কথায় আছে সত্যিকারার ভালোবাসা পাওয়া ভাগ্যের ব্যাপার কিন্তু বর্তমানে আমরা ভালোবাসার মানুষ নির্বাচনের ক্ষেত্রে প্রায়শই ভুল করে ফেলি। যার ফলে প্রতিপদে প্রতারিত হই ভালোবাসার মানুষটির কাছ থেকে। কিন্তু কিভাবে বুঝবেন কে আপনাকে সত্যিকারার ভালোবাসে? আসুন জেনে নি সত্যিকারের ভালোবাসা চেনার কয়েকটি উপায়-

১)স্বাধীনতা দেওয়া-
সঙ্গী যদি আপনাকে সত্যি ভালোবাসে, তবে বুঝবেন তিনি কখনই আপনার ব্যাক্তিগত স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না। সবসময় আপনার পাশে থাকবে । তবে বাস্তবে এমন সঙ্গীর সন্ধান মেলা খুবই কষ্টকর। আর আপনার সঙ্গী যদি এমন হয়, তা হলে বুঝবেন আপনি সঠিক মানুষকেই খুঁজে পেয়েছেন।
২) স্বভাবের মিল
একজন অন্যজনকে যদি সত্যিকারে ভালোবাসে, তবে আপনাদের স্বভাবের মধ্যে অনেক মিল থাকবে। আপনি তার সঙ্গে নিজের জীবন কাটাতে চান। দুজনের মতের অমিল থাকলেও দুজনেই সেগুলো সামলে নিচ্ছেন।

৩) গোপন না করা
কেউ যদি আপনাকে সত্যিকারের ভালোবাসে তবে সে আপনার কাছ থেকে কোনকিছুই লুকাবে না সে আপনার সাথে সব কথাই শেয়ার করবে।

৪) সময় কাটানো
আপনার প্রিয় মানুষটি আপনার সাথে সময় কাটাতে চায় নাকি নানান অজুহাত দেখায়, এটি আপনি ভালো করে নজর করুন। কারণ সে যদি আপনাকে সত্যিই ভালোবাসে তাহলে সে সবসময় সত ব্যাস্ততার মাঝেও চাইবে আপনার সাথে সময় কাটাতে।

৫. সম্মান করা
সম্পর্কে একে অপরকে সম্মান করাটা খুবই গুরুত্বপূর্ণ। যদি কখনো দেখেন আপনার সামনেই আপনার প্রিয় মানুষটা আপনাকে তার বন্ধু কিংবা বাইরের লোকের সামনে অপমান করছে তাহলে বুঝে নেবেন আপনি ভুল মানুষের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছেন।

৬) সারাজীবন এক সাথে কাটানো
আপনার সঙ্গী কি সঙ্গে সারা জীবন কাটাতে চায়? যদি তেমনটা চায় তাবলে বুঝবেন তিনি আপনাকে কোনোভাবেই হারাতে চান না। অনেকেই আছেন, প্রেম করেন ঠিকই কিন্তু বিয়ে করতে চান না। যাদের এমন স্বভাব, তাদের কাছ থেকে দূরত্ব বজায় রাখুন।

ভবিষ্যতে নতুন সম্পর্কে জড়ানোর আগে অবশ্যই এই দিকগুলি বিচার করে জীবনসঙ্গী বাছুন, শুরু করুন জীবনের নতুন পথ চলা।