একজন খুব অজানা কোনো ব্যক্তি তার ছাত্র জীবন এ কখনো বলেছিল !

“অপেক্ষা করতে থাকলে চিরকাল অপেক্ষাই করতে থাকতে হবে তাই বরং অপেক্ষা করার চেয়ে কিছু করে দেখা যাক !

উল্লেখযোগ্য এই সেই ব্যক্তি টি আমিই এবার কেন বললাম তা জেনে নেওয়া যাক !?
ছাত্রজীবন প্রত্যেকের জীবনের একটা বড়ো এবং সূক্ষ্ম অংশ । বড়ো কারণ বেশির ভাগ মানুষদের ক্ষেত্রে জীবনের ২০-২৫ বছর সময় ছাত্রজীবন এই কেটে যায় ।
তাই জীবনের খুব একটা যে কম সময় এটা তা একদম ই ভুল । আর সূক্ষ্ম কেন ? কারণ এই সময়ে আমার করা প্রতিটি কাজ ,আমাদের দ্বারা নেওয়া প্রতিটি সিদ্ধান্ত টা সে ছোটো হোক কিংবা বড়ো , প্রতিটি বিষয় আমাদের ভবিষ্যত এর সাফল্যতার বেশিরভাগ টার জন্য যথেষ্ট প্রভাবশালী ।
তাই এইসময় আমরা যাই করিনা কেন যেকোনো ব্যাপারে যাই সিদ্ধান্ত নিয় না কেনো আগে ৭ বার ভেবে চিন্তে আমাদের প্রতিটি পা ফেলতে হয় ।

আমাদের মধ্যে বেশিরভাগ ছাত্রই শুধু পড়াশুনোর জগতে সীমাবদ্ধ থাকে । হয়ত তারা থাকতে পছন্দ করে বা তাদের কাছে হয়তো উপায় নেই কারণ বিভিন্ন থাকতে পারে ।
তবে মূল কথা হলো শুধু ছাত্রজীবন এ আবদ্ধ থেকে কি নিজেকে কখনো উচ্চ স্তরে নিয়ে যাওয়া সম্ভব ? কখনোই নয় ! তার জন্য প্রয়োজন নতুন কিছু করার ইচ্ছা ! নতুন কিছু করে দেখবার আবেগ ! এই আবেগটা থাকলেই বাকিটা আপসে হয়ে যাবে ।
ছাত্র জীবন এ এই 5 টি কাজ করে করতে পারেন মোটা টাকা রোজগার !
FreeDesignFile

আমাদের বেশিরভাগ ই ছাত্রজীবন কাটানোর সময় সম্পূর্ণ রূপ এ অন্যের উপর নির্ভরশীল থাকে । তাদের বিভিন্ন খরচ পাতি টিউশন ফিস থেকে শুরু করে হোস্টেল খরচ সবকিছুর জন্যই অন্য কোনো দ্বিতীয়ত ব্যক্তির উপর নির্ভরশীল থাকতে হয় ।
কিন্তু যদি আমি বলি আমরা ছাত্রাবস্থা তেই নিজেদের ভার নিজেরা তুলে নিতে পারি তাহলে বিশ্বাস করবেন আপনি ? আমিই বলে দেবো সবকিছু চিন্তা নেই ।
আজ এরমি কিছু পদ্ধতির সন্ধান নিয়ে আপনাদের কাছে তুলে ধরবো যা শুধু আপনাকে, আপনার ছাত্র জিবনে দায়িত্ব নিতে সাহায্য করবে না বরং আপনার স্কিল লেভেল ও অনেক উঁচুতে নিয়ে গিয়ে জীবনের কোনো এক প্রান্তে আপনাকে যথেষ্ট পরিমাণে সাহায্য করবে ।

