মাউন্ট এভারেস্ট! বিশ্বের সবথেকে উচ্চতম শৃঙ্গ। এই কথাটি আমরা সকলেই স্কুলে পড়ে এসেছি। কিন্তু মনে আছে কি মাউন্ট এভারেস্টের উচ্চতা কত? হ্যাঁ, একদম ঠিক মনে করেছেন 8,848 মিটার। কিন্তু আমাদের সেই আগের জানা উচ্চতায় কিছুটা ছন্দপতন হতে চলেছে! বিশ্বের সবথেকে উচ্চতম শৃঙ্গ আরো কিছুটা উচ্চতা লাভ করেছে। কি বুঝলেন না! মাউন্ট এভারেস্ট প্রায় 3 ফুট উচ্চতা বাড়িয়ে হয়েছে 8848.86 মিটার।

মাউন্ট এভারেস্ট এর পরিচিত :—

উচ্চতা
Britannica

মাউন্ট এভারেস্ট (নেপালি: সাগরমাথা) হিমালয়ের মহালঙ্গুর হিমাল উপ-পরিসীমাতে অবস্থিত সমুদ্রপৃষ্ঠের উপরে পৃথিবীর সর্বোচ্চ পর্বত। চীন-নেপাল সীমান্তটি তার শীর্ষে পৌঁছেছে। এর উচ্চতা আগে 8848 মিটার ছিল কিন্তু নতুন গণনাতে উচ্চতা দাঁড়িয়েছে 8848.86 মিটারে।

1865 সালে, এভারেস্ট কে তার সরকারী ইংরেজী নাম রয়্যাল জিওগ্রাফিকাল সোসাইটি দিয়েছিল, যেমনটি ভারতের ব্রিটিশ সার্ভেয়ার জেনারেল অ্যান্ড্রু ওয়া সুপারিশ করেছিলেন, যিনি মি. এভারেস্ট এর আপত্তি সত্ত্বেও স্যার জর্জ এভারেস্ট পদে তাঁর পূর্বসূরীর নামটি বেছে নিয়েছিলেন।

তেনজিং নোরগে এবং এডমন্ড হিলারি 1953 সালে দক্ষিণ-পূর্ব পাথরের পথটি ব্যবহার করে এভারেস্টে প্রথম আনুষ্ঠানিক আরোহণ করেছিলেন। এর আগে 1952 সালের সুইস অভিযানের সদস্য হিসাবে নোরগে তার আগের বছর 8,595 মিটার (28,199 ফুট) পৌঁছেছিল। ওয়াং ফুঝো, গনপো এবং কোইনহুয়ার চীনা পর্বতারোহণ দলটি 25 মে 1960 সালে উত্তর পর্বত থেকে প্রথম শীর্ষে উঠে যাওয়া শীর্ষে উঠেছিল।

কিন্তু আগে মাউন্ট এভারেস্ট এর উচ্চতা মাপা হল কিভাবে?

উচ্চতা
Pinterest

মাউন্ট এভারেস্টের কথা উঠলেই মনে পড়ে যায় এক বঙ্গসন্তানের নাম, রাধানাথ শিকদার। ‘মানব কম্পিউটার’ হিসাবে খ্যাত এই বাঙালি গণিতজ্ঞ 1849 সালে আধুনিক কোন যন্ত্র ছাড়াই মাউন্ট এভারেস্টের উচ্চতা প্রায় অভ্রান্ত ভাবে বের করেছিলেন।

শুধুমাত্র ত্রিকোণমিতির সাহায্যে। পরবর্তীকালে সার্ভে অফ ইন্ডিয়া 1954 সালে 8,848 মিটার এর তথ্য তুলে ধরে। এতদিন সেই তথ্যকেই মান্যতা দেওয়া হয়েছে বিশ্বজুড়ে।

নতুন করে কিভাবে মাপা হলো মাউন্ট এভারেস্ট কে?

উচ্চতা
republicworld.com

নানা অত্যাধুনিক প্রযুক্তির হাত ধরে নেপাল-চীন যৌথ সমীক্ষা চালায় মাউন্ট এভারেস্টে। শৃঙ্গ নিজেদের দেশে হলেও নেপাল এর আগে কখনোও সমীক্ষার কাজ করেনি। তাই 4 সমীক্ষককে দু’বছরের ট্রেনিং দেওয়া হয়। শুধু অংকের হিসেবে নয়, তাদের শৃঙ্গে পৌঁছানোর জন্যও প্রস্তুত করে নেপাল সরকার। তবে যেকোনো শৃঙ্গের উচ্চতা মাপা হয় সমুদ্রতলের উচ্চতার ভিত্তিতে।

