পশ্চিমবঙ্গের রাজনীতিতে বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের অবস্থান বেশ গোলমেলে। সরাসরি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত না থাকলেও রাজনীতির প্রসঙ্গেই একাধিক বার শিরোনামে উঠে এসেছে বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের নাম। তাঁর নাম শুনলে যে এখনও আলোড়ন ওঠে রাজ্যের রসিক মহলে, তা আর আলাদা করে বলার প্রয়োজন হয় না।

23 01 57 images
Telegraph India

না, রাজ্য রাজনীতিতে বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের পরিচিতি তাঁর নিজস্ব কোনো কীর্তির সুবাদে নয়, তিনি হলেন রাজ্যের প্রাক্তন তৃণমূল কংগ্রেস নেতা ও মেয়র শোভন চট্টোপাধ্যায়ের ‘বান্ধবী’। হ্যাঁ, শুধুমাত্র বন্ধুত্বের পরিচয়েই পরিচিত বৈশাখী বন্দ্যোপাধ্যায়। বর্তমানে শোভন চট্টোপাধ্যায় তৃণমূল ছেড়ে যোগ দিয়েছেন গেরুয়া শিবিরে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ছত্রছায়া থেকে শোভন বাবুর বেরিয়ে আসার নেপথ্যেও আছেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়, কানাঘুষো শোনা যায় তেমনটাই।

23 02 06 images
The Indian Express

সম্প্রতি নিজের অধ্যাপনার পদ থেকে ইস্তফা দিয়েছেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। তা নিয়ে ফের সরগরম হয়েছে রাজনৈতিক মহলের একাংশ। জনৈক তৃণমূল নেতার মন্তব্যে অপমানিত হয়েই নাকি সময়ের আগেই ইস্তফা দিয়েছেন বৈশাখী। তাঁর কার্যকালের মেয়াদ ছিল আরো ২২ বছর। আসুন জেনে নেওয়া যায় বাংলার রাজনীতিতে বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের উত্থানের কিছু কথা।

বৈশাখী বন্দ্যোপাধ্যায় কে?

কলকাতার বেনিয়াপুকুর অঞ্চলের মিল্লি আমিন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ছিলেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। তিনি ওই কলেজের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপকও ছিলেন। এক সময়ে কলেজ শিক্ষকদের সংগঠন ওয়েবকুটার সদস্য থাকলেও ২০১৪-তে তিনি যোগ দেন তৃণমূল প্রভাবিত শিক্ষক সংগঠন ওয়েবকুপায়। সেখানে তাঁর প্রভাব-প্রতিপত্তিও অনেক বেশি ছিল বলে জানা যায়। এছাড়া বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের অন্য পরিচয় তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইংরাজি বিভাগের অধ্যাপক মনোজিৎ মন্ডলের স্ত্রী।

23 03 28 images
anandabazar.com

বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের শোভন পূর্ববর্তী ইতিহাস:

বৈশাখী বন্দ্যোপাধ্যায় ওয়েবকুটার সদস্য হলেও তাঁর স্বামী মনোজিৎ মন্ডল প্রথম থেকেই ছিলেন ওয়েবকুপার সদস্য। এছাড়া বাম বিরোধী হিসেবেও পরিচিতি ছিল মনোজিৎ মন্ডলের। রাজ্যে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর মিল্লি আমিন কলেজের পরিচালনা কমিটির তৎকালীন সভাপতি সুলতান আহমেদের সঙ্গে গণ্ডগোলের জেরে কলেজে ঢুকতে বাধা পান বৈশালী। সেই সময় শিক্ষামন্ত্রী ছিলেন ব্রাত্য বসু। ওয়েবকুটার পদাধিকারীরা জানিয়েছেন, সেই সময় বৈশালী বন্দ্যোপাধ্যায়ের চাকরি বাঁচাতে পাশে দাঁড়িয়েছিল ওয়েরকুটা। শিক্ষামন্ত্রীর কাছে অভিযোগ জানানো ছাড়াও, মানবাধিকার কমিশন এমনকি সেসময় রাজ্যপালের কাছেও বৈশালীর জন্য দরবার করেছিল ওয়েবকুটা। কিন্তু ২০১৪ সালে ওয়েবকুটার সঙ্গে সম্পর্ক ত্যাগ করেন বৈশাখী।

23 01 41 images
The Asian age

শোভন চট্টোপাধ্যায়ের সঙ্গে আলাপ:

২০১৪ সালে ওয়েবকুটা ছেড়ে ওয়েবকুপায় যোগ দিয়েছিলেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। ওয়েবকুপায় অবস্থানের জেরে তৃণমূলের অন্দরমহলে তাঁর পরিচিতি বাড়তে শুরু করে। এসময় কলকাতার সাংবাদিক মহলেও তাঁর যাতায়াত ছিল। বিভিন্ন অনুষ্ঠানে তাঁকে দেখা যেত। এখান থেকেই বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের যোগাযোগ গড়ে ওঠে কলকাতার তৎকালীন মেয়র শোভন চট্টোপাধ্যায়-সহ একাধিক পদস্থ আমলা এবং মন্ত্রীর সঙ্গে।

23 02 34 images
Times of india

বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে শোভন চট্টোপাধ্যায়ের রসায়ন:

শোভন চট্টোপাধ্যায়ের সঙ্গে আলাপের পর থেকে একাধিক অনুষ্ঠানে বারবার বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে দেখা যায় শোভন বাবুর পাশে। ধীরে ধীরে তাঁদের সম্পর্ক নিয়ে শুরু হয় কানাঘুষো। ২০১৮ সালে মেয়র শোভন চট্টোপাধ্যায়কে ডিলিট দিয়ে সম্মানিত করে আমেরিকার ডেলওয়ারের কেইআইএসআইই ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। সেই অনুষ্ঠানে শোভন চট্টোপাধ্যায়ের পাশে ছবি ছিল বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের। সেই ছবি প্রকাশ্যে আসতেই গুঞ্জন ছড়ায় বিভিন্ন মহলে।

23 02 46 images
The statesman

শোভন বাবুর হাত ধরে বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের উত্থান:

রাজ্য রাজনীতিতে বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের উত্থান যে আদতে শোভন চট্টোপাধ্যায়ের হাত ধরেই সে বিষয়ে আজ আর কোনো সন্দেহ নেই। তাঁদের মধ্যেকার সম্পর্ক নিয়ে কৌতুহলের শেষ নেই। কিন্তু এ বিষয়ে বরাবর তাঁদের উত্তর ছিল বন্ধুত্ব সংক্রান্ত। কিন্তু শোভন চট্টোপাধ্যায়ের তৃণমূল ত্যাগ, বিজেপিতে যোগদান, স্ত্রী রত্না চট্টোপাধ্যায়ের সঙ্গে দূরত্ব সৃষ্টি সমস্ত কিছুতেই তাঁর পাশে ছায়ার মতো দেখা গেছে বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে। এমনকি একসময় তাঁদের দুজনকে ম্যাচিং করা পোশাক পড়তেও দেখা গেছে। শুধু তাই নয়, বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের অপমানের জেরেই যে দলীয় নেতৃত্বের কাছে ইস্তফা চেয়েছিলেন প্রাক্তন তৃণমূল নেতা শোভন চট্টোপাধ্যায়, তার বৃত্তান্তও জানা সকলেরই।

23 02 17 images
News bugz