিডিও বেশ আনন্দ দেয়, আবার কোনো ভিডিও দেখে আমাদের সকলের চোখেই জল থাকে। তবে এরইমধ্যে এমনও কিছু ভিডিও দেখি আমরা, যা দেখে ভয়ে শিউরে উঠতে বাধ্য হই। আর ভাবি, সেই মুহূর্তে আমরাও যদি সেখানে থাকতাম, তাহলে আমাদের কী অবস্থা হতে পারতো?

বাঘ
YouTube

এমনই একটি ভয়ানক ভিডিও সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করছে। যেখানে দেখা যাচ্ছে, একটি গাড়ির পিছন দিকের বাম্পার কামড়ে টেনে তছনছ করে ফেলে একটি হিংস্র বাঘ। তবে অদ্ভুতভাবে এটি ছিল একটি বাঘের বাচ্চা। একটি অপ্রাপ্তবয়স্ক বাঘের গায়ে এই বিশাল শক্তি দেখে অবাক সকলেই। শুধু তাই নয় বাঘের বাচ্চা টি মুখে করেই গাড়িটিকে প্রায় টেনে নিয়ে যায় বেশ কিছুদূর। বেঙ্গালুরুতে অবস্থিত বানেরঘট্টা নামক একটি অঞ্চলে এই ঘটনাটি ঘটেছিল।

এক মহিলা এই ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে আপলোড করেছিল। তার পর মুহূর্তেই ভাইরাল হয়ে যায় এই ভিডিও। অনেকেই বাঘের বাচ্চাটিকে তাড়ানোর চেষ্টা করলেও সেখান থেকে এক পাও নড়েনি বাঘের বাচ্চা টি। বরং সে গাড়ির বাম্পার কামড়ের তছনছ করে দিয়ে গাড়িটিকে মুখে করে ক্রমশ টেনে নিয়ে যেতে লাগে। একটি বাঘের বাচ্চার এই শক্তির পরিচয় দেখে হতভম্ব নেটিজেনরা। যদি একটি বাঘের বাচ্চারই এমন দৈহিক শক্তি থাকে, তাহলে একটি পূর্ণবয়স্ক বাঘের গায়ে কি পরিমান শক্তি থাকে তা আন্দাজ করতে পারা যাচ্ছে বেশ ভাল মতোই।

NO COMMENTS