১/ প্রাইভেট টিউটর-

depositphotos 6842439 stock photo high school students
Depositphotos

বর্তমান সময়ে আমরা আমাদের নিজেদের কথা ভাবলেই বুঝতে পারি ছাত্রদের জন্যে প্রাইভেট টিউটর কতটা প্রয়োজনীয় । সরকারি বেসরকারি বিভিন্ন বোর্ডের ছাত্র দের প্রায় সকলেই বর্তমানে এক্সট্রা ব্যাকআপ হিসাবে প্রাইভেট টিচার এর দরকার অনুভব করে থাকে । আর সেই সুযোগ কেই যদি আমরা কাজে লাগাতে পারি তাহলেই তো হয়ে গেলো ।
আমরা আমাদের পড়াশুনো চলাকালীন নিঃসন্দেহে আমাদের থেকে ছোটো অর্থাৎ আমাদের থেকে নীচু স্তরের ছাত্রদের পড়ানোর কাজ করতে পারি । যথেষ্ট সম্মান জনক এই কাজের ক্ষেত্রে মাইনের পাশাপাশি ছাত্রদের বেস বাড়িয়ে পরবর্তী কলে নিজের ক্যারিয়ার হিসেবে ও এই কাজ টি কে আপনি বেছে নিতে পারেন । তবে বর্তমানে ছাত্রাবস্থা তেই কাজটি শুরু করে দেখতে পারেন ।
প্রতিদিন যদি আপনার ডেইলি কাজকর্ম থেকে ২-৩ ঘণ্টা সময় আপনি বার করতে পারেন তাহলে মাসের শেষে অনায়াসেই হয়ত আপনার প্রয়োজন টুকু নিজেই মিটিয়ে নিতে পারবেন ।

২/ কনটেন্ট রাইটিং-

Content Writing
SocioDNA

এই ডিজিটাল দুনিয়ায় ডিজিটালাইজেশন কে কাজে লাগিয়ে আমাদের আসে পাশে বিভিন্ন কাজের অপরচুনিটি ঘুরে বেড়াচ্ছে । সেগুলোকে যদি একবার খুঁজে বের করা যায় তাহলেই অনেকটা কাজ সহজ হয়ে যাবে । আপনি যদি একজন স্টুডেন্ট হন আপনি কোনো ওয়েবসাইট বা অন্য কোনো সংস্থার হয়ে কনটেন্ট রাইটিং এর কাজ করতে পারেন ।
বিভিন্ন গ্রোয়িং বা নিউ ওয়েবসাইট আজকাল বহু সংখ্যক এরম ছাত্র দের তথা মানুষদের খোঁজে থাকে । যারা টেকনোলজি সবন্ধ্যে নূন্যতম জ্ঞান রাখে । বিভিন্ন জায়গা থেকে তথ্য সংগ্রহ করে বিভিন্ন ব্লগ , আর্টিকেল , বা খবর সংক্রান্ত নানান বিষয় লিখে আপনি এই ফিল্ডে মোটা অঙ্কের টাকা কামাতে পারেন ।

৩/ ট্রান্সলেটিং – ট্রান্সক্রিপটিং-

transcription services singapore
Translation Services Singapore

বিভিন্ন ওয়েবসাইট বর্তমান দিনে নিজেদের ক্ষেত্র কে বাড়ানোর জন্য নিজেদের ওয়েবসাইটের বিষয় বস্তু কে ইংরেজি বহিভূর্ত আরো অন্যান্য ভাষায় ট্রান্সলেট করে নিজেদের ওয়েবসাইট এর বিস্তার ঘটায় । বিভিন্ন নিউজ চ্যানেল তথা আরো নানান ধরনের অ্যাসোসিয়েশন এর সাথে যুক্ত হতে পারেন আপনি । ইংরেজির পাশাপাশি যদি আপনি অন্য কোনো ভাষায় পারদর্শী হন তাহলে এই সুযোগটি হাতছাড়া না করাই ভালো ।
এছাড়া রয়েছে ট্রান্সক্রিপটিং এর কাজ বিভিন্ন অডিও ফাইল এ কি বলা হচ্ছে তা বুঝে আপনাকে লিখিত আকারে সেই অডিও ফাইল এর একটি লিখিত রূপ বানাতে হয় । বেশ কিছু নিয়ামবলি থাকে এইসব কাজে যা আপনার আগে একটু ভালো করে শিখে নেওয়া উচিত । তবে শিখতে গেলেও আলাদা কোনো খরচ বলতে শুধুমাত্র একটু সময় আর ইন্টারনেট ডাটা ।
ইন্টারনেট এই আজকাল এ বিষয় এ অনেক কিছু শিখে নিতে পারেন আপনি সেবিষয়ে সন্দেহ নেই। তাই কনটেন্ট রাইটিং এর কাজ ঠিকঠাক আপনার হতস্থ বা মনস্থ না হলে এই সুযোগ টিকে আপনি বিবেচনা করতেই পারেন ।

