স্মার্টফোন যা আজ আমাদের নিত্যদিনের অত্যাবশ্যকীয় একটি অঙ্গ হয়ে উঠেছে।এই মুঠোফোনে বন্দী হয়ে গেছে সারা জগত আমাদের হাতের কাছে চলে এসেছে সারা বিশ্ব। আমাদের মধ্যে অধিকাংশ উপভোগ তাই একটি মোবাইল ফোন কিনে ন্যূনতম দুই থেকে তিন বছর ব্যবহার করেন, তাই নতুন স্মার্টফোন কেনার ক্ষেত্রে কিছু দিক বিবেচনা করে নেওয়া খুবই জরুরী।

দাম

screen 9
apkpure . com

আমাদের দেশে অধিকাংশ মানুষেরই আর্থিক অবস্থা ততটা সচ্ছল নয় তাই স্মার্টফোন কেনার ক্ষেত্রে দাম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নতুন স্মার্টফোন কেনার আগেই নিজের বাজেট ঠিক করে নিয়ে সেই বাজেটের মধ্যে থাকা কোনগুলি পরবর্তী বিষয়গুলো বিবেচনা করে কেনা উচিত

ব্যাটারি

in. pcmag . com
in . pcmag . com

যেকোনো ওয়ারলেস পোর্টেবল ইলেকট্রনিক ডিভাইসের ক্ষেত্রে ব্যাটারি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। স্মার্টফোনে তার ব্যতিক্রম নয় স্মার্টফোনের ব্যাটারি বর্তমান দিনে বিভিন্নভাবে অপটিমাইজ করা হলেও ব্যাটারি ক্যাপাসিটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাই বর্তমান দিনে ন্যূনতম 4000 থেকে 5000 mAh ব্যাটারির ক্ষমতা সম্পন্ন ফোন কেনাই ভালো।

প্রসেসর

quora. com
quora . com

মানুষের শরীরে যেমন মস্তিষ্ক সকল কার্যকলাপ পরিচালনা করে তেমনি স্মার্টফোনে প্রসেসর জিনিসটি সকল কার্যকরী চালনা করে এই প্রসেসরটি যদি উচ্চক্ষমতাসম্পন্ন না হয় তবে কিছুদিন পর থেকেই নতুন সফটওয়্যার আপডেট এবং অ্যাপ্লিকেশনগুলির ক্রমবর্ধমান ওয়র্কলোডের দরুন স্মার্টফোনটি স্লো হয়ে যেতে পারে

সার্ভিস

download 3 1
atzone . in

যেকোনো ইলেকট্রনিক্স ডিভাইস ই খারাপ হওয়ার সম্ভাবনা থাকে তাই সার্ভিস সেন্টার গুলির সহজলভ্যতা ভীষন জরুরী আপনার বাড়ির কাছাকাছি যে ব্র্যান্ডের ফোনের সার্ভিস সেন্টার আছে সেই ব্র্যান্ডের ফোন কেনাই ভালো।

ক্যামেরা

download 1 2
wired . com

স্মার্টফোনের অন্যতম গুরুত্বপূর্ণ একটি ফিচার হল ক্যামেরা আজকাল ফোনে একটা নয় দুটো নয় এমনকি পাঁচটা ক্যামেরাও থাকে একেকটা কোম্পানির ইমেজ প্রসেসিং অ্যালগরিদম একেক রকম হয় তাই স্মার্টফোন কেনার আগে ক্যামেরার সেকশনটি যাচাই করে নেওয়া ভালো

সর্বোপরি যেকোনো স্মার্টফোন কেনার আগে আমাদের পত্রিকার রিভিউ আর্টিকেল গুলি দেখে নেওয়া খুবই ফলপ্রসূ ।