“২০২০”এই বছরটা কারোরই তেমন ভালো কাটেনি। এমনিতে  করোনা আতঙ্কে জর্জরিত গোটা বিশ্বের মানুষ  অন্যদিকে দুশ্চিন্তার কথা শোনালেন নাসা বিজ্ঞানীরা। হদিশ মিলল নরকের! বিজ্ঞানীরা জানাচ্ছেন অপরিচিত গ্রহের রূপ এটি। যার খোঁজ মিলতেই রাতের ঘুম উড়ে গিয়েছে মহাকাশ বিজ্ঞানীদের। নাসার কেপলার স্পেস টেলিস্কোপ ও স্পিৎজার স্পেস টেলিস্কোপে ধরা দিয়েছে এই গ্রহ। যার নাম “হেল এক্সোপ্ল্যানেট”।

অবশেষে খোঁজ মিলল বাস্তব নরকের, যেখানে বইছে গনগনে লাভা ও পাথরের বৃষ্টি
Sangbad Safar

বিজ্ঞানীদের মতে, এই গ্রহের একদিকের তাপমাত্রা প্রবল,আর অন্যদিকে কনকনে ঠান্ডা। গনগনে লাভার সমুদ্রের অস্তিত্ব মিলেছে ওই গ্রহে। অনবরত উল্কাবৃষ্টি হচ্ছে। ঠিক অন্য পিঠেই হাড় হিম করা ঠান্ডা ,চারদিক বরফে ঢাকা,তুষারপাত হচ্ছে ক্রমাগত। ওই গ্রহে প্রাণ থাকার সম্ভাবনা নেই বলেই জানিয়েছেন বিজ্ঞানীরা। এই গ্রহের নক্ষত্র তার অক্ষের চারিদিকে ঘোরে না, এক জায়গায় স্থির থাকে। সূত্রের খবর অনুযায়ী, বিজ্ঞানীরা এই সদ্য আবিষ্কৃত এই গ্রহটির বিজ্ঞানসম্মত নামকরণ করেছেন কে২-১৪১বি। একই সঙ্গে তাঁরা এই গ্রহটিকে“হেল প্ল্যানেট বা নরক”বলেও অভিহিত করেছেন।