কয়েক দিন হলো লক্ষ্মী সিনেমার অক্ষয় কুমারের একটা গান খুব ভাইরাল হয়েছে “Jee karda dila doon tainu Burj Khalifa”
কি এই বুর্জ খলিফা?কেন তা প্রেমিকা কে দেওয়ার প্রতিশ্রুতি জানালেন অক্ষয় কুমার?জানতে হলে পড়তে হবে সম্পূর্ণ লেখাটি।

পরিচয়

download 41
burjkhalifa . ae

বুর্জখলিফা হল দুবাই তে অবস্থিত গগনচুম্বী অট্টালিকা, যা পৃথিবীর উচ্চতম বিল্ডিং। 2010 সালে উদ্বোধন এর পূর্বে এর নাম ঠিক হয়ছিল বুর্জ দুবাই, কিন্তু উদ্বোধনকালে এর নাম রাখা হয় বুর্জ খলিফা।আবু ধাবির শাসক ও সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রপতি খলিফা বিন জায়েদ আল নাহিয়ান এর সম্মানার্থে এই নাম পরিবর্তন হয়েছে। 2004 সালে এই প্রকল্পটির নির্মাণকার্য শুরু হয়েছিল পাঁচ বছর বাদে 2009 সালে এটির কাজ সমাপ্ত হয়। বিল্ডিংটি আনুষ্ঠানিকভাবে 2010 সালের 4 ই জানুয়ারি জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়।

গঠন

download 43
cnn . com

বুর্জ খালিফার মোট উচ্চতা 2,722 ফুট এবং এর একটি ছাদের উচ্চতা 2,717 ফুট। বুর্জ খলিফার প্রধান স্থপতি Adrian Smith। বিল্ডিং এর মূল নকশাটি তে ইসলামিক স্থাপত্যের ছাপ সুস্পষ্ট। এ বিল্ডিং তে মোট 57 টি লিফট এবং 8টি এস্কেলেটর রয়েছে। এছাড়াও সমগ্র বিল্ডিং টি তে 30000 টি হোটেল, 3 হেক্টর আয়তন বিশিষ্ট পার্ক, 1টি মল এবং 12 হেক্টর আয়তন বিশিষ্ট কৃত্রিম হ্রদ নির্মিত হয়েছে। তেল নির্ভর অর্থনীতিতে পর্যটনের ছোঁয়া আনতে বুর্জ খলিফা প্রধানত নির্মিত হয়। এই বিল্ডিং নির্মাণে আনুমানিক 1.5 বিলিয়ন মার্কিন ডলার ব্যয় হয়েছে।

রেকর্ড

image 2020 12 04 225011
gulfnews . com

বুর্জ খালিফা সারাবিশ্বে বেশ কয়েকটি রেকর্ড স্থাপন করেছে। যেমন দীর্ঘতম বিদ্যমান কাঠামো, দীর্ঘতম আকাশচুম্বী কাঠামো, বিশ্বের সর্বোচ্চ রেস্তোরাঁ, সর্বোচ্চ নাইট ক্লাব, সর্বোচ্চ লিফট ইনস্টলেশন ইত্যাদি আরো অনেক।

ভারতের সাথে সংযোগ

download 45
tribuneindia . com

বিশেষ বিশেষ অনুষ্ঠানে বুর্জ খলিফাতে লাইট অ্যান্ড সাউন্ড অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ভারতবর্ষের স্বাধীনতা দিবস উপলক্ষে বুর্জ খলিফা সেজেছিল তিরঙ্গায়। এছাড়াও গান্ধীজীর দেড়শ তম জন্ম পূর্তিতে বুর্জখালিফা তরফ থেকে ওনাকে সম্মান প্রদর্শন করা হয়েছিল। কয়েকদিন আগে দুবাইতে অনুষ্ঠিত আইপিএলে কলকাতা নাইট রাইডার্স টিম কে অভ্যর্থনা জানাতে বুর্জ খলিফা সেজ উঠেছিল নাইট রাইডার্স টিম এর পতাকা-র লাইট অ্যান্ড সাউন্ড শো তে’

তাহলে বোঝাই গেল অক্ষয় কুমার যতোই সিনেমাতে প্রেমিকাকে প্রতিশ্রুতি দিক,বুর্জ খলিফা থাকছে দুবাই তেই।একান্তই খুব মন চাইলে বান্ধবী কে নিয়ে দুবাই ঘুরে আসা যেতে পারে। ঘুরতে যাওয়ার লিস্টে তাহলে এবার দুবাই যোগ হচ্ছে তো?