মাতৃত্বের সুখ পেতে সব মেয়েরাই চায় কিন্তু বয়সের কারণে নানা সমস্যা দেখা দেয়। বর্তমানে মেয়েদের পড়াশোনা শেষ করে জীবনে কর্মস্থলে নিজেদের প্রতিস্থিত করে কেরিয়ার পাকা করে বিয়ে করতে করতে বয়স ৩০ পার হয়ে যায়। এই বয়সে এসে সবথেকে যে সমস্যায় পড়তে হয় তা হল বাচ্চা হওয়া নিয়ে । মেয়েদের বয়স যত বাড়ে সন্তানধারণে ততবেশী জটিলতা আসতে শুরু করে । তাহলে আসুন জেনে নিন বেশী বয়সে সন্তান ধারণে মেয়েদের ক্ষেত্রে কি কি জটিলতা আসতে পারে আর তার সমাধানই বা কি সেই বিষয়ে।
কি কি সমস্যা দেখা দিতে পারে
১) যত বয়স বাড়ে তত সন্তান ধারণক্ষমতা ধারে ধীরে কমতে থাকে।
২) গর্ভকালীন অবস্থায় ডাইবেটিস, উচ্চ রক্তচাপের মত নানা রোগের সক্রমণের ঝুঁকি থাকে।
৩) গর্ভপাতের সম্ভবনা থাকে।
৪) প্রথম সন্তান দেরী করে নিলে দ্বিতীয় সন্তান নেওয়ার আগে ২ থেকে ৩ বছরের বিরতি দিতে হয় সেই সুযোগও থাকে না।
৫) ত্রুটিযুক্ত সন্তান জন্মদানের আশঙ্খা থাকে।
সমাধানের উপায়
বেশী বয়সে সন্তান নেওয়ার পরিকল্পনা থাকলে এই নিয়মগুলি মেনে চলুন-
১) নিজেকে ভিতর থেকে সুস্থ রাখুন
২) সঠিক ডায়েট চার্ট ফলো করুন
৩) নিয়মিত চেকআপ করুন
৪) স্ট্রেস ফ্রী থাকুন
৫) সন্তানধারণের আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।
বয়স কোন বাধাঁই নয় উপরিউক্ত নিয়মগুলি মেনে চললে আপনার পক্ষেও বয়সের সবরকম জটিলতা কাটিয়ে মা হয়ে ওঠা সম্ভব।
[…] আরও পড়ুন : বেশি বয়সে প্রেগনেন্সির জন… […]