fbpx
Home অন্যান্য আসল বন্ধু চিনবেন কিভাবে? জেনে নিন এই 10 টি সহজ উপায়।

আসল বন্ধু চিনবেন কিভাবে? জেনে নিন এই 10 টি সহজ উপায়।

আসল বন্ধু চিনবেন কিভাবে

যাকে এতদিন আসল বন্ধু ভেবে বিশ্বাস করে আসছেন, সে কি সত্যিই আপনার বন্ধু? সহজে কীভাবে বন্ধু চেনা যায়?

সকলেই জানেন যে বন্ধু পাওয়া আসলে ভাগ্যের ব্যাপার। পরিচিত ব্যক্তি মাত্রেই বন্ধু নয়। অনেকদিনের পরিচিত মানেও বন্ধু নয়। তবে বন্ধু কে? না, বন্ধুত্বের সেভাবে সংজ্ঞা হয়না। তবু মোটের উপর, সেই সম্পর্কই বন্ধুত্ব যেটি রক্তের সম্পর্ক নয় এবং তাতে কোনোপ্রকার কামনা-বাসনা বা শর্ত জড়িত নেই। বলা হয়, পৃথিবীতে এই একটিমাত্র সম্পর্কই জটিলতাহীন এবং সেইসঙ্গে নিঃস্বার্থ। তবে কি সংজ্ঞা মিলিয়েও বন্ধুত্ব হয়? না। সত্যিই এতটা শর্তহীন যে তা আসলে যে কেউ বা অনেকেই হতে পারে। কিছু লক্ষণ অবশ্যই আছে যা থেকে কেউ মুখে না বললেও বুঝতে পারবেন সেই আপনার প্রকৃত বন্ধু।

জীবনের কোন পরিস্থিতিতে কাকে বন্ধু হিসেবে পাবেন তা আগে থাকতে জানতে পারবেন না। হতে পারে সারাজীবন যাকে বন্ধু ভেবে আসলেন একটা তুচ্ছ মুহূর্তে একদিন বুঝতে পারলেন সে আর যাই হোক আপনার ভালো চায়না। কিংবা কাউকে প্রিয় বন্ধু ভেবে বিশ্বাস করে হয়তো চরম মাশুল দিলেন। কখনও কখনও রক্তের সম্পর্কের কোন আত্মীয়র মধ্যেই পেলেন প্রিয় বন্ধুকে। আবার হয়তো আপনি জীবনসঙ্গীকেই একমাত্র পেয়েছেন প্রিয় বন্ধু হিসেবে। আসল বন্ধু চেনার কয়েকটি উপায় অবশ্যই রয়েছে।

জেনে নিন, আসল বন্ধু চেনার সহজ ১০টি উপায়।

আসল বন্ধু চিনবেন কিভাবে? জেনে নিন এই 10 টি সহজ উপায়।
Source: Twitter



১. বন্ধুদের মধ্যে হালকা ঠাট্টা ইয়ার্কি চলতেই থাকে। কিন্তু আসল বন্ধু কখনও অন্যের সামনে আপনাকে ছোট করে কোনও কথা বলবে না। আপনার অপমান হয় এমন কিছু কখনই সে করবে না।

২. বড় রেস্তোরাঁয় খেতে যাওয়ার সময় কিংবা শপিং এ গেলে যেসব বন্ধুরা সঙ্গী হতে চায় তাঁরা আসলে সুখের পায়রা । আপনি বিপদে পড়ে একমাত্র যে বন্ধুকে মাঝরাতেও ডেকে পাঠাতে কুন্ঠিত হবেননা সে-ই প্রকৃত বন্ধু।

৩। সত্যিকারের বন্ধু আপনার টাকার পরোয়া করেনা। আপনার অর্থনৈতিক অবস্থা বা জীবনে পরিস্থিতি যেমনই হোক, সে সবসময় আপনার পাশে থাকবে। সামর্থ্য অনুযায়ী একজন প্রকৃত বন্ধু তার সাহায্যের হাত বাড়িয়ে দেবে।