তাই শীর্ষের চেয়েও জরুরি গোড়া নিয়ে বিস্তারিত কাজ। নেপাল বঙ্গোপসাগরে সমুদ্রতল হিসাবে গণ্য করে কিন্তু এক্ষেত্রে ভারতের সার্ভেয়ারদের করে যাওয়া তথ্য কিছুটা সুবিধা করে দিয়েছে। মাউন্ট এভারেস্টের কাছে, ভারত-নেপাল সীমান্তের একটি জায়গা সমুদ্রতলের সমান। ফলে কাজ শুরু হয় সেখান থেকেই। এখান থেকে শৃঙ্গ চোখে পড়ে, এমন জায়গা চিহ্নিত করে 250 কিলোমিটার দীর্ঘ একটি ‘লাইন অফ সাইট’ স্টেশনের নেটওয়ার্ক তৈরি করেন সমীক্ষকরা।

এর সঙ্গে বিভিন্ন দিক থেকে ত্রিকোনোমিতির অঙ্কও কষেন দু’দেশের সার্ভেয়াররা। এর জন্য 12টি তুলনায় নিচু শৃঙ্গ থেকে নজর রেখেছিল নেপাল। চীনও তাই। শেষ কাজ ছিল ফিঙে চড়ে আরও নিখুঁত উচ্চতা করা গতবছর অভিযান করে নেপাল, এবছর চীন। চাইনিজ অ্যাকাডেমি অফ সার্ভেয়িং এন্ড ম্যাপিংয়ের অ্যাসোসিয়েট রিসার্চার জিয়াং তাও এর মতে, ‘সার্ভেয়াররা শৃঙ্গে একটি সংকেতবাতি বসিয়ে দেন।

এরপর শিখরের চারধারের অন্তত ছ’টি পয়েন্ট থেকে ওই সংকেতবাতির দূরত্ব মাপা হয়। অঙ্ক কষা হয় ছ’টি ত্রিভুজকে কেন্দ্র করে।’ এর সঙ্গে কাজে লাগানো হয় গ্লোবাল নেভিগেশন স্যাটেলাইট অর্থাৎ জিপিএসের তথ্যও। নিজেদের তৈরি নেভিগেশন স্যাটেলাইট এর তথ্য ব্যবহার করে।

কিন্তু কেন আবার নতুন করে মাপা হল মাউন্ট এভারেস্ট এর উচ্চতা?

উচ্চতা
National Geographic

সহজ করে বলতে গেলে এর কারণ মূলত দুটো। এক, 2005 সালে চীন নিজেরাই মেপেজুখে 8844.43 মিটার উচ্চতার কথা জানিয়েছিল। কিন্তু 4 মিটার উচ্চতা কমে যাওয়ার মানতে পারেনি নেপাল তাই নিজেদের এই উদ্যোগ তারা নিয়েছে। পরে অবশ্য চীনা প্রেসিডেন্ট যায় জিনপিং আসরে নামায় সমীক্ষা হয়ে যায় যৌথ।

দ্বিতীয় কারণ, 2015 সালের ভূমিকম্প।নেপালের সেই ভূমিকম্পের জেরে এভারেস্টের উচ্চতা এদিক-ওদিক হয়ে থাকতে পারে বলে দাবি তুলেছিলেন ভূতত্ত্ববিদরাও। সেসময় দাবি করেছিল শুধু শীর্ষের পাথর নয়, তার উপরের জমাট বরফকেও হিসেবের মধ্যে রাখতে হবে।

500 কোটি বছরের পুরোনো হলেও এভারেস্ট নবীন ভঙ্গিল পর্বতের অংশ বিশেষজ্ঞদের মতে এখনো তার উচ্চতা বাড়ছেতবে অংক কষার পালা এখানেই হয়তো শেষ নয়। 5-6 কোটি বছরের পুরোনো হলেও মাউন্ট এভারেস্ট নবীন ভঙ্গিল পর্বতের অংশ।

বিশেষজ্ঞদের মতে এখনোও তার উচ্চতা বাড়ছে 100 বছরে মোটামুটি অর্ধেক মিটার করে। তাই তিব্বতি চোমোলুংমা বা নেপালি সাগরমাথা বা দুনিয়ার মাউন্ট এভারেস্ট আর রাধানাথদের সম্পর্ক থেকেই যাবে, এ কথা হলফ করে বলা যায়।

তাহলে কি ভাবছেন? নতুন উচ্চতা সম্পন্ন হিমালয় পর্বতমালার পাদদেশে একবার যাবেন নাকি? মাউন্ট এভারেস্টের উচ্চতা নিয়ে আপনি কতটা আনন্দিত জানান আমাদের নিচের কমেন্ট বক্সের মাধ্যমে।

আরোও পড়ুন…বিশ্বের 5 দীর্ঘতম মিনার এর নাম জানা আছে কি?