নিজস্ব সংবাদদাতা- বিতর্কিত কৃষি আইন প্রত্যাহারের দাবিতে আয়োজিত মহাপঞ্চায়েত থেকে কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্যে চরম হুঁশিয়ারি দিলেন কৃষক নেতা রাকেশ টিকায়েত। তিনি কেন্দ্রীয় সরকারকে সতর্ক করে দিয়ে বলেন, “কেন্দ্র যদি দ্রুত তাদের ভুল না শুধরে নেয় তবে তাদের ক্ষমতা থেকে ছুঁড়ে ফেলে দেওয়া হবে।”
কান্ডালা গ্রামের আজকের মহাপঞ্চায়েত শুরুর আগে মঞ্চ ভেঙে পড়ে যায়। বিপদ ঘটার সম্ভাবনা থাকলেও শেষ পর্যন্ত কৃষক নেতারা সবাই সুস্থ শরীরেই আছেন। পরে বক্তৃতা দেওয়ার সময় ভারতীয় কিষান ইউনিয়ন (টিকায়েত) নেতা রাকেশ টিকায়েত হুঁশিয়ারির সুরে বলেন, “সরকার হয় আইন প্রত্যাহার করবে, না হলে তাদের কুর্সি ছাড়তে হবে।”
“আমরা বিল প্রত্যাহার করা নিয়ে আলোচনা করার জন্য সরকারের কাছে বারবার আবেদন জানিয়ে চলেছি। কিন্তু তাতেও সরকারের কোনো হুঁশ নেই। ওরা ভেবে দেখছে না যদি একবার দেশের যুব সম্প্রদায় ঠিক করে ক্ষমতা থেকে এদের উপরে ফেলবে, তখন ওরা কি করবে?” হুঁশিয়ারির সুরে কেন্দ্রকে সতর্ক করে দেন এই কৃষক নেতা।
আজকের এই মহাপঞ্চায়েতে উপস্থিত সমস্ত কৃষক নেতারা একই রকমভাবে বিতর্কিত তিন কৃষি আইন প্রত্যাহার এবং ফসলের ন্যূনতম সহায়ক মূল্য নিয়ে আইনি নিশ্চয়তার দাবিতে প্রচার চালান। রাকেশ টিকায়েত আজকের মহাপঞ্চায়েতের বিপুল সংখ্যক জনসমাগমের মধ্য দিয়ে কেন্দ্রীয় সরকার এবং বিজেপির উদ্দেশ্যে ক্ষমতা প্রদর্শন করলেন বলেই অনেকের ধারণা।
বিশেষজ্ঞরা অনেকে মনে করছেন এই হুঁশিয়ারি কৃষক নেতারা অত্যন্ত সুপরিকল্পিতভাবে দিয়েছেন। কারণ প্রতি বক্তাই তাদের বক্তব্যে উল্লেখ করেছেন শক্তি থাকলেও তারা আপাতত ধৈর্য ধরছেন। কিন্তু যত বেশি দিন ধরে তারা আন্দোলন চালাতে বাধ্য হবেন, ততই কেন্দ্রীয় সরকারের ক্ষমতা হারানোর সম্ভাবনা বাড়বে বলে তাদের অভিমত।
অদ্ভুতভাবে এই মহা পঞ্চায়েতে পরস্পরের বিরোধী কৃষক সংগঠনগুলি নিজেদের একতার ছবি সবার সামনে তুলে ধরে। রাকেশ টিকায়েত ভারতীয় কিষান ইউনিয়ন (রাজেওয়াল) নেতা বলবির সিং রাজেওয়ালকে ‘আমাদের সকলের নেতা’ বলে উল্লেখ করেন।
Stay connected
Kolkata
mist
19
°
C
19
°
19
°
77 %
3.1kmh
19 %
Thu
19
°
Fri
28
°
Sat
27
°
Sun
26
°
Mon
28
°
Latest article
পুলিশ ” নামের প্রাণী
পুলিশ মানে ঘুষখোর !
পুলিশ মানে সরকারের দালাল !
পুলিশ মানে লিগাল গুন্ডা !
হ্যাঁ এ ধরনেরই আরো কত সমার্থক শব্দ বন্ধ জুড়ে গেছে আমাদের সামাজিক স্তরে...
FAIR FINANCE ফেয়ার ফাইন্যান্স: ভারত জুড়ে আর্থিক ভবিষ্যতের ক্ষমতায়ন
ভারতের আর্থিক ল্যান্ডস্কেপের বিস্তীর্ণ বিস্তৃতিতে, একটি নাম ব্যক্তি এবং ব্যবসার সাথে সমানভাবে অনুরণিত হয় যা মজবুত আর্থিক সমাধান খুঁজছে: ফেয়ার ফাইন্যান্স। এর প্রতিষ্ঠাতা দীনেশ...
“FAIR FINANCE (ফেয়ার ফিনান্স): ডিএসএ(DSA) অংশীদারদের জন্য আর্থিক বিপ্লব এবং সাফল্যর চাবিকাঠি, 50 হাজার/মাস...
আপনি কি আর্থিক ডোমেনে আছেন এবং এমন একটি অংশীদারিত্ব চাইছেন যা বৃদ্ধির জন্য প্রচুর সুবিধা এবং সম্ভাবনা সরবরাহ করে? ফেয়ার ফিনান্স আপনাকে সরাসরি বিক্রয়...

























