রাজ্যে তৃতীয় দফার ভোটে বড় অশান্তির পরদিন ফের ব্রেকিং নিউজ। উত্তরবঙ্গ সফরে ভোট প্রচারে গিয়ে আক্রান্ত হলেন বিজেপি-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। কোচবিহারের শীতলকুচিতে সভা থেকে ফেরার পথে দিলীপ ঘোষের গাড়িতে পাথর ছোঁড়া হয় বলে অভিযোগ। এমনকী বোমাও ছোঁড়া হয়েছে বলে বিজেপি কর্মীদের অভিযোগ। এই ঘটনায় কয়েকজন বিজেপি কর্মী আহত হয়েছেন বলে সংবাদমাধ্যমে প্রকাশ। তবে আঘাত লাগালেও দিলীপ ঘোষ এখন সুস্থ আছেন বলে সংবাদমাধ্যমে প্রকাশ। এই ঘটনা তৃণমূল রীতিমত পরিকল্পনা করে ঘটিয়েছে বলে বিজেপি শিবিরের অভিযোগ। যদিও তৃণমূল যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে।

আরও পড়ুন: বঙ্গ রাজনীতির গল্পে এবার ব্রাত্য দিদির একসময়ের ‘কানন’!
শীতলকুচিতে সভা শেষে ফেরার পথে তৃণমূল কর্মীরা হামলা চালায় দিলীপ ঘোষের গাড়িতে। এই অভিযোগ রাজ্যের বিভিন্ন জায়গায় বিজেপি কর্মীরা বিক্ষোভ দেখান। এই ঘটনা নিয়ে দিলীপ ঘোষের অভিযোগ “মাথাভাঙায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা থেকে অনেক তৃণমূল সমর্থক ফিরছিল, তারাই আমাদের ওপর হামলা চালায়। আমরা তখন সভা শেষ করে ফিরছিলাম। সেই সময় তৃণমূল সমর্থকদের তরফে স্লোগান দেওয়া হয়। পাল্টা স্লোগান দেয় আমাদের কর্মীরা। আমি সবাইকে বলি শান্ত থাকতে। পুলিশের কাছে বারবার বলি পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য। কিন্তু পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি। উল্টে আমাদের বেশ কিছুক্ষণ সেখানে অপেক্ষা করতে বলা হয়।”

বুধবার শীতলকুচি পঞ্চায়েত সমিতির মাঠে দিলীপ ঘোষের সভা ছিল। সেই সভা থেকে বিজেপি রাজ্য সভাপতি ফেরার পথেই গাড়ির ওপর হামলা হয়। হামলার পর ফেসবুকে সরাসরি সম্প্রচারে তিনি দাবি করেন, তৃণমূলের ঝান্ডা নিয়ে বোম – বন্দুক নিয়ে হামলা হয়েছে। এমনকী গাড়ির মধ্যে দিলীপবাবুকে ভারী হেলমেট পরে বসতেও দেখা যায়। রাজ্য বিজেপি-র মুখ দিলীপ ঘোষ বলেন, এমন পরিস্থিতির মুখে কোনওদিন পড়িনি।