৪/ ভিডিও ক্রিয়েটর-

getty 667993306 353620
Inc. Magazine

বর্তমানের এই ডিজিটাল দুনিয়ায় সবকিছু মার্ডানিস্টিক ভাবে হচ্ছে । শিক্ষা র বিষয় হোক বা মনোরঞ্জন সবকিছুই এখন এসে গেছে ভিডিও জগতের আওতায় ।আপনি স্মার্টফোন ব্যবহার করেন আর ভিডিও দেখেন কথাদুটো কেমন অবিশ্বাস্য ধরনের ।ইউটিউব এর নাম আমরা কে না শুনেছি । বিশ্বের দ্বিতিয় বৃহত্তম সার্চ ইঞ্জিন হলো এই ইউটিউব যা থেকে স্পষ্টই বোঝা যায় যায় মানুষ বর্তমান দিনে লৈখিক শিক্ষ্যার থেকে ভিডিও কে বেশি পছন্দ করেন ।
মনরঞ্জন থেকে শুরু করে খবর বা কোনো রান্নার রেসিপি সবকিছুই এখন ভিডিও র মাধ্যমে আমাদের সামনে হাতের মুঠোয়। আগেকার দিনে ইউটিউব টাকে কাজ হিসাবে ভাবা যেত না কিন্তু বর্তমান দিনে এই বিষয় টি অনেকটা খোলস ছেড়ে সকলের সামনে আসতে শুরু করেছে ।
আপনি যদি ছাত্র হন বা আপনার কোনো অন্য স্কিল থাকে বা নাই থেকে আপনি ইউটিউব , ডেলি মোশন
প্রভৃতি সাইট এর ভিডিও ক্রিয়াটর এর কাজ করতে পারেন । নিজের কোনো স্কিল থাকলে সেটি কে ব্যবহার করুন । তবে বর্তমান দিনে এই সমস্ত ফিল্ডেই কম্পিটিশন অনেক বেড়ে গেছে সেটা মাথায় রাখবেন ।
ইউটিউব থেকে ক্যারিয়ার বানানোর জন্য নিচের আর্টিকেল টি পড়ুন 👇

৫/ অ্যাফিলিয়েট মার্কেটিং-

ddaea46b ed67 40b8 9572 664fe65b85e5 affiliate marketing
BuzzSprout

শুধু ছাত্ররা কেন বর্তমান দিনে দাড়িয়ে যে কেউ এই ধরনের কাজ করে চাইলে মোটা টাকা কামাতে ! তবে বেসিক কিছু স্কিল জানা দরকার সেক্ষেত্রে । নাম শুনেই বোঝা যাচ্ছে মার্কেটিং জাতীয় কাজ এর ব্যাপারে বলছি ।তবে কোনো সাধারণ মার্কেটিং নয়। এবং সবথেকে ভালো বিষয় হলো এই ধরনের মার্কেটিং এ আপনাকে কোনো প্রোডাক্ট কিনতেও হবেনা ।
ভারতবর্ষের লক্ষ্য লক্ষ্য মানুষ আজ অ্যাফিলিয়েট মার্কেটিং করে নিজেদের মূল জীবিকা অর্জন করে চলেছে । আমাজন , ফ্লিপকার্ট, স্ন্যাপডিলের মত ওয়েবসাইটের বিভিন্ন প্রোডাক্ট কে আপনাকে সাধারণ মানুষদের কাছে এডভার্টাইজিং করাই এই কাজের মূল বিষয় ।এবার এর দরুন কোনো ব্যক্তি আপনার এডভার্টাইজিং থেকে সেই প্রোডাক্ট টি কিনলে আপনি পেতে যাবেন ভালো কিছু কমিশন । যেখানে আপনাকে প্রোডাক্ট টি কেনার ও প্রয়োজন নেই ।
প্রয়োজন বলতে একটু সময় , মার্কেটিং স্কিল , একটি স্মার্টফোন বা পি.সি তার সাথে ইন্টারনেট থাকলেই খুব সহজেই এই কাজ করে প্রতিদিন আপনি বেশ ভালো মাত্রায় উপার্জন করতে পারবেন।

বর্তমান দিনে টাকা কামানোর যেমন রাস্তা অনেক বেরিয়ে গেছে আমাদের তার সাথে এটাও মনে রাখা কম্পিটিশন ও তার সাথে দ্বিগুণ বেড়ে গেছে । তাই সময় নষ্ট করলে চলবেনা ।প্রতিটি মুহূর্ত কে কাজে লাগান । কাল কেন আজ ই করুন !