৪. কোনও একটি বিষয়ে আপনি দারুণভাবে সফল হয়েছেন। কিন্তু যদি দেখেন আপনার বন্ধুর মধ্যে কোনোরকম উল্লাস-উচ্ছ্বাস নেই, কিংবা সে অত্যন্ত মনঃক্ষুণ্ণ হয়ে আপনাকে এড়িয়ে চলছে তখন বুঝতে হবে সে আপনার ভালো চায়না। সে কখনই আপনার আসল বন্ধু নয়।

৫. আসল বন্ধু কখনও অকারণে আপনার খুঁৎ ধরবেনা। আপনি কোন ভুল করলে সেটা আপনাকে আত্মসম্মানে আঘাত না দিয়ে সুযোগ মত বুঝিয়ে বলবে। আবার, আপনি কোন ঠিক কাজ করলে অকুন্ঠিতভাবে তা সমর্থন করবে।

what is friendship 2
Source: people/How stuff works


৬। আপনার অনুপস্থিতিতে আসল বন্ধু আপনার নামে কুৎসা রটাবেনা বাকিদের কাছে। কেউ আপনার সম্পর্কে অপ্রিয় মন্তব্য করলে আসল বন্ধু সেটির প্রতিবাদ করে আপনার সম্মান রক্ষা করার চেষ্টা চালিয়ে যাবে শেষ অবধি।

৭। আসল বন্ধু দেশের বাইরে থাকলেও নিয়মিত আপনার কথা ভাববে। সারাজীবন যোগাযোগ রেখে যাবে আপনার সঙ্গে।

৮। আপনি রেগে গিয়ে দুচার কথা শুনিয়ে দিলেও আসল বন্ধু আপনার উপর রাগ করে কোন প্রতিশোধ নেবেনা। সে হাল্কাভাবে আপনাকে সামলে দেবে। বুঝে চলবে। খুব বেশি হলে কিছুদিন অভিমান করে কথা বলবে না কিন্তু রাগ পড়লেই আবার সে আপনাকে খেপিয়ে অস্থির করে দেবে।

৯। আসল বন্ধু আপনাকে বিপদের মুখে ফেলে পালিয়ে যাবেনা কোনোদিন। আপনাকে সুরক্ষিত রাখার জন্য সে প্রাণ দিয়ে লড়ে যাবে।

১০। আসল বন্ধুর সংস্পর্শে আপনার মন সবসময় খুশি থাকবে। যদি কারও উপস্থিতি আপনাকে বিব্রত করে বা আঘাত দেয় তবে সে আপনার বন্ধু নয়।

এই দশটি বিষয় আপনি খেয়াল করলেই চিনে নিতে পারবেন আপনার প্রকৃত বন্ধুকে। যদি সতর্ক থাকেন তবেই কেউ আপনাকে বন্ধু সেজে প্রতারণা করতে পারবেনা। আপনিও অবহেলা করবেন না আপনার সত্যিকারের বন্ধুটিকে।

আপনার জীবনে আসল বন্ধুটি কে এতক্ষনে নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন! তবে আর দেরি না করে এখুনি তাঁকে জানান। বন্ধুত্বের স্বীকৃতি অনেকসময় সম্পর্ক মজবুত করে। পরস্পরকে অনেক বেশি আপন করে নেওয়া যায়। বন্ধুত্বের দাম দিতে শেখাটাও জরুরী। সহজে বন্ধু পেয়ে গেলেও তাকে ধরে রাখার চেষ্টা করুন। অকারণে বন্ধুর সঙ্গে দুর্ব্যবহার করবেন না। মান অভিমানের পর্ব অনেকসময় জটিলতায় রূপান্তরিত হলে আপনি বন্ধু হারাতে পারেন। হারাতে পারেন অবহেলা করলেও। তাই বন্ধুত্বের জন্য সময় দিতে হয়। প্রয়োজনে অপ্রয়োজনে বন্ধুর জন্য সবসময় হাত বাড়িয়ে রাখুন।

আসল বন্ধু চিনবেন কিভাবে? জেনে নিন এই 10 টি সহজ উপায়।
Source: StaticToii.com

আপনার প্রিয় বন্ধু কে? কবে থেকে আপনাদের পরিচয়? লিখুন আপনার বন্ধুত্বের নানান গল্প। নীচের কমেন্ট বক্স ভরে উঠুক প্রিয় বন্ধুদের নামে।

আরও পড়ুনঃ

NO COMMENTS