নিজস্ব সংবাদদাতা- মমতাময়ী মুখ্যমন্ত্রীর উদ্যোগে আলিপুরদুয়ার জেলার ফালাকাটায় রাজ্য সরকারের উদ্যোগে আয়োজিত গণবিবাহের আসরে নবদম্পতির সংখ্যা এক ঝটকায় ৩০০ থেকে বৃদ্ধি পেয়ে ৯০০ হয়ে গেল। স্বাভাবিকভাবে স্থানীয় আদিবাসী সম্প্রদায়ের মধ্যে এই নিয়ে খুশির হাওয়া।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে উত্তরবঙ্গ সফরে আছেন। এই সফরে তিনি একাধিক দলীয় কর্মসূচি পালনের পাশাপাশি বেশ কিছু সরকারি কর্মসূচিতেও উপস্থিত থাকছেন। স্টার সিমেন্ট কোম্পানির একটি নতুন ইউনিটের উদ্বোধনও করবেন আজ। এর পাশাপাশি রাজ্য সরকারের উদ্যোগে রূপশ্রী প্রকল্পের অধীনে আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলার আর্থিকভাবে পিছিয়ে পড়া দরিদ্র আদিবাসী পরিবারের ৩০০ নব দম্পতির গণবিবাহের আয়োজন করা হয়।
গণবিবাহের এই কর্মসূচি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত দিয়ে শুরু হওয়ার কথা। কিন্তু সূত্র মারফত জানা গিয়েছে শেষ মুহূর্তে মুখ্যমন্ত্রী নির্দেশ দেওয়ায় গণবিবাহের আসরে নব দম্পতির সংখ্যা বৃদ্ধি করে ৯০০ তে নিয়ে যাওয়া হয়েছে। এর পাশাপাশি রাজ্য সরকারের পক্ষ থেকে গণবিবাহ অংশ নেওয়া প্রতি দম্পতিকে সংসার করার জন্য যা যা নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র লাগে তাও উপহার হিসাবে দেওয়া হবে।
গণবিবাহের আসরের পাশাপাশি ফালাকাটা থেকে মুখ্যমন্ত্রীর হাত দিয়ে আজ চা-সুন্দরী প্রকল্পের অধীনে চা বাগানের দরিদ্র শ্রমিক-কর্মচারীদের বাড়ি তৈরি করে দেবার শুভ সূচনা হবে। সরকারি সূত্র মারফত জানা গিয়েছে প্রায় ২ লক্ষ ৬৪ হাজার বাড়ি তৈরি করে দেওয়া হবে চা-সুন্দরী প্রকল্পের মাধ্যমে।
রাজনৈতিক মহলের মতে গত লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গ থেকে এক প্রকার ধুয়ে মুছে সাফ হয়ে গিয়েছিল তৃণমূল। আগামী বিধানসভা নির্বাচনের আগে সেই হারানো জমি পুনরুদ্ধারের লক্ষ্যে মুখ্যমন্ত্রী এতটা তৎপরতা দেখাচ্ছেন। লোকসভা নির্বাচনে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলার আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা ঢেলে বিজেপিকে ভোট দিয়েছিল। তৃণমূল নেত্রীর লক্ষ্য সেই ভোটব্যাঙ্ক পুনরুদ্ধার করা, তাই বিভিন্ন প্রকল্পের মাধ্যমে চা বাগানের আদিবাসি শ্রমিকদের পাশে দাঁড়ানোর জন্য এতো তৎপরতা।
এদিকে গতকাল কেন্দ্রীয় বাজেটে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন উত্তরবঙ্গের চা শ্রমিকদের জন্য বিশেষ প্যাকেজের কথাও ঘোষণা করেন। রাজনৈতিক মহলের মতে আগামী বিধানসভা নির্বাচনের আগে উত্তরবঙ্গবাসী, বিশেষ করে চা বলয়ের মন পাওয়া নিয়ে তৃণমূল এবং বিজিপির মধ্যে লড়াই শুরু হয়েছে। এখন দেখার কারা শেষ পর্যন্ত এই লড়াইয়ে জয়লাভ করে।