হ্যাঁ এটা সত্যি যে টিকিট ছাড়া ট্রেনে ওঠা বেআইনি এবং কারাবাস পর্যন্ত হতে পারে। কিন্তু জানেন কি আমাদের দেশে একটি ট্রেন এমন রয়েছে যেখানে আপনি বিনামূল্যে যাত্রা করতে পারবেন।

শুনতেই এতটা ভালো লাগছে, তাহলে ভাবুন সেই ট্রেনে চড়তে কতটা ভালো লাগবে!

Bhakar Railway Train গত ৭৩ বছরে যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিতে একটা টাকাও নেয়নি। এই বিশেষ ট্রেন পাঞ্জাব এবং হিমাচল প্রদেশের বর্ডার দিয়ে চলাচল করে। Nangal থেকে Bhakar – এর মধ্যে থাকা যাত্রীরা এই বিশেষ পরিষেবার সদব্যবহার করে থাকেন।

বিনামূল্যে

Bhakar – Nangal ট্রেনের যাত্রা শুরু হয় সেই ১৯৪৮ সালে। যখন সংশ্লিষ্ট এলাকায় কনস্ট্রাকশনের কাজ শুরু হয় তখন ভারী মাল ও কর্মচারীদের জন্য এই বিশেষ ট্রেন পরিষেবার প্রয়োজন পরে। যা পরবর্তীকালে Bhakar – Nangal বাঁধে শিক্ষাগত পরিভ্রমণের জন্য ছাত্রছাত্রীদের বিনামূল্যে পরিষেবা দেওয়া শুরু করে। যা এখনও স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের জন্য বহাল রয়েছে।