৬ বারের হাজিরা এড়িয়ে অবশেষে সিবিআই দফতরে হাজিরা দিলেন অনুব্রত মণ্ডল। দীর্ঘ চার ঘণ্টার জেরা শেষে সোজা চলে গেলেন হাসপাতালে। হাসপাতাল থেকে বেরোনো বা ঢোকার সময় দৃশ্যতই তাঁকে অসুস্থ দেখিয়েছে।


কয়লাপাচারকাণ্ডে তাঁকে জেরা করার জন্য বারবার নোটিশ পাঠায় সিবিআই। এর আগে সিবিআই অফিসের উদ্দেশে বেরিয়েও মাঝ রাস্তা থেকে এসএসকেএম-এ চলে গিয়েছিলেন তিনি। দীর্ঘদিন সেখানে ভর্তি থাকাকালীন সিবিআই-কে জানিয়েছিলেন চাইলে সিবিআই যেন হাসপাতালে এসে তাঁকে জেরা করে। এরপর আইনজীবী মারফৎ তিনি জানিয়েছিলেন, বৃহস্পতিবার তিনি সিবিআই দফতরে হাজিরা দেবেন।

সেই অনুযায়ী নির্দিষ্ট সময়ের বেশ কিছুটা আগেই তিনি পৌঁছে যান নিজাম প্যালেসে। সাড়ে দশটা থেকে জেরা করার সময় ধার্য করা হয়েছিল। কিন্তু তিনি ১০টা বাজার বেশ কিছুক্ষণ আগেই সেখানে পৌঁছে যান। অনুগামীদের সাহায্য নিয়ে নিজাম প্যালেসের সিড়ি উঠে যান। সাড়ে দশটা থেকে প্রায় চার ঘণ্টা জেরা করা হয় তাঁকে। সিবিআই সূত্রের খবর আগে থেকেই তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য প্রায় চার পাতার প্রশ্নপত্র তৈরি করে রেখেছিল সিবিআই।

অনুব্রত মণ্ডল

অনুব্রত মণ্ডল UPDATE


নিজাম প্যালেস থেকে বেড়িয়ে সোজা এসএসকেএম-এর ইমারজেন্সি বিভাগে চলে যান কেষ্ট। কিছুক্ষণ সেখানে থেকে উডবার্ণ ওয়ার্ডে চলে যান এবং সেখানে ভর্তি করা হয়েছে তাঁকে। নিজাম প্যালেস থেকে বের হওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কিছু না জানালেও সূত্রের খবর আজ এসএসকেএম-এ তাঁর চেক-আপের ডেট রয়েছে তা তিনি আগেই সিবিআই-কে জানিয়েছিলেন। তবে অপর একটি সূত্রের মতে জেরা চলাকালীন অসুস্থ বোধ করেন তিনি।