নতুন বছর দোরগোড়ায় কড়া নাড়ছে, আর সেই আনন্দে পার্টি মুডে গোটা দেশবাসী। ২০২০ এই বছরটা পুরোটা ঘরে বসে কাটালেও, তার মধ্যেও দেখা গেছে নতুন ফ্যাশনের ঝলক। সারা বিশ্বের ফ্যাশন ডিজাইনাররা কিন্তু কাজ থামিয়ে দেননি। নতুন ট্রেন্ড শুরু করার জন্য তাঁরাও বেশ পরিশ্রম করেছেন। দেখা নেওয়া যাক এবছরের সেরা ট্রেন্ডগুলির তালিকা এক নজরে-

fashion trends 2019

১. সিকুইন শাড়ি –

এবছর দীপাবলির সময় মালাইকা অরোরাকে প্রথম পরতে দেখা গিয়েছিল মনীষ মালহোত্রার ডিজাইন করা এই সিকুইন শাড়ি। ওম্বরে রঙের সিফনের শাড়ি জুরে ছোট ছোট সিকুইনের কাজ। মালাইকার পরে দক্ষিণী অভিনেত্রী তামান্না ভাটিয়াকেও দেখা দিয়েছে এই শাড়িতে।

sinkuin

২. মনোগ্রাম ডিজাইন

এর আগে বিশ্বের দামি ব্যাগের কোম্পানিগুলোতে ব্যাগের কভারে মনোগ্রাম ডিজাইন ব্যবহার করতে দেখা গেছে। এবছরে কাইলি জেনার আর কার্দাশিয়ান পরিবারের সদস্যরা মনোগ্রাম ডিজাইনের পোশাকে তাক লাগালেন। কাইলি জেনার এই ডিজাইনের ট্র্যাকসুট পরে এইবছরেই ইনস্টাগ্রামে একটি পোস্ট করেন। পরে এই ডিজাইনকেই বিভিন্ন পোশাকে নিয়ে আসার চেষ্টা করছেন ডিজাইনাররা।

monogram

৩. মাইক্রো ব্যাগ 

একটা সময় বড় সাইজের ব্যাগের ফ্যাশনের চল ছিল। কিন্তু ২০২০তে এসে সেটা এতটাই ছোট সাইজে তৈরি করা হয়েছে, অনেকেই মনে করছেন এটা অনেকটা পুতুলের ব্যাগের মতো দেখতে। সম্প্রতি সোনম কাপুর আহুজাকে একটি ফোটোশ্যুটের জন্য এমন ব্যাগ নিতে দেখা গিয়েছে।

lkpoy

৪) পলকা ডট

পলকা ডট ডিজাইনের পোশাকগুলি পুরোনো হলেও তা আবার ফিরে এসেছে নতুন ভাবে । নিউইয়র্ক ফ্যাশন রানওয়ে তে এই পলকা ডটের পোশাকগুলির আধিক্য দেখা গিয়েছে সব চেয়ে বেশি। তবে পোশাকের ডিজাইনে আনা হয়েছে নতুনত্ব। নতুন ভাবে নতুন রঙে পলকা ডটের পোশাকগুলি এবার সবার দৃষ্টি আকর্ষণ করেছে।

পলকা ডট22

৫) রাফলস

আশির দশক এর ছোঁয়া আবার ফিরে এসেছে ২০২০ সালে। শুধু টপ্স ই নয় যে কোনো পোশাকেই এখন ডিজাইনাররা রাফলস ব্যবহার করছেন। রাফলস হল পোশাকের উপর আলাদা কাপড়ের ঘের দেয়া ডিজাইন। এই ডিজাইন পোশাককে আরো স্টাইলিশ করে তোলে। শুধু পোশাকে নয় এখন জুত তেও এমন রাফলস এর ব্যবহার দেখা যাচ্ছে ।

New Design S22

৬) ফ্রিঞ্জ এর ব্যবহার

পোশাকে আলাদা কাপড়ের লেয়ার দেয়া এখন একটি ট্রেন্ডে পরিণত হয়েছে। পোশাকে সুতোর মত অনেকগুলো কাপড়  ঝুলতে থাকা ডিজাইনকে ফ্রিঞ্জ বলে। এই ফ্রিঞ্জ পোশাককে করে তোলে আরো আকর্ষণীয়।

frencj 1

৭) নিওন রঙের আধিক্য

২০২০ সালে নিওন রঙের নানা শেডের পোশাক বেশ ট্রেন্ডিং। লেমন গ্রিন, হলুদ, শকিং পিঙ্ক, ইলেকট্রিক ব্লু, সব রকমের নিওন রং এর বাহারে সেজেছে নানা পোষাক। আলমারির একঘেয়ে রঙের পোশাকগুলি বদলে এখন সময় উজ্জ্বল রঙের। যে রঙ গুলো আপনাকে অন্ধকারেও করে তুলবে আলোকিত।

neon edite

৮) আনিম্যাল প্রিন্টস

ফ্লোরালের মতো এই  বছর ও  অ্যানিম্যাল প্রিন্টসও  ফ্যাশনে দেখা গিয়েছে। বিশেষ করে চিতা, জেব্রা ও স্নেকস্কিনের প্রিন্টস।  ড্রেস, স্কার্ট, ম্যাক্সি ড্রেস, প্যান্টস, জ্যাকেট স্কার্ফ- সব কিছুতে অ্যানিম্যাল প্রিন্টসের ছড়াছড়ি দেখা গিয়েছে এবছরের ফ্যাশন ট্রেন্ডে।

fashion

৯) ফেদার ডিজাইনিং কসটিউম

ফ্যাশনে নতুন ভাবে যোগ হতে যাচ্ছে পালকের ব্যবহার। পোশাকে ভিন্নতা আনতেই এই নতুন ট্রেন্ড এবার দেখা যাবে । পোশাকের কলার, নেক কিংবা হাতে তো পালকের ব্যবহার দেখা যাবেই , তার সাথে পালক দেখা যাবে জুতা, গহনা কিংবা ব্যাগেও।

lkk

১০) স্কার্ফ ফেস মাস্ক

করোনা আবহে মাস্কের গুরুত্ব কতটা তা আর বলার অপেক্ষা রাখে না। এই কঠিন পরিস্থিতিতে দাঁড়িয়েও ফ্যাশন কিন্তু থেমে থাকে নি। হিরের মাস্ক থেকে সিল্কের তিন স্তরের মাস্ক বাজারে এসেছে নানান ধরনের মাস্ক। তবে এই বছর সবথেকে ট্রেন্ডিং হয়েছে স্কার্ফ ফেস মাস্ক। ব্রেজার কিংবা স্যুটের সাথে ম্যাচিং করে অনেকেই ব্যাবহার করছেন এই মাস্ক।

তক 1

২০২০ সালের এই ফ্যাশন ট্রেন্ড আপনার কেমন লাগল? কোন ট্রেন্ডেই সেজে উঠেছে আপনার ওয়াড্রব? আমাদের জানাতে ভুলবেন না।