নিজস্ব সংবাদদাতা: দীর্ঘ ১ মাসেরও বেশি সময় ধরে চলার পর অবশেষে গতকাল বাংলায় আট দফার বিধানসভা নির্বাচন শেষ হয়েছে। তবে নির্বাচন শেষ হলেও বিভিন্ন সংস্থার বুথফেরত সমীক্ষায় বাংলার ফলাফল নিয়ে কোনও স্পষ্ট দিশা পাওয়া গেল না। অধিকাংশ মূলস্রোতের সমীক্ষাতেই হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত দেওয়া হয়েছে। তাতে অবশ্য বেশিরভাগ জায়গাতেই রাজ্যের বর্তমান শাসকদল তৃণমূলকে সামান্য এগিয়ে রাখা হয়েছে। কিন্তু কোনও পক্ষই ২৯৪ আসনের বিধানসভায় দুই-তৃতীয়াংশ গরিষ্ঠতার কাছে পৌঁছতে পারেনি।

তাই ভোটের ফলাফল জানতে আপাতত আগামী রবিবার পর্যন্ত অপেক্ষা করা ছাড়া উপায় নেই। বুথফেরত সমীক্ষার ইঙ্গিত মিললে সেখানেও প্রচুর সাসপেন্স থাকার অবকাশ রয়েছে। এদিকে, বুথফেরত সমীক্ষায় বাংলা ছাড়া বাকি যে রাজ্যগুলির ফলাফল সম্পর্কে ইঙ্গিত দেওয়া হয়েছে, তা অবশ্য প্রবলভাবে প্রত্যাশিত। কেরালায় বামজোট, তামিলনাড়ুতে ডিএমকে ও কংগ্রেস জোট এবং আসামে বিজেপি-র জয়ের ইঙ্গিত দেওয়া হয়েছে। তবে তা ঠিক হয় কিনা, সেটা সময়ই বলবে। তবে আরও একটি ইঙ্গিত আছে সমীক্ষায়- সব রাজ্যেই কংগ্রেসের অবস্থা ভীষণই সঙ্গীন।

ঐতিহাসিক ভাবে এই ধরনের সমীক্ষার ফলাফল যে সবসময়ে মেলে, তা নয়। অনেক ক্ষেত্রেই সমীক্ষার ফলাফল একেবারে উল্টো হয়েছে, এমন দৃষ্টান্তও প্রচুর রয়েছে। সাধারণত এমন সমীক্ষা থেকে ফলাফলের আগাম একটা ইঙ্গিত পাওয়ার চেষ্টা করা হয়। তবে তা ‘ইঙ্গিত’ই মাত্র। রাজ্যের ২৯৪টি আসনের মধ্যে ২৯২টি আসনে এখনও অবধি নির্বাচন হয়েছে। সামশেরগঞ্জ এবং জঙ্গিপুরে করোনা সংক্রমিত হয়ে দুই প্রার্থীর মৃত্যুর কারণে ওই দুই আসনে ভোট আগামী ১৬ মে। এতদিন ধরে চলা এই ভোটের ভিত্তিতে এবিপি এবং সি-ভোটারের বুথ ফেরত সমীক্ষা বলছে, ১৫২ থেকে ১৬৪টি আসন পেতে পারে তৃণমূল। যার অর্থ ফের ক্ষমতায় ফিরতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

এই সংস্থাটির মত, রাজ্যে বিজেপি পেতে পারে ১০৯ থেকে ১২১টি আসন। বাম, কংগ্রেস এবং আব্বাস সিদ্দিকির ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের জোট সংযুক্ত মোর্চা পেতে পারে ১৪ থেকে ২৫টি আসন। এ ছাড়াও পি মার্কসের সমীক্ষা বলছে রাজ্যে তৃণমূল পেতে পারে ১৫২ থেকে ১৭২টি আসন। বিজেপি পেতে পারে ১১২ থেকে ১৩২টি আসন। এ ছাড়া রাজ্যে ভোট যুদ্ধের অন্যতম শরিক সংযুক্ত মোর্চা পেতে পারে ১০ থেকে ২০টি আসন। আবার সিএনএন এবং নিউজ ১৮-এর বুথফেরত সমীক্ষার ফলাফল বলছে, রাজ্যে তৃণমূল পেতে পারে ১৬২টি আসন। বিজেপি পেতে পারে ১১৫টি আসন এবং সংযুক্ত মোর্চা পেতে পারে ১৫টি আসন।