নিজস্ব সংবাদদাতা: একসময় কলকাতা শহরের বুক জুড়ে দাপিয়ে বেড়াত দুই বগির ট্রাম। শ্যামবাজার থেকে চৌরঙ্গী, রাজাবাজার থেকে কলেজ স্ট্রিট, ট্রামের সঙ্গে সঙ্গেই লেখা হত কলকাতার নস্টালজিয়া। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তিলোত্তমা যত আধুনিক হয়েছে, ততই ক্রমশ ফিকে হয়েছে ট্রাম। ওলা উবেরের একুশ শতকীয় ব্যস্ততা ঢেকে দিয়েছে পুরোনো কলকাতার নস্টালজিয়াকে।
তবে একেবারে বিলুপ্তির পথেও পা বাড়ায়নি বৃদ্ধ ট্রাম। হাতে সময় থাকলে পথচলতি মানুষ আজও চেপে বসেন ট্রামের বগিতে, বেয়ে চলেন শহরের রাজপথ। কিন্তু আধুনিকতার সঙ্গে পাল্লা দিতে দিতে আর কতদিন টিকে থাকবে এই নাগরিক যানের অস্তিত্ব? নিঃসন্দেহে তা ভাবিয়ে তুলেছে ট্রাম কর্তৃপক্ষকেও। আর তাই ট্রামের বুড়ো হাড়ে ভেলকি দেখাতে এবার নতুন উদ্যোগ নিয়েছে প্রশাসন। ট্রামেও এবার থেকে চালু করা হচ্ছে ক্যাশলেস ব্যবস্থা।
এবার থেকে ওলা উবেরের মতো ট্রামে চড়ার জন্যেও আর সঙ্গে রাখার দরকার পড়বে না নগদ টাকার। নতুনের সঙ্গে প্রতিযোগিতায় আধুনিকতার নতুন ছোঁয়া নিয়ে মাঠে নামছে ঐতিহ্যবাহী ট্রাম। জানা গেছে, আগামীকাল অর্থাৎ ২০ ফেব্রুয়ারি রাজাবাজার রুটের ট্রাম থেকেই আনুষ্ঠানিকভাবে সূচনা হবে ক্যাশলেস ব্যবস্থা।
ট্রামে ক্যাশলেস পদ্ধতি চালু করার বিষয়ে পশ্চিমবঙ্গ পরিবহন নিগমের নতুন উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। কর্তৃপক্ষ জানিয়েছেন, Phone Pe, Google Pay, Paytm ছাড়াও অন্যান্য মাধ্যমে টিকিট কাটা যাবে ট্রামে। পরিবহন নিগমের ম্যানেজিং ডিরেক্টর রাজনবীর সিং কাপুর বলেন, “শহরের নতুন প্রজন্মের কাছে পুরোনো ট্রামকে আরো আকর্ষণীয় করে তোলার উদ্দেশ্যেই ক্যাশলেস ব্যবস্থা চালু করার কথা ভাবা হয়েছে। এর আগে আমরা কালার কোডেড রুট, ফ্রি WIFI এর সুবিধাও চালু করেছিলাম।” ক্যাশলেস ব্যবস্থা চালু করা হলে করোনা সুরক্ষাবিধিও অনেকটাই মেনে চলা সম্ভব হবে বলে মনে করছেন কর্তৃপক্ষ।