হার, হার, হার। দশবার ভোটে হারার পর এবার ফের ভোটের ময়দানে রাহুল সিনহা। রাজ্যে বিজেপি-র এক সময়ের প্রধান মুখ রাহুল সিনহা ভোটে দাঁড়ানো মানেই যেন তাঁর নিয়তিতে হার লেখা থাকে। এ নিয়ে বিরোধীরা তাঁকে কম কটাক্ষ করে না। সুবক্তা, লড়াকু নেতা হলেও রাহুল দলেও এ নিয়ে কিছুটা হলে অস্বস্তিতে থাকেন। আসলে বড় নেতা যদি বারবার ভোটে দাঁড়িয়ে শুধু হারেন তাহলে তো অস্বস্তিতেই হবে। বিজেপি-র দীর্ঘদিনের পোড়খাওয়া নেতা, প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহা বিধানসভা থেকে লোকসভা, উত্তর কলকাতা থেকে মেদিনীপুর, যেখানেই দাঁড়িয়েছেন বারবার ভোটে হেরেছেন। বিজেপি যখন এ রাজ্যে কোনওমতে একটা কী দুটো আসন জেতার চেষ্টায়, তখন মনে করা হত আর কেউ না জিতুক অন্তত রাহু সিনহা জিতবেন। কিন্তু না, রাহুল জেতেননি।

আরও পড়ুন: নন্দীগ্রামে মমতা না শুভেন্দু, কে জিতবেন! জানুন অঙ্কের হিসেব

এই তো ২০১৯ লোকসভা নির্বাচনে গোটা বাংলা জুড়ে বিজেপির সে কী ফাটাফাটি ফল। ঝাড়গ্রাম, পুরুলিয়ার মত কেন্দ্রেও বিজেপি জিতে গিয়েছে। কিন্তু না, একটা সময় উত্তর কলকাতার পার্টি বলে কটাক্ষ সহ্য করা বিজেপি তবু উত্তর কলকাতায় জিততে পারেননি। হ্যাঁ, ২০১৯ লোকসভা ভোটে রাহুলকে হারতে হয়েছিল সুদীপ বন্দ্যোপাধ্যায়ের কাছে।

সেই রাহুল সিনহাকে এবার হাবড়ায় প্রার্থী করেছে বিজেপি। অনেকেই ভেবেছিলেন রাহুলকে জোড়াসাঁকো থেকে প্রার্থী করা হবে। কারণ ২০১৯ লোকসভা ভোটে এই কেন্দ্র থেকে ৩ হাজারের মত ভোটে লিড পেয়েছিলেন রাহুল। তবে ২০১৬ বিধানসভায় এই কেন্দ্রে ভোটে দাঁড়িয়ে তৃণমূলের শশী পাঁজার কাছে ৬ হাজারের মত ভোটের ব্যবধানে হারায়, এবার তাঁকে অন্য কেন্দ্রে পাঠানো হয়েছে। জোড়াসাঁকো নয় রাহুলকে মমতার স্নেহধন্য মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে প্রার্থী করেছে বিজেপি।

অনেকেই বলছেন, রাহুলকে জোড়াসাঁকোর চেয়ে সহজ কেন্দ্রই দিয়েছেন অমিত শাহ-রা। কারণ লোকসভায় হাবড়া কেন্দ্রে বিজেপির লিড ছিল ২০ হাজারের বেশি ব্যবধান। লিড দেখেই পরিষ্কার রাহুলকে এবার জেতার মত আসনই দিয়েছে বিজেপি। যদিও মাঠের লড়াই বলছে, লোকসভায় ২০ হাজারের লিড থাকলেও তৃণমূলের জেলা সভাপতি তথা দুঁদে নেতা জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে লড়াইটা মোটেও সহজ হবে না রাহুলের। রাহুল প্রার্থী হচ্ছেন শুনেই জ্যোতিপ্রিয় কটাক্ষ করে বলেছিলেন, এই কেন্দ্রে বিজেপির যনি প্রার্থী হয়েছেন তিনি বিগত দিনে নিদেনপক্ষে দশবার হেরেছেন।

প্রসঙ্গত, ২০১৯ ও ২০১৪ লোকসভা নির্বাচনে উত্তর কলকাতা কেন্দ্র থেকে লড়ে তৃণমূলের সুদীপ বন্দ্যোপাধ্য়ায়ের বিরুদ্ধে হেরেছিলেন রাহুল সিনহা। তার আগে ২০০৯ লোকসভা নির্বাচনে বাঁকুড়া লোকসভা কেন্দ্র থেকে দাঁড়িয়ে তৃতীয় স্থানে ছিলেন (মাত্র ৪ শতাংশ ভোট পান)। এর আগে বিধানসভা নির্বাচনে দাঁড়িয়েও হেরেছিলেন তিনি।

তবে এবার আর হার নয়, হাবড়াতেই তাঁর কেরিয়ারের অভিষেক জয় চাইছেন রাহুল।