নিজস্ব সংবাদদাতা: মানুষের জীবনে নানা অপ্রত্যাশিত ঘটনা ঘটে রোজ, প্রতিনিয়ত। কখনো সে ঘটনা বয়ে আনে খুশি, আবার কখনো দুর্ভাগ্যের এমন ক্ষত তৈরি হয়, যা থেকে বেরোতে সময় লেগে যায় বছরের পর বছর। গুজরাটের ইসমাইলের জীবনও তেমনি এক অপ্রত্যাশিত ঘটনার গল্প বলে

২০০৮ সালের আগস্ট মাসে প্রতিদিনের মতো গোরু চরাতে নিয়ে গিয়েছিলেন গুজরাটের কচ্ছ এলাকার বাসিন্দা ইসমাইল। তারপর ঘরে ফিরতে এক দুই নয়, ১৩টা বছর সময় লেগে গেছে তাঁর। কোথায় ছিলেন ইসমাইল? কেন রোজকার মতো সন্ধ্যা গড়াতেই ঘরে ফেরেন নি তিনি?

পাকিস্তান
The wall

জানা গেছে, ২০০৮-এর পর এই মাঝের ১৩ বছর ইসমাইলের কেটেছে পাকিস্তানের জেলে। তাঁকে গুপ্তচর ভেবেই বন্দি করে রাখা হয়েছিল এতদিন। নিজের বাড়িতে ফেরার আশা প্রায় ছেড়েই দিয়েছিলেন, তবে অবশেষে আইস তাঁর তার সহায় হয়। গুপ্তচরের তকমা সরে তাঁর উপর থেকে।

ইসমাইল জানিয়েছেন, গোরু চড়াতে গিয়ে পথে একটি স্করপিও তাঁকে ধাক্কা মারে। পরদিন যখন জ্ঞান ফেরে তখন তাঁকে ঘিরে রয়েছে পাকিস্তানের সেনা। ভারতের গুপ্তচর ভেবেই তাঁকে বন্দি করেছিলেন তাঁরা। এরপর পাক হাসপাতালে চলে তাঁর চিকিৎসা।

10 09 36 images 2
The wall

গুজরাটের কচ্ছের নানা দিনারা গ্রামের বাসিন্দা ইসমাইল। তাঁর বাড়ি থেকে ভারত-পাকিস্তান সীমান্ত মাত্র ৫০ কিলোমিটার। ইসমাইল কখন কিভাবে এই সীমারেখা পার করে গেল তা সে জানে না। সে কথা মনে নেই তাঁর। তবে পাকিস্তানে জেলে থাকার এবং ঐ সময়ে তার উপর হওয়া অত্যাচারের স্মৃতি দগদগে হয়ে তাঁর মনে থেকে গেছে। ভারতীয় গুপ্তচর ভেবেই তার উপর অকথ্য অত্যাচার চালায় আইএসআই। ইসমাইল ভারতীয় গুপ্তচর এটাই স্বীকার করে নিক সে, এটাই দাবী ছিল আইএসআই-এর। শুধু তাই নয়, তাঁকে ভারতীয় গুপ্তচর হিসাবে চিহ্নিত করে পাকিস্তানি আদালতও। ৮ বছর জেল খাটার পর ২০১৬ সালে পাকিস্তানের জেলে তার শাস্তির মেয়াদ শেষ হয়।

ইসমাইলের জীবনে যে এত কিছু ঘটে গেছে কিছুই জানতেন না পরিবারের লোকজন। সে যে বেঁচে আছে সেই খবরটাই ছিল না তাঁদের কাছে। ২০১৭ সালে ইসমাইলের বাড়িতে খবর দেওয়া সম্ভব হয়। পাকিস্তানের প্রশাসন অবশেষে নিরপরাধ ইসমাইলকে মুক্তি দেয়।