লোকডাউ নের মধ্যে চিনা বিদ্বেষের ফলে বেশ কিছু অ্যাপ ব্যান করা হয়েছিল জানেন নিশ্চয়ই ! করোনা ভাইরাস এসে আমাদের জীবনযাত্রার মান মোটামুটি পাল্টে দিয়ে গেছে। এই করোনা ভাইরাসের উৎসস্থল চীনের সাথে গালওয়ান উপত্যকায় সেনা সংঘর্ষের জেরে কার্যত শুরু হয়েছে ভারত-চিন সাইবার যুদ্ধ। একেবারে প্রথম ধাপে টিকটক-সহ মোট ৫৯ টি অ্যাপ নিষিদ্ধ করার পরেই কেন্দ্র আরও মোট ২৫০টি চিনা অ্যাপ ব্যান করার কথা ভাবছিল ।

পূর্ব লাদাখে আবার চিন অনুপ্রবেশের চেষ্টা করতেই এ বার আরও মোট ১১৮টি অ্যাপ নিষিদ্ধ করল মোদী সরকার। তবে এবারের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অ্যাপ হল ‘পাবজি’। এই গেমিং অ্যাপ টি ভারতে ভীষণই এক জনপ্রিয় অ্যাপ ছিলো। কিন্তু এখন আর ভারতে এই অ্যাপগুলি আর ডাউনলোড করা যাবে না বলেই আমরা জানি। এমনকি ডাউনলোড করা অ্যাপও নাকি কাজ করবে না দেশের মধ্যে ! এই সমস্ত অ্যাপের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনের ৬৯এ ধারা এবং ২০০৯ সালের তথ্যপ্রযুক্তি বিধির সংশ্লিষ্ট ধারা প্রয়োগ করেছে মোদী সরকার।

দেশের স্বার্বভৌমত্ব, প্রতিরক্ষা এবং জাতীয় নিরাপত্তার স্বার্থে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে কেন্দ্র জানিয়েছে।গত ১৫ জুন লাদাখ সীমান্তে ভারত-চিন সংঘর্ষের কিছুদিন পরই ভারত নিষিদ্ধ করে ৫৯টি চিনা অ্যাপ । একে ভারতের তরফে ‘ডিজিটাল স্ট্রাইক’, হিসেবে উল্লেখ করা হয়। সে বার ভারত ৫৯টি চিনা অ্যাপ নিষিদ্ধ করার পরেও জোরালো প্রতিক্রিয়া জানিয়েছিল চিন।

অ্যাপগুলির মধ্যে অন্যতম টিকটক (TikTok), পাব জি ( pubg ), স্নেক ভিডিও (snake video ), ইউসি ব্রাউজার (UC Browser), হ্যালো (Helo), উই ডেট (we date ), লাইকি (Likee), ক্যাম স্ক্যানার (Cam Scanner), শেয়ারইট (SHAREit), উইচ্যাট (WeChat), ক্লাব ফ্যাক্টরি (Club Factory) ইত্যাদি। কিন্তু আপনি কি জানেন এই ব্যান করা মোট ২৪৪টা অ্যাপের মধ্যে বেশ কিছু অ্যাপ এখনও এই দেশে বেশ ভালই চলছে ! এমনকি ডাউনলোড ও করা যাচ্ছে প্লেস্টোর থেকে ! নিশ্চই জানেন না তাই তো ?তাহলে দেরি না করে চট পট জেনে নিন সেই অ্যাপ গুলোর নাম ।



চিনা অ্যাপ ব্যান করা হয়েছিল অথচ দেশে চলছে এমন কিছু অ্যাপের মধ্যে একটু holo- snake video :
স্নেক ভিডিও হল একটি মজার ভিডিও অ্যাপ্লিকেশন। ব্যান করা অ্যাপগুলোর তালিকায় স্নেক ভিডিও র নামটিও অন্তর্ভুক্ত। এই অ্যাপে আপনি নানান রোমাঞ্চকর, মজাদার, ভিডিও পাবেন। এই অ্যাপটি kuaishou technology লঞ্চ করেছিল। কিন্তু বর্তমানে আপনি চাইলেই অ্যাপটি প্লেস্টোর থেকে ডাউনলোড করতে পারেন। বেশ ভালোমতোই আপনি কাজ করবে ডাউনলোড করার পর।

another china developed app takes tiktoks place



We date :
We date অ্যাপটির মধ্য দিয়ে ডেটিং করা যায়। এই অ্যাপ টিও ব্যান করা হয়েছিল কিন্তু এখনও প্লেস্টোর এই অ্যাপটি স্বচ্ছন্দে ডাউনলোড করা যাচ্ছে।



Adore :
Adore অ্যাপটি ও we date এর মত একটি ডেটিং অ্যাপ যেটা ব্যান করা হয়েছে। এই অ্যাপটি ও প্লেস্টোরে ডাউনলোড করা যাচ্ছে।

অ্যাপ ব্যান
givbothindi

Mango tv :
Mango tv অ্যাপটি একটি চীনা ইন্টারনেট এন্টারপ্রাইজ যা এমজিটিভি ডটকম কর্পোরেশন দ্বারা পরিচালিত হয়, যা ২০০ Hun-এ হুনানের চাংশা প্রতিষ্ঠিত করেছিল । এটি অনলাইন ভিডিও তৈরিতে দক্ষ অ্যাপ। এটি একটি অনলাইন প্ল্যাটফর্ম যা টিভি চ্যানেলগুলিতে উপস্থাপিত সমস্ত সামগ্রী সরবরাহ করে এবং হুনান ব্রডকাস্টিং সিস্টেম এবং হুনান স্যাটেলাইট টিভি থেকে অন্য সমস্ত কপিরাইট এর কাজ করে। এই অ্যাপটি ওপেন করা হয়েছে এবং প্লেস্টোরে ডাউনলোড করা যাচ্ছে।



Likee :
Likee অ্যাপটি সিঙ্গাপুর ভিত্তিক একটি শর্ট ভিডিও তৈরি এবং শেয়ার করার প্ল্যাটফর্ম। এটি সিঙ্গাপুর ভিত্তিক বিগো প্রযুক্তি দ্বারা মালিকানাধীন।এই অ্যাপটি ও ব্যান করা হয়েছিল কিন্তু প্লেস্টোর থেকে ডাউনলোড করা যাচ্ছে।

Tiktok :
এবার চলে আসি tiktok প্রসঙ্গে । এই অ্যাপটি এই দেশে ভীষণ জনপ্রিয় একটি অ্যাপ। লকডাউন এর সময় কালে এই অ্যাপটি নিষিদ্ধ করা হয়।কিন্তু প্লেস্টোর খুলে এখনো কিন্তু এই অ্যাপটি ডাউনলোড করা যাচ্ছে। ডাউনলোড করার পর ভিডিও তৈরি করা যাচ্ছে। যদি ব্যান ই করা হয়ে থাকে তবে ডাউনলোড করা যাচ্ছে কি করে ?? ইচ্ছে করলে কিন্তু আপনারাও এই অ্যাপ গুলি আপনার স্মার্টফোনে ডাউনলোড করতে পারেন।

thequint%2F2020 06%2F616304eb aeda 4724 bf48 01dfd8dcd65b%2Fban
the quint

আরও পড়ুন, https://www.banglakhabor.in/10-টি-নামী-ফোর-হুইলা্র/amp/